ETV Bharat / state

টপ নিউজ় @ সকাল 9 টা

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

TOP NEWS AT 9 A.M.
TOP NEWS AT 9 A.M.
author img

By

Published : Apr 28, 2021, 9:00 AM IST

1.অসমে ভূমিকম্প, কেঁপে উঠল উত্তরবঙ্গও

অসমে তীব্র ভূমিকম্প ৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা 6.4 ৷

2.ভারতকে দ্রুত সব রকমের সাহায্য পাঠাবে আমেরিকা, আশ্বাস বাইডেনের

ভারতের করোনা পরিস্থিতি দিনে দিনে ভয়াবহ হয়ে উঠেছে ৷ নিজের দেশের ভিতরেই আর বাইরের দেশগুলি থেকেও সমালোচনার মুখে বাইডেন সরকার রাজি হয়েছে ভারতে প্রয়োজনীয় ওষুধ, সরঞ্জাম পাঠাবে ৷ মোদির সঙ্গে ফোনালাপে বাইডেন জানালেন, সব রকম ভাবে পাশে থাকবে আমেরিকা ৷

3.ফিরহাদ হাকিমকে শোকজ নির্বাচন কমিশনের

মঙ্গলবার কমিশনের তরফ থেকে একটি নোটিশ জারি করা হয় ৷ যাতে বলা হয়েছে বিজেপির অভিযোগ নিজস্ব সূত্র থেকে খতিয়ে দেখেছে তারা ৷ বিজেপির তরফে যে ভিডিয়ো পেশ করা হয়েছে তার সত্যতা যাচাই করেই কমিশন ফিরহাদ হাকিমের বিরুদ্ধে নোটিস জারি করা হয়েছে ৷ ভিডিয়োতে করা ফিরহাদ হাকিমের বক্তব্য উল্লেখ করে করে কমিশন জনিয়েছে, এই ধরনের উস্কানিমূলক বক্তব্য নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেছে ৷

4.দক্ষিণেশ্বরে গ্যারেজে আগুন, মৃত 1

দক্ষিণেশ্বরের নিবেদিতা সেতুর নিচে একটি গ্যারেজে আগুন ৷ মৃত 1 ৷ তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা ৷

5.থানের হাসপাতালে আগুন , মৃত 4

থানের একটি হাসপাতালে আগুন ৷ মারা গেলেন 4 জন ৷ এই ঘটনায় মৃতদের পরিবার পিছু পাঁচ লাখ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ৷

6.অষ্টম দফায় রাজ্যে 753 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, বাড়তি নজর বীরভূমে

রাত পোহালেই অষ্টম দফা নির্বাচন ৷ রাজ্যের চার জেলায় মোট 35টি আসনে ভোটগ্রহণ ৷ মোট বুথ রয়েছে 11 হাজার 860 টি । জেলাভিত্তিক বুথ সংখ্যার মধ্যে বীরভূমে রয়েছে 3 হাজার 908 টি বুথ , মালদায় 2 হাজার 73 টি , মুর্শিদাবাদ জেলায় রয়েছে 3 হাজার 796 টি এবং উত্তর কলকাতায় রয়েছে 2 হাজার 83 টি বুথ ৷

7.কলকাতায় বাজেয়াপ্ত 75 লক্ষ টাকা, ধৃত 5

প্রথমে মুচিপাড়া থানা এলাকা থেকে 4 জনকে গ্রেপ্তার করে পুলিশ । তাদের কাছ থেকে উদ্ধার হয় ৬০ লক্ষ টাকা । পরে জোড়াসাঁকো থানা এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ।

8.5মে থেকে শুরু 18-র ঊর্ধ্বে টিকাকরণ, তবে স্পষ্ট নয় বেসরকারি টিকাকরণের প্রক্রিয়া

বেসরকারি হাসপাতালগুলিকে করোনা টিকাকরণ সংক্রান্ত এক গুচ্ছ নির্দেশিকা দিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ৷ 5 মে থেকে এরাজ্যে শুরু হতে চলেছে তৃতীয় দফার করোনা টিকাকরণ কর্মসূচি ৷

9.বচনে বৃহস্পতি, কাজে অষ্টরম্ভা: তারকা প্রার্থীদের খোঁচা অনীক দত্তের

পরিচালক অনীক দত্তের নিশানায় তারকা প্রার্থীরা ৷ ফেসবুকের পাতায় তিনি বিঁধেছেন তারকা প্রার্থীদের ৷ কটাক্ষ করতে ছাড়েননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ৷

10.ডিভিলিয়ার্সে ম্লান হেটমায়ারের ইনিংস, 1 রানে জিতল কোহলিরা

আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ঘটনার ঘনঘটা ৷ দুটি অর্ধেই ব্যাটে ঝড় উঠল ৷ উঠল প্রাকৃতিক ঝড়ও ৷ চলল জেতার মরিয়া চেষ্টা ৷ আর শেষ বলের থ্রিলারে 1 রানে জিতে বাজিমাত করল আরসিবি ৷ টানটান উত্তেজনার মধ্য দিয়ে শেষ হল মঙ্গলবারের দিল্লি ক্যাপিটালস-রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচ ৷

