ETV Bharat / state

টপ নিউজ় @ সকাল 11 টা - TOP AT 11 AM

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধূলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

টপ নিউজ়
টপ নিউজ়
author img

By

Published : May 23, 2021, 11:03 AM IST

1.যশের আগে কী কী প্রস্তুতি, আজ বৈঠকে মোদি

ঘূর্ণিঝড় যশ নিয়ে আজ জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

2.শুভেন্দুকে অভিশাপ দিয়ে দিন কাটছে ? বেসুরো স্বীকারোক্তি ফর্মে প্রশ্ন দেবাংশুর

টিকিট, শ্বাসকষ্ট, নাকি ভাইপো-সমস্যা... কোন কারণে বেসুরো হয়েছিলেন ? এমনই বেশ কিছু প্রশ্ন রয়েছে দেবাংশুর বেসুরো স্বীকারোক্তি ফর্মে ৷ অপশনও রয়েছে মজাদার ৷

3.আড়াই লাখের নিচে দৈনিক সংক্রমণ; দেশের করোনা পরিস্থিতি দেখে নিন এক ক্লিকে

স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, শেষ 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 3 হাজার 741 জনের ৷

4.প্রয়াত প্রাক্তন তৃণমূল বিধায়ক মইনউদ্দিন শামস

শুক্রবার থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে ৷ গতকাল কলকাতার এক নামি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ আজ ভোরে সেখানেই মৃত্যু হয় তাঁর ৷

5.বাঁকুড়া মেডিকেলে তিন রোগীর শরীরে ব্ল্যাক ফাংগাস, উদ্বিগ্ন কর্তৃপক্ষ

আক্রান্তদের মধ্যে একজন মহিলা রয়েছেন ৷ তিনি আসানসোলের বাসিন্দা বলে জানা গিয়েছে ।

6.কোভিড আক্রান্তদের বাড়িতে হাজির জেলাশাসক-সহ আধিকারিকরা

করোনা আক্রান্ত হয়ে বাড়িতে আইসোলেশনে রয়েছেন ৷ সাহায্যের জন্য আর্জি জানিয়েছিলেন সরকারের কাছে ৷ খবর পেয়ে জেলাশাসক-সহ সরকারের অন্য আধিকারিকরা রোগীদের বাড়িতে বাড়িতে খাদ্যসামগ্রী, প্রয়োজনীয় জিনিস পৌঁছে দিলেন ৷

7.ধেয়ে আসছে যশ, উপকূলবর্তী এলাকা থেকে তিন লাখ মানুষকে অন্যত্র সরানোর তোড়জোড়

25 থেকে 26 মে'র মধ্যে বাংলা ও ওড়িশা উপকূলে আছড়ে পড়বে যশ ৷ তার আগে বাংলার উপকূলবর্তী অঞ্চলগুলি যাতে ঘূর্ণিঝড়ের তান্ডবে লন্ডভন্ড না হয়ে যায় , সেজন্য প্রশাসনিক স্তরে বৈঠক সারলেন রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। অন্যদিকে করোনা পরিস্থিতিতে যাতে সমস্ত প্রটোকল মেনে কাজ করা হয় , সেদিকেও বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে বলে জানান তিনি ৷

8.করোনার ধাক্কা, দেড় বছরে বিশ্বভারতীর ক্ষতি আনুমানিক 3 কোটি টাকা

সরকারি বিধিনিষেধের জেরে বন্ধ বিশ্বভারতীর রবীন্দ্রভবন ৷ তাতেই দেড় বছরে ক্ষতি আনুমানিক 3 কোটি টাকা ৷

9.পুত্রসন্তানের মা হলেন শ্রেয়া

পুত্রসন্তানের মা হলেন শ্রেয়া ঘোষাল ৷ আজ সোশাল মিডিয়ায় নিজেই খবর সকলের সঙ্গে ভাগ করে নেন ৷ শ্রেয়ার এই বার্তার পরই সংগীত জগতের বিশিষ্টজন ও অনুগামীদের শুভেচ্ছা বার্তায় উপচে পড়ে গায়িকার ইন্সটাগ্রাম, ফেসবুক ও টুইটার অ্যাকাউন্ট ।

10.ধুলোয় মিশল সাফল্য, খ্যাতি ; কুস্তিগীর খুনে ধৃত সুশীল কুমার

ছত্রসাল স্টেডিয়ামে ঝামেলার ঘটনা ও সাগর রানার মৃত্যুর ঘটনায় সুশীল ও আরও 6 জনের বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করে আদালত ৷

