ETV Bharat / state

Partha on Panchayat Elections: পঞ্চায়েত নির্বাচনে জিতবে তৃণমূল, আলিপুর আদালতে বললেন পার্থ - পার্থ চট্টোপাধ্যায়

পঞ্চায়েত নির্বাচনে জিতবে তৃণমূল কংগ্রেস (Partha on Panchayat Elections)৷ আলিপুর আদালতে এ কথা বললেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)৷ আজ তাঁকে সিবিআইয়ের বিশেষ আদালতে পেশ করা হয় ৷

TMC will win Panchayat elections, Partha Chatterjee says Alipore court
পঞ্চায়েত নির্বাচনে জিতবে তৃণমূল, আলিপুর আদালতে বললেন পার্থ
author img

By

Published : Nov 28, 2022, 1:20 PM IST

Updated : Nov 28, 2022, 3:17 PM IST

কলকাতা, 28 নভেম্বর: পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস জিতবে (Partha on Panchayat Elections)৷ আলিপুর আদালতে পেশ করার সময় এ কথা বললেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)।

জেল হেফাজতের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় আজ তাঁকে আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে পেশ করা হয় । ইতিমধ্যেই 75 দিনের বেশি দিন হয়ে গিয়েছে হেফাজতে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় । শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় পার্থ ও শান্তি প্রসাদ সিনহা-সহ সাতজন অভিযুক্তকে আজ আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে পেশ করা হয় । পার্থর আইনজীবী তাঁর জামিনের আবেদন করতে পারেন বলে মনে করা হচ্ছে । এর আগে সিবিআই আদালতে বলেছিল, নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়-সহ বাকি অভিযুক্তরা সরাসরি যুক্ত রয়েছেন ।

অন্যদিকে, পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী আদালতে বলেন, পার্থ চট্টোপাধ্যায়-সহ বাকিদের আটকে রাখতে হবে বলেই আটকে রাখা হয়েছে । সঠিক তথ্য প্রমাণ আদালতে দিতে পারছে না সিবিআই ৷ এরই মধ্যে বেশ কয়েকবার জামিনের আবেদন জানানো হলেও পার্থর জামিন মঞ্জুর করেনি আদালত ৷

আরও পড়ুন: এবার বিধানসভার বিজনেস অ্যাডভাইজারি কমিটি থেকে বাদ পড়লেন পার্থ

শিক্ষক নিয়োগে দুর্নীতি কাণ্ডে গত 22 জুলাই নাকতলার বাড়ি থেকে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি । গ্রেফতারের পরপরই তৃণমূল সরকার তাঁর সঙ্গে দূরত্ব বজায় রাখতে শুরু করে । গ্রেফতার হওয়ার সময় তিনি ছিলেন রাজ্যের শিল্পমন্ত্রী । পরে পার্থ চট্টোপাধ্যায়কে দলীয় সব পদ থেকে সরিয়ে দেওয়া হয় ।

আলিপুর আদালতে পার্থ

গ্রেফতারের পরেই পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের নামে একাধিক বেনামের সম্পত্তি কেন্দ্রীয় তদন্তকারীর আধিকারিকদের নজরে আসে । দক্ষিণ কলকাতার হরিদেবপুর এবং উত্তর 24 পরগনার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা নগদ এবং প্রায় সাড়ে চার কোটি টাকা মূল্যের সোনার গয়না বাজেয়াপ্ত করেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা।

কলকাতা, 28 নভেম্বর: পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস জিতবে (Partha on Panchayat Elections)৷ আলিপুর আদালতে পেশ করার সময় এ কথা বললেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)।

জেল হেফাজতের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় আজ তাঁকে আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে পেশ করা হয় । ইতিমধ্যেই 75 দিনের বেশি দিন হয়ে গিয়েছে হেফাজতে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় । শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় পার্থ ও শান্তি প্রসাদ সিনহা-সহ সাতজন অভিযুক্তকে আজ আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে পেশ করা হয় । পার্থর আইনজীবী তাঁর জামিনের আবেদন করতে পারেন বলে মনে করা হচ্ছে । এর আগে সিবিআই আদালতে বলেছিল, নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়-সহ বাকি অভিযুক্তরা সরাসরি যুক্ত রয়েছেন ।

অন্যদিকে, পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী আদালতে বলেন, পার্থ চট্টোপাধ্যায়-সহ বাকিদের আটকে রাখতে হবে বলেই আটকে রাখা হয়েছে । সঠিক তথ্য প্রমাণ আদালতে দিতে পারছে না সিবিআই ৷ এরই মধ্যে বেশ কয়েকবার জামিনের আবেদন জানানো হলেও পার্থর জামিন মঞ্জুর করেনি আদালত ৷

আরও পড়ুন: এবার বিধানসভার বিজনেস অ্যাডভাইজারি কমিটি থেকে বাদ পড়লেন পার্থ

শিক্ষক নিয়োগে দুর্নীতি কাণ্ডে গত 22 জুলাই নাকতলার বাড়ি থেকে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি । গ্রেফতারের পরপরই তৃণমূল সরকার তাঁর সঙ্গে দূরত্ব বজায় রাখতে শুরু করে । গ্রেফতার হওয়ার সময় তিনি ছিলেন রাজ্যের শিল্পমন্ত্রী । পরে পার্থ চট্টোপাধ্যায়কে দলীয় সব পদ থেকে সরিয়ে দেওয়া হয় ।

আলিপুর আদালতে পার্থ

গ্রেফতারের পরেই পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের নামে একাধিক বেনামের সম্পত্তি কেন্দ্রীয় তদন্তকারীর আধিকারিকদের নজরে আসে । দক্ষিণ কলকাতার হরিদেবপুর এবং উত্তর 24 পরগনার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা নগদ এবং প্রায় সাড়ে চার কোটি টাকা মূল্যের সোনার গয়না বাজেয়াপ্ত করেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা।

Last Updated : Nov 28, 2022, 3:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.