1.অসমে ভূমিকম্প, কেঁপে উঠল উত্তরবঙ্গও

অসমে তীব্র ভূমিকম্প ৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা 6.4 ৷

2.ভারতকে দ্রুত সব রকমের সাহায্য পাঠাবে আমেরিকা, আশ্বাস বাইডেনের

ভারতের করোনা পরিস্থিতি দিনে দিনে ভয়াবহ হয়ে উঠেছে ৷ নিজের দেশের ভিতরেই আর বাইরের দেশগুলি থেকেও সমালোচনার মুখে বাইডেন সরকার রাজি হয়েছে ভারতে প্রয়োজনীয় ওষুধ, সরঞ্জাম পাঠাবে ৷ মোদির সঙ্গে ফোনালাপে বাইডেন জানালেন, সব রকম ভাবে পাশে থাকবে আমেরিকা ৷

3.ফিরহাদ হাকিমকে শোকজ নির্বাচন কমিশনের

মঙ্গলবার কমিশনের তরফ থেকে একটি নোটিশ জারি করা হয় ৷ যাতে বলা হয়েছে বিজেপির অভিযোগ নিজস্ব সূত্র থেকে খতিয়ে দেখেছে তারা ৷ বিজেপির তরফে যে ভিডিয়ো পেশ করা হয়েছে তার সত্যতা যাচাই করেই কমিশন ফিরহাদ হাকিমের বিরুদ্ধে নোটিস জারি করা হয়েছে ৷ ভিডিয়োতে করা ফিরহাদ হাকিমের বক্তব্য উল্লেখ করে করে কমিশন জনিয়েছে, এই ধরনের উস্কানিমূলক বক্তব্য নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেছে ৷

4.দক্ষিণেশ্বরে গ্যারেজে আগুন, মৃত 1

দক্ষিণেশ্বরের নিবেদিতা সেতুর নিচে একটি গ্যারেজে আগুন ৷ মৃত 1 ৷ তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা ৷

5.থানের হাসপাতালে আগুন , মৃত 4

থানের একটি হাসপাতালে আগুন ৷ মারা গেলেন 4 জন ৷ এই ঘটনায় মৃতদের পরিবার পিছু পাঁচ লাখ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ৷

6.অষ্টম দফায় রাজ্যে 753 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, বাড়তি নজর বীরভূমে

রাত পোহালেই অষ্টম দফা নির্বাচন ৷ রাজ্যের চার জেলায় মোট 35টি আসনে ভোটগ্রহণ ৷ মোট বুথ রয়েছে 11 হাজার 860 টি । জেলাভিত্তিক বুথ সংখ্যার মধ্যে বীরভূমে রয়েছে 3 হাজার 908 টি বুথ , মালদায় 2 হাজার 73 টি , মুর্শিদাবাদ জেলায় রয়েছে 3 হাজার 796 টি এবং উত্তর কলকাতায় রয়েছে 2 হাজার 83 টি বুথ ৷

7.কলকাতায় বাজেয়াপ্ত 75 লক্ষ টাকা, ধৃত 5

প্রথমে মুচিপাড়া থানা এলাকা থেকে 4 জনকে গ্রেপ্তার করে পুলিশ । তাদের কাছ থেকে উদ্ধার হয় ৬০ লক্ষ টাকা । পরে জোড়াসাঁকো থানা এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ।

8.5মে থেকে শুরু 18-র ঊর্ধ্বে টিকাকরণ, তবে স্পষ্ট নয় বেসরকারি টিকাকরণের প্রক্রিয়া

বেসরকারি হাসপাতালগুলিকে করোনা টিকাকরণ সংক্রান্ত এক গুচ্ছ নির্দেশিকা দিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ৷ 5 মে থেকে এরাজ্যে শুরু হতে চলেছে তৃতীয় দফার করোনা টিকাকরণ কর্মসূচি ৷

9.বচনে বৃহস্পতি, কাজে অষ্টরম্ভা: তারকা প্রার্থীদের খোঁচা অনীক দত্তের

পরিচালক অনীক দত্তের নিশানায় তারকা প্রার্থীরা ৷ ফেসবুকের পাতায় তিনি বিঁধেছেন তারকা প্রার্থীদের ৷ কটাক্ষ করতে ছাড়েননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ৷

10.ডিভিলিয়ার্সে ম্লান হেটমায়ারের ইনিংস, 1 রানে জিতল কোহলিরা

আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ঘটনার ঘনঘটা ৷ দুটি অর্ধেই ব্যাটে ঝড় উঠল ৷ উঠল প্রাকৃতিক ঝড়ও ৷ চলল জেতার মরিয়া চেষ্টা ৷ আর শেষ বলের থ্রিলারে 1 রানে জিতে বাজিমাত করল আরসিবি ৷ টানটান উত্তেজনার মধ্য দিয়ে শেষ হল মঙ্গলবারের দিল্লি ক্যাপিটালস-রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.