কলকাতা, 28 নভেম্বর: পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস জিতবে (Partha on Panchayat Elections)৷ আলিপুর আদালতে পেশ করার সময় এ কথা বললেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)।
জেল হেফাজতের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় আজ তাঁকে আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে পেশ করা হয় । ইতিমধ্যেই 75 দিনের বেশি দিন হয়ে গিয়েছে হেফাজতে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় । শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় পার্থ ও শান্তি প্রসাদ সিনহা-সহ সাতজন অভিযুক্তকে আজ আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে পেশ করা হয় । পার্থর আইনজীবী তাঁর জামিনের আবেদন করতে পারেন বলে মনে করা হচ্ছে । এর আগে সিবিআই আদালতে বলেছিল, নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়-সহ বাকি অভিযুক্তরা সরাসরি যুক্ত রয়েছেন ।
অন্যদিকে, পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী আদালতে বলেন, পার্থ চট্টোপাধ্যায়-সহ বাকিদের আটকে রাখতে হবে বলেই আটকে রাখা হয়েছে । সঠিক তথ্য প্রমাণ আদালতে দিতে পারছে না সিবিআই ৷ এরই মধ্যে বেশ কয়েকবার জামিনের আবেদন জানানো হলেও পার্থর জামিন মঞ্জুর করেনি আদালত ৷
আরও পড়ুন: এবার বিধানসভার বিজনেস অ্যাডভাইজারি কমিটি থেকে বাদ পড়লেন পার্থ
শিক্ষক নিয়োগে দুর্নীতি কাণ্ডে গত 22 জুলাই নাকতলার বাড়ি থেকে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি । গ্রেফতারের পরপরই তৃণমূল সরকার তাঁর সঙ্গে দূরত্ব বজায় রাখতে শুরু করে । গ্রেফতার হওয়ার সময় তিনি ছিলেন রাজ্যের শিল্পমন্ত্রী । পরে পার্থ চট্টোপাধ্যায়কে দলীয় সব পদ থেকে সরিয়ে দেওয়া হয় ।
গ্রেফতারের পরেই পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের নামে একাধিক বেনামের সম্পত্তি কেন্দ্রীয় তদন্তকারীর আধিকারিকদের নজরে আসে । দক্ষিণ কলকাতার হরিদেবপুর এবং উত্তর 24 পরগনার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা নগদ এবং প্রায় সাড়ে চার কোটি টাকা মূল্যের সোনার গয়না বাজেয়াপ্ত করেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা।