ETV Bharat / state

নাগেরবাজারে গেস্ট হাউজ়ে মুকুল রায়, বাইরে গাড়ি ভাঙচুর তৃণমূল কর্মীদের - bjp

নাগেরবাজারে গেস্ট হাউজ়ে মুকুল রায় । বাইরে মুকুলের গাড়ি ভাঙচুর তৃণমূল কর্মীদের । ঘটনাস্থানে CRPF ।

এই গাড়িতে ভাঙচুর হয়েছে
author img

By

Published : May 17, 2019, 12:08 AM IST

Updated : May 17, 2019, 5:18 AM IST

কলকাতা, 17 মে : বৃহস্পতিবার রাতে একটি গেস্ট হাউজ়ে আসেন BJP নেতা মুকুল রায় ও শমীক ভট্টাচার্য । তারপরই সেখানে তৃণমূলের কর্মীরা জমায়েত করে । ভাঙচুর করে তিনটি গাড়ি । তৃণমূলের অভিযোগ, CPI(M)-এর সঙ্গে গোপন বৈঠক চলছিল ওই গেস্ট হাউজ়ে ।

গেস্ট হাউজ়ে তৃণমূলকর্মীরা ঢোকার চেষ্টা করেন । কোনওক্রমে গেস্ট হাউজ়ের কর্মীরা গেট বন্ধ করে দেন । তারপর তাঁরা দমদম থানায় খবর দেন । তৃণমূল কর্মীদের অভিযোগ, গাড়ি ভরতি করে টাকা নিয়ে গেস্ট হাউজ়ে গিয়েছিল BJP-র লোকজন । ওই টাকা বিলি করাই ছিল তাঁদের উদ্দেশ্য । যদিও পুলিশ গেস্ট হাউজ়ে ঢুকে তল্লাশি চালিয়ে কোনও টাকা পায়নি ।

দেখুন ভিডিয়ো

বিক্ষোভ চলাকালীন ঘটনাস্থানে উপস্থিত ছিলেন দক্ষিণ দমদম পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অমিত পোদ্দার । তিনি বলেন, "ওই গেস্ট হাউসে স্থানীয় CPI(M) নেতা পল্টু দাশগুপ্তের সঙ্গে গোপন বৈঠক করছে BJP নেতৃত্ব ।" অভিযোগ অস্বীকার করেছেন মুকুল রায় ও শমীক ভট্টাচার্য । তাঁরা জানান, দলের এক কর্মীর স্ত্রীর জন্মদিনের পার্টি ছিল ওই গেস্ট হাউজ়ে ।

খবর পেয়ে ঘটনাস্থানে আসে দমদম থানার পুলিশ । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে । আটক করা হয় 25 জনকে । পরে ঘটনাস্থানে CRPF আসে ।

কলকাতা, 17 মে : বৃহস্পতিবার রাতে একটি গেস্ট হাউজ়ে আসেন BJP নেতা মুকুল রায় ও শমীক ভট্টাচার্য । তারপরই সেখানে তৃণমূলের কর্মীরা জমায়েত করে । ভাঙচুর করে তিনটি গাড়ি । তৃণমূলের অভিযোগ, CPI(M)-এর সঙ্গে গোপন বৈঠক চলছিল ওই গেস্ট হাউজ়ে ।

গেস্ট হাউজ়ে তৃণমূলকর্মীরা ঢোকার চেষ্টা করেন । কোনওক্রমে গেস্ট হাউজ়ের কর্মীরা গেট বন্ধ করে দেন । তারপর তাঁরা দমদম থানায় খবর দেন । তৃণমূল কর্মীদের অভিযোগ, গাড়ি ভরতি করে টাকা নিয়ে গেস্ট হাউজ়ে গিয়েছিল BJP-র লোকজন । ওই টাকা বিলি করাই ছিল তাঁদের উদ্দেশ্য । যদিও পুলিশ গেস্ট হাউজ়ে ঢুকে তল্লাশি চালিয়ে কোনও টাকা পায়নি ।

দেখুন ভিডিয়ো

বিক্ষোভ চলাকালীন ঘটনাস্থানে উপস্থিত ছিলেন দক্ষিণ দমদম পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অমিত পোদ্দার । তিনি বলেন, "ওই গেস্ট হাউসে স্থানীয় CPI(M) নেতা পল্টু দাশগুপ্তের সঙ্গে গোপন বৈঠক করছে BJP নেতৃত্ব ।" অভিযোগ অস্বীকার করেছেন মুকুল রায় ও শমীক ভট্টাচার্য । তাঁরা জানান, দলের এক কর্মীর স্ত্রীর জন্মদিনের পার্টি ছিল ওই গেস্ট হাউজ়ে ।

