ETV Bharat / state

টপ নিউজ় @ সকাল 11 টা - টপ নিউজ়

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

TOP NEWS
TOP NEWS
author img

By

Published : Jun 5, 2021, 11:02 AM IST

1.COVID UPDATE : 58 দিনে সবচেয়ে কম দৈনিক সংক্রমণ

6 এপ্রিলের পর দেশে আজ দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে কম ৷ গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন 1 লাখ 20 হাজার 529 জন ৷ এর আগে 6 এপ্রিল 1.15 লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছিলেন ৷

2.Abhishek Banerjee : সাংগঠনিক দায়িত্বে অভিষেকের উত্তরণে কি আজ সিলমোহর ?

আজকের সাংগঠনিক বৈঠক থেকে রাজ্যের শাসকদলের 'এক ব্যক্তি এক পদ 'এই নীতি গৃহীত হতে পারে । ফলে এই পথ দিয়ে বড় সাংগঠনিক দায়িত্বে উত্তরণ হতে পারে অভিষেকের ।

3.বিজেপি করার শাস্তি ; গাছে বেঁধে মারধর, কান ধরে ওঠবোস

চোপড়া থানার বাক্সাবাড়ি এলাকার বাসিন্দা রহিমুদ্দিন । এলাকায় বিজেপি কর্মী নামে পরিচিত তিনি ৷

4.COVID 19 Vaccination Drive : স্কুলের পর এবার কলেজ-বিশ্ববিদ্যালয়ে টিকাকরণ কলকাতা পৌরনিগমের

স্কুলের পর এবার কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিতেও শুরু হল করোনার টিকাকরণ ৷ উদ্যোক্তা কলকাতা পৌরনিগম ।

5.পঞ্চায়েতের কুপন নকল করে টিকা নিল 10 জন, থানায় অভিযোগ

বৃহস্পতিবার থেকে এগেরা গ্রাম পঞ্চায়েতে ভ্যাকসিনেশনের কাজ শুরু হয়েছে । পঞ্চায়েতের তরফে সেদিন টিকাকরণের জন্য 235 জনকে চিহ্নিত করা হয় ৷

6.রাজ্যে করোনা মুক্তিতে অ্যান্টিবডি ককটেলে ভাল সাড়া

সিএমআরআই হাসপাতালে 4 জন রোগীর শরীরে অ্যান্টিবডি ককটেল প্রয়োগ করে ভাল ফল পাওয়া গিয়েছে । এই 4 জনই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন । এছাড়া অ্যাপেলো হাসপাতালে 3 জন ও বেলভিউ হাসপাতালে 1 জনকে এই অ্যান্টিবডি ককটেল দেওয়া হয় ৷

7.ভারতে ভ্যাকসিন উৎপাদক সংস্থার খোঁজ বিদেশ পেল, কেন্দ্র নয় ; ভর্ৎসনা দিল্লি হাইকোর্টের

দেশি সংস্থা প্যানাসিয়া বায়োটেককে তাদের প্রাপ্য টাকা দিতে কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট ৷ সঙ্গে ভর্ৎসনা করল যে দেশের বাইরের কেউ ভ্যাকসিন উৎপাদন সংস্থা খুঁজে বের করে ফেলল, আর কেন্দ্র পারল না ৷

8.উপরাষ্ট্রপতির ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে ব্লু টিক সরাল টুইটার

উপরাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডুর ব্যক্তিগত টুইটার হ্যান্ডেলের (@MVenkaiahNaidu) থেকে নীল টিক চিহ্ন যুক্ত ভেরিফায়েড ব্যাজ সরিয়ে নিল টুইটার । তবে উপরাষ্ট্রপতির অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে (@VPSecretariat) এখনও নীল টিক চিহ্ন রয়েছে ।

9.উরির পরিচালক অদিত্য ধরের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন ইয়ামি গৌতম

32 বছরের এই নায়িকা জানিয়েছেন, শুধুমাত্র ঘনিষ্ট আত্মীরাই তাঁর বিবাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৷ অভিনেত্রীর কথায়, পরিবারের আশীর্বাদ নিয়ে আজ আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি ৷ অত্যন্ত কাছের মানুষদের নিয়ে আমরা আজকের দিনটি উদযাপন করেছি ৷

10.French Open 2021 : আট বছর পর ফ্রেঞ্চ ওপেনের প্রি-কোয়াটারে ভিক্টোরিয়া আজারেঙ্কা

আট বছর আগে বেলারুশের আজারেঙ্কা রোনাল্ড গারোসে সেমিফাইনালে পৌঁছেছিলেন ৷ এটাই ফ্রেঞ্চ ওপেনে তাঁর কেরিয়ারের সেরা পারফরমেন্স ৷ শেষ মাসে পিঠে চোটের কারণে মাদ্রিদ ওপেন থেকে নাম প্রত্যাহার করে নেন আজারেঙ্কা ৷

1.COVID UPDATE : 58 দিনে সবচেয়ে কম দৈনিক সংক্রমণ

6 এপ্রিলের পর দেশে আজ দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে কম ৷ গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন 1 লাখ 20 হাজার 529 জন ৷ এর আগে 6 এপ্রিল 1.15 লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছিলেন ৷

2.Abhishek Banerjee : সাংগঠনিক দায়িত্বে অভিষেকের উত্তরণে কি আজ সিলমোহর ?

