1.Weather Forecast : মেঘলা আকাশ, দক্ষিণবঙ্গে আজ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা
আগামী 24 ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে । দক্ষিণবঙ্গে আজ বৃষ্টির প্রভাব কম থাকলেও আগামিকাল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির প্রভাব বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ।
2.Dilip Ghosh : রাজ্যে হিংসা হচ্ছে মানতে নারাজ রাজ্য সরকারের মুখ পুড়েছে কোর্টে, মন্তব্য দিলীপ ঘোষের
"রাজ্যে হিংসার কথা কোর্ট মানলেও রাজ্য সরকার মানতে চাইছে না ৷ সত্য চাপা দেওয়ার চেষ্টা করেছিল ৷ মুখ পুড়েছে তাঁদের ৷" ভোট পরবর্তী অশান্তি নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনকে হাইকোর্টের তদন্তের নির্দেশে প্রতিক্রিয়ায় বললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷
3.International Day of Yoga : ইমিউনিটি বাড়বে যোগাসন-প্রাণায়াম, যোগ দিবসে লক্ষ্য হোক করোনা মুক্ত ভারত
আজ বিশ্ব যোগ দিবস (International Day of Yoga) ৷ প্রতি বছরই ভারত সরকারের তরফে দিনটি পালন করা হয় ৷ এবছর কেন্দ্রের তরফে দিনটি ভার্চুয়ালি পালন করার কথা বলা হয়েছে ৷ কারণ অবশ্যই করোনা আবহ ৷ আবার এই পরিস্থিতিতে শরীর ভালো রাখতে যোগচর্চা ভীষণ প্রাসঙ্গিক বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা ৷ কারণ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যোগচর্চা খুব কার্যকরী ৷
4.জলে থৈ থৈ বেহালার নবপল্লীর প্রতিটি বাড়ি
জলে থৈ থৈ বেহালার নবপল্লী । বিদ্যুৎ না থাকার অভিযোগ এলাকাবাসীর ৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ চার দিন হয়ে গেছে এখনও পর্যন্ত কোনও বাড়িতে বিদ্যুৎ নেই ।
5.88 দিনে সর্বনিম্ন দৈনিক সংক্রমণ, কমল মৃতের সংখ্যাও
শেষ 24 ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন 53 হাজার 256 জন ৷ একদিনে 1422 জনের মৃত্যু হয়েছে ৷
6.18 ঊর্ধ্ব সকলকে আজ থেকে বিনামূল্যে টিকা
আঠারো বছরের উর্ধ্ব সকল নাগরিকের বিনামূল্যে টিকাকরণের দায়িত্ব নেবে কেন্দ্র ৷ টিকা প্রস্তুতকারী সংস্থার থেকে 75 শতাংশ টিকা কিনে নেবে কেন্দ্র ৷ এরপর সেই টিকা কেন্দ্র বিনামূল্যে তুলে দেবে রাজ্য সরকারের হাতে ৷ রাজ্য সরকারগুলিকে টিকার জন্য একটি টাকাও খরচ করতে হবে না ৷
7.রামমন্দিরের জন্য জমি কেনা নিয়ে বিতর্ক তুলে ধরেছিলেন, মামলা সাংবাদিকের বিরুদ্ধে
একের পর এক জমি কেনা হয়েছে রামমন্দির তৈরির জন্য ৷ আর প্রতিটি ক্ষেত্রেই প্রতারণার খবর আসছে যোগী-রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ৷ 2 কোটির জমি 18.5 কোটি দিয়ে শুরু হয়েছিল, এর পর কোথাও 20 লক্ষের জমির দাম উঠেছে 2.5 কোটিতে, তো কোথাও জোর করে প্রবাসী ভারতীয়ের জমি কেড়ে নেওয়া হয়েছে ৷ মামলা দায়ের করা হয়েছে সাংবাদিকের বিরুদ্ধে ৷
8.Sitaram-Surjya Kanta : সীতারাম-সূর্যর যুক্তির জালে চাপা পড়ল দলের অন্দরের অসন্তোষ
জোটের যৌক্তিকতা নিয়ে সিপিএমের অভ্যন্তরে তৈরি হয়েছিল অসন্তোষ ৷ তবে তা চাপা পড়ল সীতারাম ইয়েচুরি এবং সূর্যকান্ত মিশ্রের যুক্তির জালে ৷ রাজ্য কমিটির বৈঠকে গত দু'দিন ধরে বিধানসভা নির্বাচনে ভরাডুবির কারণ আলোচনা হয় ৷ তাতেই সদস্যদের মধ্যে অসন্তোষ তৈরি হলে সামাল দেন ইয়েচুরি-সূর্য জুটি ৷
9.ছেলের ছবি প্রথমবার প্রকাশ্যে আনলেন কপিল শর্মা
ফাদার্স ডে উপলক্ষে ছেলে এবং মেয়েকে কোলে বসিয়ে আদুরে পোষ্ট কপিল শর্মার । ছবি আপলোড হতেই ভক্তদের ভালবাসার বন্যা ।
10.UEFA EURO 2020 : গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের পর্বে ইতালি, আশা জিইয়ে রাখল সুইৎজ়ারল্যান্ড
চিরাচরিত কাতানোচ্চিওর (Catenaccio) বদলে এবার আক্রমণাত্মক ছকেই দল সাজাচ্ছেন রবার্তো মানচিনি (Roberto Mancini) ৷ ডিফেন্সে দেওয়াল তোলার পরিবর্তে আক্রমণের ঝড় তুলে ঘরের মাঠে শুরু থেকেই ওয়েল্সকে চাপে ফেলে দিয়েছিল ইতালি ৷ মাঝমাঠের লড়াইতে কখনই ওয়েল্সে জমি ছাড়েনি আজুরিরা ৷