কলকাতা, 9 সেপ্টেম্বর : সংবিধানের 370 ধারা প্রত্যাহারের পর অপপ্রচার করা হচ্ছে ৷ ফলে সাধারণ মানুষের মধ্যে তৈরি হচ্ছে ভুল ধারণা ৷ তা রুখতে এবার দেশজুড়ে রাষ্ট্রীয় একতা অভিযান করার সিদ্ধান্ত নিল BJP ৷ কলকাতায় এসে একথা জানান কেন্দ্রীয় মন্ত্রী তথা BJP নেতা ভি মুরলিধরন ৷
আজ কলকাতায় পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা, ছত্তিশগড়, ঝাড়খণ্ডের দলীয় প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন মুরলিধরন ৷ জাতীয় মুখপাত্র গৌরব ভাটিয়া, সহ সভাপতি জয় পাণ্ডা সহ পাঁচ রাজ্যের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ৷ বৈঠকের পর মুরলিধরন দাবি করেন, 370 ধারার প্রত্যাহার করে একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র ৷ তাঁর বক্তব্য, "সারা দেশে যে খরচ হয়েছে, কাশ্মীর ইশুতে তার থেকে চারগুণ বেশি খরচ হয়েছে । জম্মু ও কাশ্মীরের মানুষের জন্য এই ধারা প্রত্যাহার করাটা খুবই জরুরি ছিল ৷" অথচ সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিরোধীরা অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ মুরলিধরনের ৷ তাঁর কথায়, "সেজন্যই সাধারণ মানুষকে বোঝানো হবে, কেন 370 ধারা প্রত্যাহারের সিদ্ধান্ত জরুরি ৷" সাধারণ মানুষ ছাড়াও দু'হাজার জন বিশিষ্টের কাছেও যাওয়া হবে বলে জানান মুরলিধরন ৷
এদিকে 27 সেপ্টেম্বর রাষ্ট্রসংঘের সাধারণ সভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেদিনই ভাষণ দেবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ৷ ইতিমধ্যে ইমরান জানিয়েছেন, তিনি সেখানে কাশ্মীর প্রসঙ্গ তুলবেন ৷ এনিয়ে বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী বলেন, "রাষ্ট্রসংঘে আগেই বিষয়টা উঠেছিল । আমাদের অবস্থানও পরিষ্কার । আলোচনাটা দ্বিপাক্ষিক স্তরেই হবে । আর প্রতিবেশী দেশগুলি এটা নিয়ে প্রশ্ন তুললে আমরা জবাব দিতে প্রস্তুত । "