ETV Bharat / state

370 প্রত্যাহার নিয়ে অপপ্রচার রুখতে রাষ্ট্রীয় একতা অভিযান BJP-র - BJP to hold special drive

বিরোধীরা 370 ধারা প্রত্যাহার নিয়ে অপপ্রচার করছে বলে দাবি কেন্দ্রীয় মন্ত্রীর ৷ সেজন্য দেশজুড়ে রাষ্ট্রীয় একতা অভিযান করবে BJP ৷

ভি মুরলিধরন
author img

By

Published : Sep 9, 2019, 8:55 PM IST

Updated : Sep 16, 2019, 8:18 AM IST

কলকাতা, 9 সেপ্টেম্বর : সংবিধানের 370 ধারা প্রত্যাহারের পর অপপ্রচার করা হচ্ছে ৷ ফলে সাধারণ মানুষের মধ্যে তৈরি হচ্ছে ভুল ধারণা ৷ তা রুখতে এবার দেশজুড়ে রাষ্ট্রীয় একতা অভিযান করার সিদ্ধান্ত নিল BJP ৷ কলকাতায় এসে একথা জানান কেন্দ্রীয় মন্ত্রী তথা BJP নেতা ভি মুরলিধরন ৷

আজ কলকাতায় পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা, ছত্তিশগড়, ঝাড়খণ্ডের দলীয় প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন মুরলিধরন ৷ জাতীয় মুখপাত্র গৌরব ভাটিয়া, সহ সভাপতি জয় পাণ্ডা সহ পাঁচ রাজ্যের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ৷ বৈঠকের পর মুরলিধরন দাবি করেন, 370 ধারার প্রত্যাহার করে একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র ৷ তাঁর বক্তব্য, "সারা দেশে যে খরচ হয়েছে, কাশ্মীর ইশুতে তার থেকে চারগুণ বেশি খরচ হয়েছে । জম্মু ও কাশ্মীরের মানুষের জন্য এই ধারা প্রত্যাহার করাটা খুবই জরুরি ছিল ৷" অথচ সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিরোধীরা অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ মুরলিধরনের ৷ তাঁর কথায়, "সেজন্যই সাধারণ মানুষকে বোঝানো হবে, কেন 370 ধারা প্রত্যাহারের সিদ্ধান্ত জরুরি ৷" সাধারণ মানুষ ছাড়াও দু'হাজার জন বিশিষ্টের কাছেও যাওয়া হবে বলে জানান মুরলিধরন ৷

ভিডিয়োয় শুনুন বক্তব্য

এদিকে 27 সেপ্টেম্বর রাষ্ট্রসংঘের সাধারণ সভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেদিনই ভাষণ দেবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ৷ ইতিমধ্যে ইমরান জানিয়েছেন, তিনি সেখানে কাশ্মীর প্রসঙ্গ তুলবেন ৷ এনিয়ে বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী বলেন, "রাষ্ট্রসংঘে আগেই বিষয়টা উঠেছিল । আমাদের অবস্থানও পরিষ্কার । আলোচনাটা দ্বিপাক্ষিক স্তরেই হবে । আর প্রতিবেশী দেশগুলি এটা নিয়ে প্রশ্ন তুললে আমরা জবাব দিতে প্রস্তুত । "

কলকাতা, 9 সেপ্টেম্বর : সংবিধানের 370 ধারা প্রত্যাহারের পর অপপ্রচার করা হচ্ছে ৷ ফলে সাধারণ মানুষের মধ্যে তৈরি হচ্ছে ভুল ধারণা ৷ তা রুখতে এবার দেশজুড়ে রাষ্ট্রীয় একতা অভিযান করার সিদ্ধান্ত নিল BJP ৷ কলকাতায় এসে একথা জানান কেন্দ্রীয় মন্ত্রী তথা BJP নেতা ভি মুরলিধরন ৷

আজ কলকাতায় পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা, ছত্তিশগড়, ঝাড়খণ্ডের দলীয় প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন মুরলিধরন ৷ জাতীয় মুখপাত্র গৌরব ভাটিয়া, সহ সভাপতি জয় পাণ্ডা সহ পাঁচ রাজ্যের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ৷ বৈঠকের পর মুরলিধরন দাবি করেন, 370 ধারার প্রত্যাহার করে একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র ৷ তাঁর বক্তব্য, "সারা দেশে যে খরচ হয়েছে, কাশ্মীর ইশুতে তার থেকে চারগুণ বেশি খরচ হয়েছে । জম্মু ও কাশ্মীরের মানুষের জন্য এই ধারা প্রত্যাহার করাটা খুবই জরুরি ছিল ৷" অথচ সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিরোধীরা অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ মুরলিধরনের ৷ তাঁর কথায়, "সেজন্যই সাধারণ মানুষকে বোঝানো হবে, কেন 370 ধারা প্রত্যাহারের সিদ্ধান্ত জরুরি ৷" সাধারণ মানুষ ছাড়াও দু'হাজার জন বিশিষ্টের কাছেও যাওয়া হবে বলে জানান মুরলিধরন ৷