আজকের সাংগঠনিক বৈঠক থেকে রাজ্যের শাসকদলের 'এক ব্যক্তি এক পদ 'এই নীতি গৃহীত হতে পারে । ফলে এই পথ দিয়ে বড় সাংগঠনিক দায়িত্বে উত্তরণ হতে পারে অভিষেকের ।

3.বিজেপি করার শাস্তি ; গাছে বেঁধে মারধর, কান ধরে ওঠবোস

চোপড়া থানার বাক্সাবাড়ি এলাকার বাসিন্দা রহিমুদ্দিন । এলাকায় বিজেপি কর্মী নামে পরিচিত তিনি ৷

4.COVID 19 Vaccination Drive : স্কুলের পর এবার কলেজ-বিশ্ববিদ্যালয়ে টিকাকরণ কলকাতা পৌরনিগমের

স্কুলের পর এবার কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিতেও শুরু হল করোনার টিকাকরণ ৷ উদ্যোক্তা কলকাতা পৌরনিগম ।

5.পঞ্চায়েতের কুপন নকল করে টিকা নিল 10 জন, থানায় অভিযোগ

বৃহস্পতিবার থেকে এগেরা গ্রাম পঞ্চায়েতে ভ্যাকসিনেশনের কাজ শুরু হয়েছে । পঞ্চায়েতের তরফে সেদিন টিকাকরণের জন্য 235 জনকে চিহ্নিত করা হয় ৷

6.রাজ্যে করোনা মুক্তিতে অ্যান্টিবডি ককটেলে ভাল সাড়া

সিএমআরআই হাসপাতালে 4 জন রোগীর শরীরে অ্যান্টিবডি ককটেল প্রয়োগ করে ভাল ফল পাওয়া গিয়েছে । এই 4 জনই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন । এছাড়া অ্যাপেলো হাসপাতালে 3 জন ও বেলভিউ হাসপাতালে 1 জনকে এই অ্যান্টিবডি ককটেল দেওয়া হয় ৷

7.ভারতে ভ্যাকসিন উৎপাদক সংস্থার খোঁজ বিদেশ পেল, কেন্দ্র নয় ; ভর্ৎসনা দিল্লি হাইকোর্টের

দেশি সংস্থা প্যানাসিয়া বায়োটেককে তাদের প্রাপ্য টাকা দিতে কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট ৷ সঙ্গে ভর্ৎসনা করল যে দেশের বাইরের কেউ ভ্যাকসিন উৎপাদন সংস্থা খুঁজে বের করে ফেলল, আর কেন্দ্র পারল না ৷

8.উপরাষ্ট্রপতির ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে ব্লু টিক সরাল টুইটার

উপরাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডুর ব্যক্তিগত টুইটার হ্যান্ডেলের (@MVenkaiahNaidu) থেকে নীল টিক চিহ্ন যুক্ত ভেরিফায়েড ব্যাজ সরিয়ে নিল টুইটার । তবে উপরাষ্ট্রপতির অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে (@VPSecretariat) এখনও নীল টিক চিহ্ন রয়েছে ।

9.উরির পরিচালক অদিত্য ধরের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন ইয়ামি গৌতম

32 বছরের এই নায়িকা জানিয়েছেন, শুধুমাত্র ঘনিষ্ট আত্মীরাই তাঁর বিবাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৷ অভিনেত্রীর কথায়, পরিবারের আশীর্বাদ নিয়ে আজ আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি ৷ অত্যন্ত কাছের মানুষদের নিয়ে আমরা আজকের দিনটি উদযাপন করেছি ৷

10.French Open 2021 : আট বছর পর ফ্রেঞ্চ ওপেনের প্রি-কোয়াটারে ভিক্টোরিয়া আজারেঙ্কা

আট বছর আগে বেলারুশের আজারেঙ্কা রোনাল্ড গারোসে সেমিফাইনালে পৌঁছেছিলেন ৷ এটাই ফ্রেঞ্চ ওপেনে তাঁর কেরিয়ারের সেরা পারফরমেন্স ৷ শেষ মাসে পিঠে চোটের কারণে মাদ্রিদ ওপেন থেকে নাম প্রত্যাহার করে নেন আজারেঙ্কা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.