1. 1 জুলাই থেকে মেট্রো চালানো চালানো সম্ভব নয় : রেল
আজ নবান্নে রাজ্যের প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক হয় মেট্রো কর্তৃপক্ষের ৷ সেখানে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, এখনই মেট্রো রেল পরিষেবা চালু করা সম্ভব নয় ৷
2. বাংলাদেশে ফেরি দুর্ঘটনা, মৃত 23
বাংলাদেশের রাজধানী ঢাকায় আজ একটি ভেসেলের সঙ্গে ধাক্কা লাগে একটি ফেরির ৷ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 23 জনের ৷ এখনও অনেকে নিখোঁজ ৷
3. পাকিস্তানের স্টক এক্সচেঞ্জ বিল্ডিংয়ে হামলা, নিহত 9
পাকিস্তানের স্টক এক্সচেঞ্জ বিল্ডিংয়ে জঙ্গি হামলা ৷ করাচি পুলিশ সূত্রে খবর, খতম করা হয়েছে হামলাকারী 4 জঙ্গিকেই ৷
4. আমফান দুর্নীতি : চাপের মুখে ক্ষতিপূরণের টাকা ফেরত তৃণমূলের পঞ্চায়েত সদস্যের
প্রকৃত ক্ষতিগ্রস্তদের স্বচ্ছ তালিকা তৈরি করা হবে । ক্ষতিগ্রস্ত না-হয়েও যাঁরা টাকা পেয়েছেন, তাঁদের টাকা ফেরত দিতে হবে । মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পর চাপের মুখে টাকা ফেরত দিলেন বনগাঁর ঘাটবাঁওড় পঞ্চায়েতের সদস্য ।
5. নেপাল সীমান্ত দিয়ে ঢুকতে পারে জঙ্গি, হাই অ্যালার্ট বিহারে
বিহারে জারি হল হাই অ্যালার্ট ৷ NIA -কে পাঠানো একটি হুমকি মেইলের পরই নড়েচড়ে বসেছে প্রশাসন ৷ স্পেশাল ব্রাঞ্চের তরফে রাজ্যের প্রতিটি জেলায় জারি করা হয়েছে সতর্কবার্তা ৷
6. অসমে বন্যায় 9 লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত
একটানা ভারী বৃষ্টির জেরে অসমের বিভিন্ন জেলায় বন্যা দেখা দিয়েছে । বহু মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন । কয়েক হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গেছে ।
7. "3 ঘণ্টা অক্সিজেন দেয়নি, শ্বাস নিতে পারছি না"
বারবার অনুরোধ করা সত্ত্বেও অক্সিজেন দেওয়া হয়নি । ভিডিয়ো বার্তায় এমনই জানিয়েছিলেন ওই যুবক ।
8.কোরোনার জেরে বাংলাদেশিদের আসা বন্ধ, শুনশান "মিনি বাংলাদেশ"
বাংলাদেশ থেকে কলকাতায় আসা মানুষদের একটাই ঠিকানা, মারকুইস স্ট্রিট ৷ সারা বছরই বাংলাদেশিদের আগমনে গমগম করতে থাকে এই তল্লাট ৷ কিন্তু কোরোনার জেরে এখন শুনসান মিনি বাংলাদেশ নামে পরিচিত মারকুইস স্ট্রিট ৷
9.প্রয়াত যাত্রাজগতের বিখ্যাত 'ভিলেন' ত্রিদিব ঘোষ
যাত্রা দুনিয়ার বিখ্যাত ভিলেন ত্রিদিব ঘোষ, হার মানলেন জীবনযুদ্ধে ।
10.অবসর ভেঙে কৈশোরের ক্লাবে ফিরছেন রবেন
FC গ্রোনিঙ্গেনের হাত ধরে ফুটবল কেরিয়ারের শুরু ৷ সমর্থকদের ইচ্ছেয় মত দিয়ে সেই ক্লাবের সাহায্যের জন্য অবসর ভেঙে ফিরছেন আর্জেন রবেন ৷