ETV Bharat / state

টপ নিউজ় @ সকাল 11 টা - TOP NEWS

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

TOP NEWS
TOP NEWS
author img

By

Published : Jun 11, 2021, 11:03 AM IST

1.মালদায় বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি , আগ্নেয়াস্ত্র সহ ধৃত 1

গতকাল মাঝরাতে এক বিজেপি নেতার মাথা লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ উঠল দুই দুষ্কৃতীর বিরুদ্ধে ৷ আহত নেতাকে আজ সকালে মালদা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ অন্য়দিকে গাজোল থানার পুলিশ ইতিমধ্যেই গ্রেফতার করেছে দুজনের মধ্যে একজনকে ৷

2.অভিষেকের নাটকের সূচনা হয়েছে, একবছর পরে বুঝতে পারবে মানুষ; কটাক্ষ লকেটের

বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে সাংসদ লকেট চট্টোপাধ্যায় অভিষেককে কটাক্ষ করে বলেন, কোনওদিন পথে নেমে আন্দোলন করেননি অভিষেক বন্দ্যোপাধ্যায় । আর এখন হঠাৎ মানুষের কাছে যাচ্ছেন । পুরোটাই নাটক ।

3.নিউ টাউন এনকাউন্টার কাণ্ডে এবার নাম জড়াল পিংলার

গত ১৭ মে পশ্চিম মেদিনীপুরের পিংলার বাসিন্দা আকাশ পাল নামে এক যুবকের আধার কার্ডের নম্বর দিয়ে একটি প্রি-পেইড মোবাইল সিম কেনে গ্যাংস্টারেরা । এরপরে নতুন মোবাইল কিনে সেই সিম লাগিয়ে তারপরেই ফ্ল্যাট ভাড়া নেওয়ার জন্য ফ্ল্যাটের এজেন্ট ও ব্রোকারদের সঙ্গে কথা বলে তারা ।

4.শীঘ্রই মালদা জেলা পরিষদে অনাস্থা আনতে চলেছে তৃণমূল, জানালেন মৌসম নূর

বৃহস্পতিবার বিকেলে তৃণমূলের নয় সদস্যের একটি দল জেলাশাসক রাজর্ষি মিত্র ও পুলিশ সুপার অলোক রাজোরিয়ার সঙ্গে দেখা করেন ৷ দলে ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলা সভানেত্রী মৌসম নূরসহ তৃণমূলের অন্যান্য বিধায়করা ৷ জেলাশাসকের সঙ্গে একাধিক ইস্যুতে আলোচনা হয় তৃণমূলের ওই প্রতিনিধি দলের ৷

5.বেসরকারি হাসপাতালের লাইসেন্স নবীকরণে টাকা চাওয়ার অভিযোগ পৌরসভার বিরুদ্ধে

হাসপাতালের ট্রেড লাইসেন্স ফের চালু করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করল বর্ধনাম পৌরসভা ৷ এই অভিযোগ অস্বীকার করেছেন বেসরকারি হাসপাতালের অধিকর্তা ৷

6.Corona in India : দেশে সামান্য কমল সংক্রমণ, কমল মৃত্যুও

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছে 91 হাজার 702 জন । এই নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 2 কোটি 92 লাখ 74 হাজার 823 । একদিনে মৃত্যু হয়েছে 3 হাজার 403 জনের ৷ মোট মৃত্যু হয়েছে 3 লাখ 63 হাজার 79 ৷

7.ব্যাঙ্ক কর্মী সেজে ফোন, প্রতারকের ফাঁদে পড়ে জমানো টাকা খোয়ালেন ছাত্রী

বৃহস্পতিবার দুপুর নাগাদ সুনিতা বর্মনের মোবাইলে একটি ফোন আসে । সেই ফোনে সুনিতাকে জানানো হয় ব্যাংক থেকে ফোন করা হয়েছে এবং তাঁর এটিএম কার্ডটি ব্লক করা হয়েছে । তা পুনরায় চালু করার জন্য এটিএম কার্ডের নাম্বার এবং পিছনে থাকা সিভিভি নম্বার ওই ছাত্রীর কাছ থেকে চেয়ে নেওয়া হয় । এরপরেই তাঁর অ্যাকাউন্ট থেকে টাকা দফায় দফায় 30 হাজার টাকা তুলে নেওয়া হয় ।

8.অনুপ্রবেশকারী মুসলিমদের জনসংখ্যা নিয়ন্ত্রণের পরামর্শ অসমের মুখ্যমন্ত্রীর

সাংবাদিক বৈঠকে অনুপ্রবেশকারী দমনের বিষয়ে প্রশ্নোত্তর চলাকালীন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেন,"যদি জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে পারি তবেই বিভিন্ন ধরনের সামাজিক সমস্যা সমাধান করা যাবে । অনুপ্রবেশকারী মুসলিমদের কাছে আমার আবেদন তারা যাতে পরিবার পরিকল্পনা করে ।"

9.বুদ্ধদেব দাশগুপ্তের স্মৃতিতে ডুবলেন অভিনেতা শংকর চক্রবর্তী

পরিচালক বুদ্ধদেব দাশগুপ্তর প্রয়াণে শোকস্তব্ধ টলিউড ৷ ইটিভি ভারতে পরিচালকের স্মৃতিচারণা করলেন অভিনেতা শংকর চক্রবর্তী ৷

10.EURO 2020 : তুরস্কের বিরুদ্ধে হৃত গৌরব ফেরাতে তৈরি আজ্জুরিরা

27 ম্যাচ অপরাজিত থেকে ইউরো অভিযান শুরু করবে রবার্তো মানচিনির ছেলেরা । 2018 থেকে এখনও পর্যন্ত কোনও ম্যাচ হারেনি আজ্জুরিরা । অনেকের মতে এবাবের কালো ঘোড়া 4 বারের বিশ্বজয়ী ইতালি ।

