ETV Bharat / state

টপ নিউজ় @ সকাল 9 টা - টপ নিউজ় @ সকাল 9 টা

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

টপ নিউজ়
টপ নিউজ়
author img

By

Published : Jul 12, 2020, 9:04 AM IST

1. কোরোনায় আক্রান্ত অমিতাভ ও অভিষেক

কোরোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অমিতাভ বচ্চন । অভিষেক বচ্চনের শরীরেও মিলেছে ভাইরাসের হদিস ৷


2. সোপোরে নিরাপত্তাবাহিনী-জঙ্গি গুলির লড়াই

নিরাপত্তাবাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলি লড়াই জম্মু ও কাশ্মীরের সোপোরে ৷ আজ সোপোরের রেব্বান এলাকায় গুলির লড়াই শুরু হয় ৷ এখনও পর্যন্ত কোনও জঙ্গি নিকেশের খবর নেই ৷

3.অমিতাভ বচ্চনের আরোগ্য কামনা করে টুইট মমতার

অমিতাভ বচ্চনের কোরোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়ামাত্র তাঁর আরোগ্য কামনা করে টুইট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷


4.রাজ্যের সব বিধানসভা কেন্দ্রে ভার্চুয়াল সভা করবে BJP

অমিত শাহ ও জে পি নাড্ডার ভার্চুয়াল সভা সফল হয়েছে ৷ তাই 2021-এর নির্বাচনকে "পাখির চোখ" করে রাজ্যের সব বিধানসভা কেন্দ্রে ভার্চুয়াল সভা করবে BJP ৷


5.15 ঘণ্টা বাড়িতেই পড়ে রইল কোরোনায় মৃতের দেহ

শুক্রবার রাতে মৃত্যু হয় কোরোনায় আক্রান্ত ওই বৃদ্ধের ৷ এরপর টানা 15 ঘণ্টা বাড়িতেই পড়ে ছিল তাঁর দেহ ৷

6. লক্ষ্যবস্তু নিজেই স্থির করে আক্রমণের ক্ষমতা রাখে নির্ভয়

মাটি, সমুদ্র ও আকাশ তিন জায়গা থেকেই উৎক্ষেপণ করা যায় নির্ভয় ক্ষেপণাস্ত্র ৷ অনেকগুলি লক্ষ্যবস্তুর মধ্যে একটি আলাদা লক্ষ্যবস্তুকে নিযুক্ত করে আক্রমণ করতে পারে এটি ৷


7.110 রাউন্ড পর্যন্ত চলেছিল এই বক্সিং ম্যাচ

ম্যাচের মাঝ পর্যায়ে একজনের দু'টি হাতই ভেঙে যায় ৷ তারপরও হাল ছাড়েননি তিনি ৷ শেষ পর্যন্ত কে জিতেছিল ম্যাচটি ?


8."কোনও হাসপাতাল সাহায্য করল না, ছেলেটা আমার মারা গেল"

এক হাসপাতাল থেকে অন্য হাসপাতাল শুধু ঘুরে গেছেন ৷ কিন্তু কোথায় ঠিকঠাক পরিষেবা মেলেনি ৷ চিকিৎসার গাফিলতির কারণেই তাঁর ছেলে প্রাণ হারিয়েছে বলে অভিযোগ মৃতের বাবার ৷


9.নিরাপত্তারক্ষী কোরোনায় আক্রান্ত, সিল করা হল রেখার বাংলো

আজই BMC-র তরফ থেকে সিল করে দেওয়া হয় রেখার বাংলো ৷ বাংলোটিকে কনটেইনমেন্ট জ়োন হিসেবে চিহ্নিত করা হয় ৷


10.হাবাসদের কাছে নতুন অভিজ্ঞতা হতে চলেছে মোহনবাগানের সমর্থক : ব্যারেটো

মোহনাবাগানের ISl-এ খেলা নিয়ে ব্যারেটোর ব্যাখ্যা 2014-15 মরশুম থেকেই সমস্ত মোহনবাগান সমর্থকরাই চাইছিলেন দল ভারতের এক নম্বর টুর্নামেন্ট খেলুক ৷ অবশেষে এটা হচ্ছে ৷ লাখ লাখ মোহনবাগান সমর্থকের স্বপ্ন পূরণ হতে চলেছে ৷ মোহনবাগানের প্রাক্তন খেলোয়াড় হিসেবে খুশি ব্যারেটোও ৷

