1. আন্দোলনে নেই দল, ক্ষোভ প্রকাশ মমতার
ডিজ়েল, পেট্রলের মূল্যবৃদ্ধি এবং বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারিকরণের বিরুদ্ধে 7 জুলাই থেকে আন্দোলন গড়ে তুলতে পথে নামতে হবে । নিজের নিজের এলাকায় সেই আন্দোলন করতে হবে । প্রতিবাদ গড়ে তুলতে হবে বুথস্তরে । দলীয় নেতৃত্বকে গতকাল এই নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
2.মাস্ক না পরে বাড়ি থেকে বেরোলেই এবার জরিমানা
এবার মাস্ক না পরলেই জরিমানা ৷ শোনা হবে না কোনও অজুহাত ৷ কড়া নির্দেশ নবান্নর ৷
3.আমফান ক্ষতিপূরণ প্রাপকদের তালিকায় 20 জনের একই ফোন নম্বর !
আমফানের ক্ষতিপূরণ নিয়ে ইতিমধ্যেই রাজ্যের একাধিক জায়গায় দুর্নীতির অভিযোগ উঠেছে ৷ উঠেছে স্বজনপোষণের অভিযোগও ৷ এরই মাঝে কাটোয়া পৌরসভায় ক্ষতিগ্রস্তদের তালিকায় 20 জনের নামের পাশে দেখা গেল একটাই ফোন নম্বর ৷
4.বিশ্বের কোনও শক্তির কাছে ভারত মাথানত করেনি, করবেও না : প্রধানমন্ত্রী
আজ ভোরে লাদাখ পরিদর্শনে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । বর্তমান সীমান্ত পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি । পরে দেখা করতে যান জখম সেনাদের সঙ্গে।
5.470 জন "কন্যা"-র বিয়ে দিয়েছেন গুজরাতের এই ব্যবসায়ী
ভাবনগরের বাসিন্দা মহেশ সাভানি । একের পর এক মেয়ের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন ৷ এপর্যন্ত বিয়ে দিযেছেন 470 জনের ৷
6.পূর্ব রেলে স্কাউট ও গাইডিস কোটায় নিয়োগ
স্কাউট ও গাইডিস কোটায় কর্মী নিয়োগ করবে পূর্ব রেল৷ তার জন্য জারি হল বিজ্ঞপ্তি ৷ মোট 10 জন কর্মীকে নিয়োগ করা হবে ৷
7.ফের পিছিয়ে গেল NEET ও JEE মেইন, কবে হবে পরীক্ষা ?
কোরোনা পরিস্থিতিতে আরও এক দফায় পরিবর্তন করা হল NEET ও JEE মেইন পরীক্ষার দিন । জেনে নিন কবে হবে পরীক্ষা ।
8.সেনার মনোবল আরও বাড়ল, লাদাখ সফরের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ রাজনাথের
লাদাখ সফরে যান প্রধানমন্ত্রী ৷ কথা বলেন জওয়ানদের সঙ্গে ৷ আর তাঁর এই পদক্ষেপের জন্য ধন্যবাদ জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷
বলিউডের 'মাস্টারজী' সরোজ খান । এমন কোনও তারকা নেই যাঁকে তিনি কোরিওগ্রাফ করেননি । প্রত্যেকের কাছের সরোজ খান ছিলেন বড় আদরের, বড় আপনার মানুষ । তাঁর নশ্বর দেহ হয়তো আজ নেই, তবে তিনি রয়ে গেছেন তাঁর সৃষ্টির মধ্য়ে । ফিল্মের সেট যেন প্রাণ পেত সরোজের উপস্থিতিতে । তেমনই কয়েকটা না দেখা ছবি দেখে নেওয়া যাক এক ঝলকে...ছবি সৌজন্যে @sarojkhanofficial
10.লিভারপুলকে 4-0 গোলে হারাল ম্যাঞ্চেস্টার সিটি
30 বছরে প্রথমবার ইংলিশ প্রিমিয়ার লিগ জয় করা লিভারপুল ও গতবারের চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার সিটির লড়াই উপভোগ করার জন্য মুখিয়ে ছিলেন ফুটবলপ্রেমীরা ৷ কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার পরের ম্যাচেই 4-0 গোলে লিভারপুলের এই ভরাডুবি মানতে পারছেন না কোনও সমর্থকই ৷