1.মালদায় বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি , আগ্নেয়াস্ত্র সহ ধৃত 1

গতকাল মাঝরাতে এক বিজেপি নেতার মাথা লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ উঠল দুই দুষ্কৃতীর বিরুদ্ধে ৷ আহত নেতাকে আজ সকালে মালদা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ অন্য়দিকে গাজোল থানার পুলিশ ইতিমধ্যেই গ্রেফতার করেছে দুজনের মধ্যে একজনকে ৷

2.অভিষেকের নাটকের সূচনা হয়েছে, একবছর পরে বুঝতে পারবে মানুষ; কটাক্ষ লকেটের

বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে সাংসদ লকেট চট্টোপাধ্যায় অভিষেককে কটাক্ষ করে বলেন, কোনওদিন পথে নেমে আন্দোলন করেননি অভিষেক বন্দ্যোপাধ্যায় । আর এখন হঠাৎ মানুষের কাছে যাচ্ছেন । পুরোটাই নাটক ।

3.নিউ টাউন এনকাউন্টার কাণ্ডে এবার নাম জড়াল পিংলার

গত ১৭ মে পশ্চিম মেদিনীপুরের পিংলার বাসিন্দা আকাশ পাল নামে এক যুবকের আধার কার্ডের নম্বর দিয়ে একটি প্রি-পেইড মোবাইল সিম কেনে গ্যাংস্টারেরা । এরপরে নতুন মোবাইল কিনে সেই সিম লাগিয়ে তারপরেই ফ্ল্যাট ভাড়া নেওয়ার জন্য ফ্ল্যাটের এজেন্ট ও ব্রোকারদের সঙ্গে কথা বলে তারা ।

4.শীঘ্রই মালদা জেলা পরিষদে অনাস্থা আনতে চলেছে তৃণমূল, জানালেন মৌসম নূর

বৃহস্পতিবার বিকেলে তৃণমূলের নয় সদস্যের একটি দল জেলাশাসক রাজর্ষি মিত্র ও পুলিশ সুপার অলোক রাজোরিয়ার সঙ্গে দেখা করেন ৷ দলে ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলা সভানেত্রী মৌসম নূরসহ তৃণমূলের অন্যান্য বিধায়করা ৷ জেলাশাসকের সঙ্গে একাধিক ইস্যুতে আলোচনা হয় তৃণমূলের ওই প্রতিনিধি দলের ৷

5.বেসরকারি হাসপাতালের লাইসেন্স নবীকরণে টাকা চাওয়ার অভিযোগ পৌরসভার বিরুদ্ধে

হাসপাতালের ট্রেড লাইসেন্স ফের চালু করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করল বর্ধনাম পৌরসভা ৷ এই অভিযোগ অস্বীকার করেছেন বেসরকারি হাসপাতালের অধিকর্তা ৷

6.Corona in India : দেশে সামান্য কমল সংক্রমণ, কমল মৃত্যুও

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছে 91 হাজার 702 জন । এই নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 2 কোটি 92 লাখ 74 হাজার 823 । একদিনে মৃত্যু হয়েছে 3 হাজার 403 জনের ৷ মোট মৃত্যু হয়েছে 3 লাখ 63 হাজার 79 ৷

7.ব্যাঙ্ক কর্মী সেজে ফোন, প্রতারকের ফাঁদে পড়ে জমানো টাকা খোয়ালেন ছাত্রী

বৃহস্পতিবার দুপুর নাগাদ সুনিতা বর্মনের মোবাইলে একটি ফোন আসে । সেই ফোনে সুনিতাকে জানানো হয় ব্যাংক থেকে ফোন করা হয়েছে এবং তাঁর এটিএম কার্ডটি ব্লক করা হয়েছে । তা পুনরায় চালু করার জন্য এটিএম কার্ডের নাম্বার এবং পিছনে থাকা সিভিভি নম্বার ওই ছাত্রীর কাছ থেকে চেয়ে নেওয়া হয় । এরপরেই তাঁর অ্যাকাউন্ট থেকে টাকা দফায় দফায় 30 হাজার টাকা তুলে নেওয়া হয় ।

8.অনুপ্রবেশকারী মুসলিমদের জনসংখ্যা নিয়ন্ত্রণের পরামর্শ অসমের মুখ্যমন্ত্রীর

সাংবাদিক বৈঠকে অনুপ্রবেশকারী দমনের বিষয়ে প্রশ্নোত্তর চলাকালীন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেন,"যদি জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে পারি তবেই বিভিন্ন ধরনের সামাজিক সমস্যা সমাধান করা যাবে । অনুপ্রবেশকারী মুসলিমদের কাছে আমার আবেদন তারা যাতে পরিবার পরিকল্পনা করে ।"

9.বুদ্ধদেব দাশগুপ্তের স্মৃতিতে ডুবলেন অভিনেতা শংকর চক্রবর্তী

পরিচালক বুদ্ধদেব দাশগুপ্তর প্রয়াণে শোকস্তব্ধ টলিউড ৷ ইটিভি ভারতে পরিচালকের স্মৃতিচারণা করলেন অভিনেতা শংকর চক্রবর্তী ৷

10.EURO 2020 : তুরস্কের বিরুদ্ধে হৃত গৌরব ফেরাতে তৈরি আজ্জুরিরা

27 ম্যাচ অপরাজিত থেকে ইউরো অভিযান শুরু করবে রবার্তো মানচিনির ছেলেরা । 2018 থেকে এখনও পর্যন্ত কোনও ম্যাচ হারেনি আজ্জুরিরা । অনেকের মতে এবাবের কালো ঘোড়া 4 বারের বিশ্বজয়ী ইতালি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.