ভিডিয়োয় শুনুন বক্তব্য

এদিকে 27 সেপ্টেম্বর রাষ্ট্রসংঘের সাধারণ সভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেদিনই ভাষণ দেবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ৷ ইতিমধ্যে ইমরান জানিয়েছেন, তিনি সেখানে কাশ্মীর প্রসঙ্গ তুলবেন ৷ এনিয়ে বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী বলেন, "রাষ্ট্রসংঘে আগেই বিষয়টা উঠেছিল । আমাদের অবস্থানও পরিষ্কার । আলোচনাটা দ্বিপাক্ষিক স্তরেই হবে । আর প্রতিবেশী দেশগুলি এটা নিয়ে প্রশ্ন তুললে আমরা জবাব দিতে প্রস্তুত । "

Intro:

09-09-19


সুজয় ঘোষ, কলকাতা



কলকাতা: "সংবিধানের ৩৭০ ধারা নিয়ে জনসচেতনতা তৈরি করতে দেশজুড়ে রাষ্ট্রীয় একতা অভিযান বিজেপির" আজ সাংবাদিক বৈঠকে মন্তব্য কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী ভি মুরলিধরণ।



কেন্দ্রীয় মন্ত্রী ভি মুরলিধরণ বলেন,"৩৭০ ধারা বিলোপ নিয়ে সংসদের বাইরে ও ভিতরে অভূতপূব সারা পাওয়া গিয়েছিলো। কিন্তু বিরোধীরা এটা নিয়ে অপ্রচার করছে। ভুল বুঝাচ্ছে বিরোধীদের সঙ্গে সুর মিলিয়ে। তাই ৩৭০ ধারা বিলোপের সমর্থনে সারা দেশ জুরে ৪০৫ টি সভা করবে"


তিনি আজ আরও বলেন, "আজ ৫ টি রাজ্যকে নিয়ে বৈঠক হবে। পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িষা, ছত্রিশগড়, ঝাড়খন্ড এর প্রতিনিধিনিরা আজকের বৈঠকে উপস্থিত ছিলেন। এই ইশুতে আজ ২০০ জন প্রতিষ্ঠিত বিশিষ্ট ব্যক্তির কাছে পৌচ্ছাবে।
দেশ জুড়ে ৩৭০ টা ছোট সভা হবে। ৩৫ টি বড় সভা হবে। দেশজুড়ে মোট ৪০৫ টি বড় সভা হবে। সারাদেশে যে খরচ হয়েছে। তার চারগুন খরচ হয়েছে কাস্মির ইশুতে। ৩৭০.ধারা বিলোপ টা কেন জরুরি ছিলো। মানুষের কাজে বোঝানো হবে।জম্বুকাশ্মিরে মানুষের জন্য ৩৭০ ধারাটা খুবই জরুরি ছিল বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী। ২০০০ হাজার প্রতিষ্ঠিত ব্যক্তির কাছে পৌচ্ছানোই আমাদের মূল লক্ষ"

রাষ্ট্র সংঘের সাধারণ সভায় যদি কাশ্মীরের প্রসঙ্গ পাকিস্তান তোলে, উত্তরে কেন্দ্রীয় বিদেশ রাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্র সংঘে বিষয়টা আগেই উঠেছিল। আমাদের অবস্থান পরিষ্কার করা আছে। আলোচনাটা দ্বিপাক্ষিক স্তরেই হবে। বহুপাক্ষিক স্তরে নয়। আর প্রতিবেশী দেশগুলি এটা নিয়ে প্রশ্ন তুললে আমরা জবাব দিতে প্রস্তুত আছি।


আজ এই বৈঠকে উপস্থিত ছিলেন,গৌরব ভাটিয়া( জাতীয় মূখপত্র)। জয় প্রান্ডা( সহ সভাপতি) সহ ৫ রাজ্যের বিশেষ প্রতিনিধিরা।
Body:কপিConclusion:
Last Updated : Sep 16, 2019, 8:18 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.