খবর পেয়ে ঘটনাস্থানে আসে দমদম থানার পুলিশ । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে । আটক করা হয় 25 জনকে । পরে ঘটনাস্থানে CRPF আসে ।

Intro:
দমদম: "মমতা দিদি পশ্চিমবঙ্গকে ব্যক্তিগত সম্পত্তি ভাবার ভুল করছেন। পশ্চিমবঙ্গ কোন পিসি ভাইপোর ব্যক্তিগত সম্পত্তি নয়। এটা মা ভারতীর অংশ" দমদম এর জনসভা থেকে নাম না করে এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে তির্যক মন্তব্য করেন নরেন্দ্র মোদী।

এদিন মোদীর সভাকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ ছিল দমদমে। সভাস্থলে একটি ইঞ্চিও ফাঁকা যায় নি। এমনকি রাস্তা দাঁড়িয়ে থেকে সভা শুনতে হয়েছে। প্রচন্ড জনসমুদ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মুখ্যমন্ত্রী কে পুনরায় চ্যালেঞ্জ ছুড়ে বলেন দিদি বাংলা কে নিজের ব্যক্তিগত সম্পত্তি ভেবে ভুল করছে। সে এখন ইলেকশন কমিশন, সেন্ট্রাল ফোর্স কে আজ গালমন্দ করছে। বাম জমানার কথা মনে করিয়ে দিয়ে নরেন্দ্র মোদী বলেন একসময় বামপন্থীরা আপনার সঙ্গে যা করত।সেই আচরণ আজ আপনার। এইসব সংস্থা না থাকলে আজ আপনি মুখ্যমন্ত্রী হতে পারতেন না। যেভাবে কাশ্মীরে যারা পাথর ছোড়ে তারা এভাবেই সুরক্ষা বাহিনী কে মারার কথা বলে। ঠিক সেই ভাষায় ব্যবহার করছেন দিদি। প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন যে কেউ দেখতে পারে। কিন্তু দেশের সুরক্ষায় যারা নিয়োজিত তাদের গালি দেওয়া ঠিক নয়।

Body:এদিন নরেন্দ্র মোদী মমত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বাঙালি অবাঙালি বিভেদ সৃষ্টি করার অভিযোগ আনেন। এ প্রসঙ্গে তিনি বলেন, " যারা বিহার কিংবা উত্তর প্রদেশ থেকে বাংলায় আসছে তারা বাংলার উন্নয়নে সাহায্য করছে। তাদের বঞ্চনা করা ঠিক না। যারা অন্য রাজ্য থেকে আসছে তারা ভারতীয়। কিন্তু যারা অবৈধ উপায়ে দেশের সীমানা টপকে ভারতের মধ্যে ঢুকে পড়ে তাদের নিয়ে দিদির কোনো মাথাব্যথা নেই। দিদি ভাবছেন এরা এখন তার ভোটব্যাঙ্ক হয়েছে। অথচ দিদি যখন ক্ষমতায় ছিলেন না এদেরকে দেশ থেকে বার করে দেওয়ার জন্য বারে বারে সংসদে সওয়াল করেছেন। এই অনুপ্রবেশকারীরাই বাংলার সমাজ ব্যবস্থাকে ধ্বংস করছে"।

Conclusion:তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে সমালোচনা করে বলেন বাংলায় যারা কালীর ভক্ত, রামের ভক্ত তারা এখন ভয় পাচ্ছে। কিন্তু অনুপ্রবেশকারীরা ভয় পাচ্ছে না। কেউ জয় শ্রীরাম বললেই তাদের জেলে ঢুকিয়ে দেওয়া। হচ্ছে কেউ মজা করে ছবি আঁকলে তৈরি করলে তাকে জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। প্রায় চার দশকের বছরের বামেদের শাসনে যা হয়েছে দিদি শাসনকালে ও তাই হচ্ছে। দমদমের জনতার কে বুলেটের জবাব ইবিএমের বোতাম টিপে দেওয়ার আবেদন করেন মোদী। বলেন কেউ আপনার হয় ইভিএম এর বোতাম টিপতে এলে তাকে দূরে সরিয়ে দিন। নিজের ভোট নিজে দিন।
Last Updated : May 17, 2019, 5:18 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.