1. কোরোনায় আক্রান্ত অমিতাভ ও অভিষেক

কোরোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অমিতাভ বচ্চন । অভিষেক বচ্চনের শরীরেও মিলেছে ভাইরাসের হদিস ৷


2. সোপোরে নিরাপত্তাবাহিনী-জঙ্গি গুলির লড়াই

নিরাপত্তাবাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলি লড়াই জম্মু ও কাশ্মীরের সোপোরে ৷ আজ সোপোরের রেব্বান এলাকায় গুলির লড়াই শুরু হয় ৷ এখনও পর্যন্ত কোনও জঙ্গি নিকেশের খবর নেই ৷

3.অমিতাভ বচ্চনের আরোগ্য কামনা করে টুইট মমতার

অমিতাভ বচ্চনের কোরোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়ামাত্র তাঁর আরোগ্য কামনা করে টুইট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷


4.রাজ্যের সব বিধানসভা কেন্দ্রে ভার্চুয়াল সভা করবে BJP

অমিত শাহ ও জে পি নাড্ডার ভার্চুয়াল সভা সফল হয়েছে ৷ তাই 2021-এর নির্বাচনকে "পাখির চোখ" করে রাজ্যের সব বিধানসভা কেন্দ্রে ভার্চুয়াল সভা করবে BJP ৷


5.15 ঘণ্টা বাড়িতেই পড়ে রইল কোরোনায় মৃতের দেহ

শুক্রবার রাতে মৃত্যু হয় কোরোনায় আক্রান্ত ওই বৃদ্ধের ৷ এরপর টানা 15 ঘণ্টা বাড়িতেই পড়ে ছিল তাঁর দেহ ৷

6. লক্ষ্যবস্তু নিজেই স্থির করে আক্রমণের ক্ষমতা রাখে নির্ভয়

মাটি, সমুদ্র ও আকাশ তিন জায়গা থেকেই উৎক্ষেপণ করা যায় নির্ভয় ক্ষেপণাস্ত্র ৷ অনেকগুলি লক্ষ্যবস্তুর মধ্যে একটি আলাদা লক্ষ্যবস্তুকে নিযুক্ত করে আক্রমণ করতে পারে এটি ৷


7.110 রাউন্ড পর্যন্ত চলেছিল এই বক্সিং ম্যাচ

ম্যাচের মাঝ পর্যায়ে একজনের দু'টি হাতই ভেঙে যায় ৷ তারপরও হাল ছাড়েননি তিনি ৷ শেষ পর্যন্ত কে জিতেছিল ম্যাচটি ?


8."কোনও হাসপাতাল সাহায্য করল না, ছেলেটা আমার মারা গেল"

এক হাসপাতাল থেকে অন্য হাসপাতাল শুধু ঘুরে গেছেন ৷ কিন্তু কোথায় ঠিকঠাক পরিষেবা মেলেনি ৷ চিকিৎসার গাফিলতির কারণেই তাঁর ছেলে প্রাণ হারিয়েছে বলে অভিযোগ মৃতের বাবার ৷


9.নিরাপত্তারক্ষী কোরোনায় আক্রান্ত, সিল করা হল রেখার বাংলো

আজই BMC-র তরফ থেকে সিল করে দেওয়া হয় রেখার বাংলো ৷ বাংলোটিকে কনটেইনমেন্ট জ়োন হিসেবে চিহ্নিত করা হয় ৷


10.হাবাসদের কাছে নতুন অভিজ্ঞতা হতে চলেছে মোহনবাগানের সমর্থক : ব্যারেটো

মোহনাবাগানের ISl-এ খেলা নিয়ে ব্যারেটোর ব্যাখ্যা 2014-15 মরশুম থেকেই সমস্ত মোহনবাগান সমর্থকরাই চাইছিলেন দল ভারতের এক নম্বর টুর্নামেন্ট খেলুক ৷ অবশেষে এটা হচ্ছে ৷ লাখ লাখ মোহনবাগান সমর্থকের স্বপ্ন পূরণ হতে চলেছে ৷ মোহনবাগানের প্রাক্তন খেলোয়াড় হিসেবে খুশি ব্যারেটোও ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.