ETV Bharat / state

টপ নিউজ় @ সন্ধ্যা 7 টা - top news at a glance

এই মুহূর্তের বাছাই করা খবরগুলি একনজরে ।

টপ নিউজ়
টপ নিউজ়
author img

By

Published : Jun 15, 2020, 7:03 PM IST

1. ফুলবাগানে যুব মোর্চার বিক্ষোভ, গ্রেপ্তার সৌমিত্র খাঁ সহ 54

একাধিক অভিযোগে আজ ফুলবাগান DC অফিসের সামনে বিক্ষোভ দেখাল যুব মোর্চা । এখনও পর্যন্ত 54 জনকে গ্রেপ্তার করছে পুলিশ ।

2. বড়বাজারে শিশু খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য

এক বছর আগে মারা যান বড়বাজারে শিশু খুনে অভিযুক্ত শিব কুমারের স্ত্রী। গতকালের ঘটনার পর সন্দিহান স্থানীয়রা। তাঁদের অভিযোগ, দুর্ঘটনায় মৃত্যু হয়নি শিব কুমারের স্ত্রীর।

3. মদন মিত্রের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড

72 ঘণ্টা পর নিজের ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পেলেন তৃণমূল নেতা মদন মিত্র। গত শুক্রবার তাঁর অ্যাকাউন্টটি হ্যাক হয়ে যায় বলে অভিযোগ করেন মদন মিত্র।

4. অবৈজ্ঞানিক প্রচারে A গ্রুপে কোরোনা আতঙ্ক, রক্তদানের অনীহায় বাড়ছে সংকট

স‍োশাল মিডিয়ার এমন অনেক প্রচার চলছে, যেখানে বলা হচ্ছে রক্তের গ্রুপ A হলে COVID-19 সংক্রমণের সম্ভাবনা থেকে যায় । এর ফলে রক্তদানে অনীহা প্রকাশ করছেন A গ্রুপের অনেক রক্তদাতা ।

5. কবে কমতে পারে পেট্রল ও ডিজ়েলের দাম ?

টানা ন'দিন বেড়েছে পেট্রল ও ডিজ়েলের দাম । তবে এখনই স্বস্তি মিলছে না সাধারণের । আরও কয়েকদিন এভাবেই দাম বাড়বে বলে অনুমান ।

6. পাকিস্তানে নিখোঁজ ভারতীয় দূতাবাসের 2 আধিকারিক

পাকিস্তানে ভারতীয় দূতাবাসে নিযুক্ত ওই দুই আধিকারিককে সকাল থেকে পাওয়া যাচ্ছে না বলে খবর ৷ পাকিস্তান বিদেশমন্ত্রকে ইতিমধ্যেই বিষয়টি জানিয়েছে ভারত সরকার ৷

7. ভারত-নেপালের "রোটি-বেটি"-র সম্পর্ক কেউ ভাঙতে পারবে না : রাজনাথ সিং

আমরা নেপালের সঙ্গে সামাজিক, ভৌগলিক, ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কে যুক্ত ৷ নেপালের সঙ্গে আমাদের রোটি-বেটির সম্পর্ক ৷ ভারত ও নেপালের মধ্যে যদি কোনও ভুল বোঝাবুঝি হয়ে থাকে, তাহলে তা আলোচনার মাধ্যমে সমাধান করা হবে ৷ আজ এমনই জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৷

8. বাড়তে চলেছে দেশের গড় তাপমাত্রা

1901 সাল থেকে 2018 সাল পর্যন্ত দেশের গড় তাপমাত্রা বেড়েছে 0.7 ডিগ্রি সেলসিয়াস । এই শতাব্দীর শেষের আগেই তা প্রায় সাড়ে চার ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাবে বলে মনে করা হচ্ছে ।

9. সুশান্তের পঞ্চাশ স্বপ্ন..

