1.ভেসে গিয়েছে বহু গ্রাম, নিরাপদে সরানো হয়েছে 15 লক্ষ মানুষকে : মমতা
আজ সকালে ভার্চুয়াল এই সাংবাদিক বৈঠকে মুখ্য়মন্ত্রী জানিয়েছেন, দক্ষিণ 24 পরগনার সাগরদ্বীপ, সুন্দরবন, পাথরপ্রতিমা, গোসাবার একাধিক নদীর বাঁধ ভেঙে গ্রামগুলি ভেসে গিয়েছে ৷ দিঘা ও শংকরপুর সম্পূর্ণ ডুবে গিয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ উপকূলবর্তী এলাকায় প্রায় হাজারের বেশি বাঁধ ভেঙে গিয়েছে ৷
2.ফের বাড়ল দৈনিক আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা
গত 24 ঘণ্টায় দেশে নতুন করে 2 লাখ 8 হাজার 921 জন করোনায় আক্রান্ত হয়েছেন ৷ একদিনে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন 2 লাখ 95 হাজার 955 জন ৷
3.যশ সতর্কতায় কলকাতার আটটি উড়ালপুলে যান চলাচল বন্ধ করল পুলিশ
গতবারের আমফানের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে শহরে ঘূর্ণিঝড়ের সময় যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য কলকাতার বড় আটটি উড়ালপুলে যান চলাচল বন্ধ করল কলকাতা পুলিশ ৷
4.যশের আগেই আকস্মিক ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হুগলির বেশ কয়েকটি এলাকা
ঘটনাস্থলে পৌছে এলাকাবাসীদের হাতে ত্রিপল তুলে দেন বিধায়ক ৷ তিনি জানিয়েছেন, এর প্রভাবে যে ক্ষতি হয়েছে তার জন্য সরকারেক কাছে ক্ষতিপূরণের আবেদন জানাবেন তিনি ৷ এছাড়া ঘূর্ণিঝড় যশ মোকাবিলায় পুরসভা থেকে যে থাকার ব্যবস্থা করা হয়েছে সেখানে ক্ষতিগ্রস্ত এলাকাবাসীদের যাওয়ার অনুরোধ করেন ৷
5.উত্তর 24 পরগনার বিস্তীর্ণ এলাকায় বইছে ঝোড়ো হাওয়া, চলছে বৃষ্টিপাত
আসছে যশ ৷ তার আগেই প্রবল বৃষ্টিতে জল ঢুকেছে কোথাও কোথাও ৷ তড়িঘড়ি গ্রামবাসীদের সরিয়ে নিয়ে আসা হয়েছে ত্রাণশিবিরে ৷ ঘর বাড়ি ছেড়ে আসা বাসিন্দাদের মনে পড়ে যাচ্ছে আমফানের দিনের কথা, কী ভাবে ভেঙে গিয়েছিল তাদের একচিলতে মাটির ঘর ৷ নিরাপদ আশ্রয়ে এলেও আমফানের তাণ্ডবের কথা ভেবে আতঙ্কে কাটছে প্রতি মুহূর্ত ৷ আবারও ধূলিসাৎ হয়ে যাবে না তো নতুন করে তৈরি করা মাটির বাড়ি ?
6.দুপুরের দিকেই দিঘা, বালেশ্বরে প্রবেশের প্রক্রিয়া শুরু যশের
এগিয়ে আসছে যশ ৷ সকালে তার অবস্থান আর অবস্থা সম্পর্কে জানালেন আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা ৷
7.যশের আগে বন্যাপ্রবণ এলাকা পরিদর্শন বর্ধমান দক্ষিণের বিধায়কের
যশ মোকাবিলায় কোমর বেঁধে পথে নামলেন বিধায়ক খোকন দাস ৷ পরিদর্শন করে দেখলেন দামোদর নদ সংলগ্ন এলাকা ৷ এলাকাবাসীর সুরক্ষার্থে নিলেন একাধিক ব্যবস্থা ৷
8.খুনের অভিযোগে গ্রেফতার রায়গঞ্জ থানার এক সিভিক ভলান্টিয়ার
23 মে রবিবার রায়গঞ্জ থানার চাপদুয়ার বর্মনপাড়া এলাকায় রাস্তার ধারে নয়নজুলিতে রব্বানি আলি নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ । ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছিল ওই যুবককে । তদন্তে নেমে পুলিশ এই খুনের ঘটনার একমাত্র অভিযুক্ত কুসুমউদ্দিনকে গ্রেপ্তার করে ।
9.দ্য ফ্যামিলি ম্যান 2 ব্যানের দাবি তামিলনাড়ুর, ভুল ভাঙালেন মনোজ ও পরিচালক
ওয়েব সিরিজ দ্য ফ্যামিলি ম্যান 2 ব্যানের দাবি কেন্দ্রকে চিঠি দিল তামিলনাড়ু ৷ যদিও সেই নিয়ে মুখ খুলেছেন পরিচালক রাজ ও ডিকে এবং অভিনেতা মনোজ বাজপেয়ী ৷
10.‘‘ক্রিকেটের ভারতকে দরকার’’, আইসিসি’র সাক্ষাৎকারে মন্তব্য রিচার্ড হেডলির
বিশ্ব ক্রিকেটে ভারতের অবদান অনেক বলে মনে করেন প্রাক্তন নিউজিল্যান্ড ক্রিকেটার রিচার্ড হেডলি ৷ তাঁর মতে, ভারতকে ছাড়া বিশ্ব ক্রিকেটকে ভাবা যায় না ৷ বিশেষ করে ক্রিকেটকে আর্থিকভাবে শক্তিশালী করার ক্ষেত্রে ভারতের অবদান সবচেয়ে বেশি বলে আইসিসি-র এক সাক্ষাৎকারে জানিয়েছেন প্রাক্তন কিংবদন্তী পেসার ৷