1.নারদকাণ্ডে গ্রেফতার ফিরহাদ-সুব্রত-মদন-শোভন
নারদকাণ্ডে রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও সুব্রত মুখোপাধ্যায়কে গ্রেফতার করল সিবিআই ৷ পাশাপাশি, রাজ্যে নবনির্বাচিত বিধায়ক মদন মিত্র ও প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়কেও গ্রেফতার করেছে সিবিআই ৷
2.আজ বাজারে আসছে ডিআরডিও'র কোভিড ওষুধ
কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সোমবার ডিআরডিও-এর তৈরি 2-ডিঅক্সি-ডি-গ্লুকোজ (2-ডিজি) ড্রাগের প্রথম ব্যাচের আনুষ্ঠানিক ভাবে সূচনা করবেন । ক্লিনিকাল ট্রায়াল থেকে দেখা গিয়েছে, এই ওষুধের প্রভাবে হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা দ্রুত সেরে উঠছেন এবং তাঁদের অক্সিজেনের প্রয়োজনও কম পড়ছে ৷
3.ফিরহাদের বাড়িতে সিবিআই, নিয়ে যাওয়া হল নিজাম প্যালেসে
আজ সকালে তাঁর বাড়িতে যায় সিবিআই আধিকারিকরা । তাঁকে নিয়ে যাওয়ার সময় অবশ্য মন্ত্রীর দাবি, তাঁকে গ্রেফতার করেছে সিবিআই ৷
4.মাস্ক ও স্যানিটাইজ়ার বিলি রায়গঞ্জের বিজেপি বিধায়কের
ঈদের দিন থেকে লাগাতার করোনা সচেতনতা বাড়াতে সক্রিয় ভূমিকা পালন করছেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী । বিনামূল্যে দান করছেন হাজার হাজার মাস্ক ও স্যানিটাইজ়ার ৷ এমনকি, অভাব অনটনে পাশে থাকার আশ্বাসও দিয়েছেন তিনি ৷
5."আমার বাবাকে বাঁচান", তিতলির কাতর আবেদনে সাড়া দেব ও অসিত মজুমদারের
বাবাকে বাঁচানোর কাতর আবেদন নেটমাধ্যমে ৷ পাশে থাকার আশ্বাস সাংসদ তথা অভিনেতা দেব সহ চুঁচুড়ার বিধায়কের ৷
6.বিজেপি কর্মীকে পিটিয়ে মারার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
বিজেপির তরফে অভিযোগ, গত 8 মে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের মারধরে গুরুতর জখম হন ওই বিজেপি কর্মী ৷ রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে ৷ সেখান থেকে তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয় ৷ তারপরই মৃত্যু হয় তাঁর ৷
7.বাঁশবেড়িয়ায় তৃণমূল নেতাকে গুলির ঘটনায় গ্রেফতার সোনা-সুমন সহ আরও দুই
বাঁশবেড়িয়ায় তৃণমূল নেতার উপর গুলি চালনার ঘটনায় সত্যরঞ্জন শীল ওরফে সোনা ও তাঁর দেহরক্ষী-সহ আরও দু'জনকে রবিবার গ্রেফতার করেছে পুলিশ ৷ সোমবার তাঁদের আদালতে পেশ করা হতে পারে ৷ এদিকে গ্রেফতারির আগেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো বার্তা পোস্ট করেন সোনা ৷ তাতে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন এবং বলেন নিরপেক্ষ তদন্ত হলেই জানা যাবে আসল দোষী কে ৷
8.করোনা পরিস্থিতিকে সামনে রেখে রানাঘাটে সেফ হোমের উদ্বোধন
সেফ হোমের উদ্বোধন করেন রানাঘাটের মহকুমা শাসক রানা কর্মকার । উপস্থিত ছিলেন মুখ্য পৌর প্রশাসক কোষলদেব বন্দ্যোপাধ্যায়, এসিএমওএইচ পুষ্পেন্দু ভট্টাচার্য, রানাঘাট মহকুমা হাসপাতালে সুপার শ্যামল কুমার পোড়ে। যে সমস্ত পৌর নাগরিকের করোনা উপসর্গ থাকবে এবং তাদের বাড়িতে যদি আলাদা ঘর না থাকে, তাহলে সেই সমস্ত রোগী অগ্রাধিকারের ভিত্তিতে এই সেফ হোমে স্থান পাবে ।
9.তোমাদের সমস্যায় পড়তে হবে, রাধে নিয়ে পাইরেটেড সাইটদের হুমকি সলমনের
তোমাদের সমস্যায় পড়তে হবে ৷ ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া রাধে ফাঁস হয়ে যাওয়ায় পাইরেটেড সাইটগুলিকে এ ভাবেই হুমকি দিলেন সলমন খান ৷
10.নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে ফের কনুইয়ের সমস্যায় জোফরা আর্চার
ভারতের বিরুদ্ধে সফরে পাওয়া কনুইয়ের চোট ফের সমস্যায় ফেলল জোফরা আর্চারকে ৷ ঘরোয়া টুর্নামেন্ট কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচ চলাকালীন কনুইয়ে চোটের জায়গায় অস্বস্তিবোধ করেন জোফরা ৷ যার জেরে ম্যাচে বল করতে পারেননি তিনি ৷