সুশান্ত সিং রাজপুতের হাতে লেখা পঞ্চাশ স্বপ্ন ভাইরাল সোশাল মিডিয়ায় ।

10. "কুকর্মের সাজা পেয়েছে আফ্রিদি", ইউটিউবারকে অমানবিক বললেন আকাশ চোপড়া

কোরোনায় আক্রান্ত প্রাক্তন পাকিস্তান ক্রিকেটার শাহিদ আফ্রিদিকে নিয়ে বাজে মন্তব্য করেছিলেন এক ইউটিউবার ৷ যা দেখে ভড়কালেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও ধারাভাষ্যকার আকাশ চোপড়া ৷

1. ফুলবাগানে যুব মোর্চার বিক্ষোভ, গ্রেপ্তার সৌমিত্র খাঁ সহ 54

একাধিক অভিযোগে আজ ফুলবাগান DC অফিসের সামনে বিক্ষোভ দেখাল যুব মোর্চা । এখনও পর্যন্ত 54 জনকে গ্রেপ্তার করছে পুলিশ ।

2. বড়বাজারে শিশু খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য

এক বছর আগে মারা যান বড়বাজারে শিশু খুনে অভিযুক্ত শিব কুমারের স্ত্রী। গতকালের ঘটনার পর সন্দিহান স্থানীয়রা। তাঁদের অভিযোগ, দুর্ঘটনায় মৃত্যু হয়নি শিব কুমারের স্ত্রীর।

3. মদন মিত্রের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড

72 ঘণ্টা পর নিজের ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পেলেন তৃণমূল নেতা মদন মিত্র। গত শুক্রবার তাঁর অ্যাকাউন্টটি হ্যাক হয়ে যায় বলে অভিযোগ করেন মদন মিত্র।

4. অবৈজ্ঞানিক প্রচারে A গ্রুপে কোরোনা আতঙ্ক, রক্তদানের অনীহায় বাড়ছে সংকট

স‍োশাল মিডিয়ার এমন অনেক প্রচার চলছে, যেখানে বলা হচ্ছে রক্তের গ্রুপ A হলে COVID-19 সংক্রমণের সম্ভাবনা থেকে যায় । এর ফলে রক্তদানে অনীহা প্রকাশ করছেন A গ্রুপের অনেক রক্তদাতা ।

5. কবে কমতে পারে পেট্রল ও ডিজ়েলের দাম ?

টানা ন'দিন বেড়েছে পেট্রল ও ডিজ়েলের দাম । তবে এখনই স্বস্তি মিলছে না সাধারণের । আরও কয়েকদিন এভাবেই দাম বাড়বে বলে অনুমান ।

6. পাকিস্তানে নিখোঁজ ভারতীয় দূতাবাসের 2 আধিকারিক

পাকিস্তানে ভারতীয় দূতাবাসে নিযুক্ত ওই দুই আধিকারিককে সকাল থেকে পাওয়া যাচ্ছে না বলে খবর ৷ পাকিস্তান বিদেশমন্ত্রকে ইতিমধ্যেই বিষয়টি জানিয়েছে ভারত সরকার ৷

7. ভারত-নেপালের "রোটি-বেটি"-র সম্পর্ক কেউ ভাঙতে পারবে না : রাজনাথ সিং

আমরা নেপালের সঙ্গে সামাজিক, ভৌগলিক, ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কে যুক্ত ৷ নেপালের সঙ্গে আমাদের রোটি-বেটির সম্পর্ক ৷ ভারত ও নেপালের মধ্যে যদি কোনও ভুল বোঝাবুঝি হয়ে থাকে, তাহলে তা আলোচনার মাধ্যমে সমাধান করা হবে ৷ আজ এমনই জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৷

8. বাড়তে চলেছে দেশের গড় তাপমাত্রা

1901 সাল থেকে 2018 সাল পর্যন্ত দেশের গড় তাপমাত্রা বেড়েছে 0.7 ডিগ্রি সেলসিয়াস । এই শতাব্দীর শেষের আগেই তা প্রায় সাড়ে চার ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাবে বলে মনে করা হচ্ছে ।

9. সুশান্তের পঞ্চাশ স্বপ্ন..

সুশান্ত সিং রাজপুতের হাতে লেখা পঞ্চাশ স্বপ্ন ভাইরাল সোশাল মিডিয়ায় ।

10. "কুকর্মের সাজা পেয়েছে আফ্রিদি", ইউটিউবারকে অমানবিক বললেন আকাশ চোপড়া

কোরোনায় আক্রান্ত প্রাক্তন পাকিস্তান ক্রিকেটার শাহিদ আফ্রিদিকে নিয়ে বাজে মন্তব্য করেছিলেন এক ইউটিউবার ৷ যা দেখে ভড়কালেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও ধারাভাষ্যকার আকাশ চোপড়া ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.