1.যশের আগে কী কী প্রস্তুতি, আজ বৈঠকে মোদি

ঘূর্ণিঝড় যশ নিয়ে আজ জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

2.শুভেন্দুকে অভিশাপ দিয়ে দিন কাটছে ? বেসুরো স্বীকারোক্তি ফর্মে প্রশ্ন দেবাংশুর

টিকিট, শ্বাসকষ্ট, নাকি ভাইপো-সমস্যা... কোন কারণে বেসুরো হয়েছিলেন ? এমনই বেশ কিছু প্রশ্ন রয়েছে দেবাংশুর বেসুরো স্বীকারোক্তি ফর্মে ৷ অপশনও রয়েছে মজাদার ৷

3.আড়াই লাখের নিচে দৈনিক সংক্রমণ; দেশের করোনা পরিস্থিতি দেখে নিন এক ক্লিকে

স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, শেষ 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 3 হাজার 741 জনের ৷

4.প্রয়াত প্রাক্তন তৃণমূল বিধায়ক মইনউদ্দিন শামস

শুক্রবার থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে ৷ গতকাল কলকাতার এক নামি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ আজ ভোরে সেখানেই মৃত্যু হয় তাঁর ৷

5.বাঁকুড়া মেডিকেলে তিন রোগীর শরীরে ব্ল্যাক ফাংগাস, উদ্বিগ্ন কর্তৃপক্ষ

আক্রান্তদের মধ্যে একজন মহিলা রয়েছেন ৷ তিনি আসানসোলের বাসিন্দা বলে জানা গিয়েছে ।

6.কোভিড আক্রান্তদের বাড়িতে হাজির জেলাশাসক-সহ আধিকারিকরা

করোনা আক্রান্ত হয়ে বাড়িতে আইসোলেশনে রয়েছেন ৷ সাহায্যের জন্য আর্জি জানিয়েছিলেন সরকারের কাছে ৷ খবর পেয়ে জেলাশাসক-সহ সরকারের অন্য আধিকারিকরা রোগীদের বাড়িতে বাড়িতে খাদ্যসামগ্রী, প্রয়োজনীয় জিনিস পৌঁছে দিলেন ৷

7.ধেয়ে আসছে যশ, উপকূলবর্তী এলাকা থেকে তিন লাখ মানুষকে অন্যত্র সরানোর তোড়জোড়

25 থেকে 26 মে'র মধ্যে বাংলা ও ওড়িশা উপকূলে আছড়ে পড়বে যশ ৷ তার আগে বাংলার উপকূলবর্তী অঞ্চলগুলি যাতে ঘূর্ণিঝড়ের তান্ডবে লন্ডভন্ড না হয়ে যায় , সেজন্য প্রশাসনিক স্তরে বৈঠক সারলেন রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। অন্যদিকে করোনা পরিস্থিতিতে যাতে সমস্ত প্রটোকল মেনে কাজ করা হয় , সেদিকেও বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে বলে জানান তিনি ৷

8.করোনার ধাক্কা, দেড় বছরে বিশ্বভারতীর ক্ষতি আনুমানিক 3 কোটি টাকা

সরকারি বিধিনিষেধের জেরে বন্ধ বিশ্বভারতীর রবীন্দ্রভবন ৷ তাতেই দেড় বছরে ক্ষতি আনুমানিক 3 কোটি টাকা ৷

9.পুত্রসন্তানের মা হলেন শ্রেয়া

পুত্রসন্তানের মা হলেন শ্রেয়া ঘোষাল ৷ আজ সোশাল মিডিয়ায় নিজেই খবর সকলের সঙ্গে ভাগ করে নেন ৷ শ্রেয়ার এই বার্তার পরই সংগীত জগতের বিশিষ্টজন ও অনুগামীদের শুভেচ্ছা বার্তায় উপচে পড়ে গায়িকার ইন্সটাগ্রাম, ফেসবুক ও টুইটার অ্যাকাউন্ট ।

10.ধুলোয় মিশল সাফল্য, খ্যাতি ; কুস্তিগীর খুনে ধৃত সুশীল কুমার

ছত্রসাল স্টেডিয়ামে ঝামেলার ঘটনা ও সাগর রানার মৃত্যুর ঘটনায় সুশীল ও আরও 6 জনের বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করে আদালত ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.