1.ফের রেকর্ড, পরপর দু'দিন 2 লাখের গণ্ডি ছাড়াল সংক্রমণ
দৈনিক সংক্রমণ দুই লাখ ছাড়িয়েছে গতকালই ৷ আজ দ্বিতীয় দিন । ফের দেশে দুলাখের বেশি আক্রান্ত হল । দেশে নতুন করে আক্রান্ত হয়েছে 2 লাখ 17 হাজার 353 জন ৷ গতকাল ছিল 2 লাখ 739 জন ৷ এপর্যন্ত দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 1 কোটি 42 লাখ 91 হাজার 917 জন ৷ মোট সক্রিয় আক্রান্ত 15 লাখ 69 হাজার 743 ৷
2.কোভিড আবহে কি একদিনেই বাকি ভোট ? আজ সর্বদলীয় বৈঠকে কমিশন
দেশের পাশাপাশি রাজ্যেও করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় পরিবর্তীত পরিস্থিতিতে বাকি ভোটপ্রক্রিয়া নিয়ে আলোচনার জন্য আজ সর্বদলীয় বৈঠকে বসছে নির্বাচন কমিশন ৷
3.বাড়ছে করোনা, কমিশনকে বাকি নির্বাচন একদিনে করার আর্জি মমতার
আগেই কমিশনের তরফে জানানো হয়, একদিনে নির্বাচন করানোর কোনও পরিকল্পনা কমিশনের নেই ৷ যদিও কমিশনের তরফে একটি সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে ৷ সেখানে করোনা বিধি নিয়ে আলোচনা হতে পারে বলে সূত্রের খবর ৷ করোনা নিয়ে হয়ত আরও কড়া হতে চাইছে কমিশন ৷ তাই সব রাজনৈতিক দলগুলিকে করোনা বিধি মেনে প্রচার করার নির্দেশ দিতে পারে কমিশন ৷
4.কুম্ভে 5 দিনে কোভিডে আক্রান্ত 2167, সংক্রমিত 30 সাধু
কুম্ভের আসরে ক্রমেই বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ ৷ 5 দিনে আক্রান্ত হয়েছেন 2167 জন ৷ সংক্রমিত হয়েছেন 30 জন সাধুও ৷
5.নন্দীগ্রামে গুলি চলার পরই জানতে পারি বুদ্ধ-শুভেন্দুর আঁতাতের কথা : মমতা
2007 সালে শুভেন্দুদের সঙ্গে আঁতাত করে নন্দীগ্রামে গুলি চালিয়েছেন বুদ্ধদেববাবু ৷ তিনি তার পর-পরই জানতে পারেন এই কথা ৷ বৃহস্পতিবার বাংলা বছরের প্রথম দিনই একটি বেসরকারি সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বিস্ফোরক তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
6.সংক্রমণে মুম্বইকে ছাপিয়ে সবচেয়ে 'বিপজ্জনক' শহর দিল্লি
সংক্রমণে বাণিজ্য নগরীকে ছাপিয়ে গেল দেশের রাজধানী শহর ৷ বুধবার দিল্লিতে করোনা সংক্রমিত হন 17 হাজারের বেশি মানুষ ৷ অন্যদিকে, মুম্বইয়ে একদিনে সবচেয়ে বেশি সংক্রমণের সংখ্যা ছিল 11 হাজারের কিছু বেশি ৷ এর ফলে দেশের সবচেয়ে বেশি করোনা আক্রান্তের শহরে পরিণত হল রাজধানী দিল্লি ৷
7.সেফহোমের সংখ্যা বাড়াতে চলেছে কলকাতা পৌরনিগম
রাজ্য স্বাস্থ্য দফতরের অনুমতি নিয়ে কলকাতা পৌরনিগম হাওড়ার বালটিকুরিতে ফের সেফহোম চালু করতে চায় । এছাড়াও নির্বাচন শেষ হলে কসবার গীতাঞ্জলি স্টেডিয়ামেও পুনরায় সেফহোম শুরু করার পরিকল্পনা রয়েছে । আনন্দপুরেও একটি সেফহোম চালু করতে চায় পৌরনিগম ।
8.দিলীপ ঘোষের প্রচারে 24 ঘণ্টার জন্য নিষেধাজ্ঞা কমিশনের
দিলীপ ঘোষের প্রচারে 24 ঘণ্টার জন্য নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন । আজ সন্ধে 7 টা থেকে আগামীকাল সন্ধে 7টা পর্যন্ত নির্বাচনী প্রচার করতে পারবেন না তিনি ৷
9.টানটান টিজ়ারে মন ছোঁয়া 'গোলন্দাজ' দেব
মুক্তি পেল গোলন্দাজের টিজ়ার ৷ 1 মিনিট 17 সেকেন্ডের টিজ়ারে নজরকাড়া অভিনেতা দেব ৷ বাঙালির ফুটবল প্রেম এই ফিল্মের অন্যতম প্রধান ইউএসপি ৷
10.পন্থকে আউট করে বিহুর ছন্দে মাতলেন রিয়ান পরাগ
গত মরসুমে মাঠের মধ্যেই অসমের ট্র্যাডিশনাল বিহু নাচ করে শিরোনামে উঠে এসেছিলেন 18 বছরের এই তরুণ ক্রিকেটার ৷ বৃহস্পতিবার ফের আইপিএল মাতলেন নাচের ছন্দে ৷