কলকাতা, ২১ জুলাই : সরকার বাংলায় শুরু করেছে নির্মল বাংলা প্রকল্প ৷ উদ্দেশ্য, বাংলাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ৷ যদিও, সেই শাসকদলের সমাবেশ উপলক্ষ্যেই শহর অপরিচ্ছন্ন হল ৷ ধর্মতলার ট্রাম ডিপোর একটি অংশ শাসকদলের কর্মী-সমর্থকদের মূত্রত্যাগে নোংরা হল ৷
আজ ধর্মতলায় 21 জুলাইয়ের সমাবেশ ছিল ৷ সেজন্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কর্মী-সমর্থকরা ধর্মতলায় ভিড় করেন ৷ সভাস্থানের কাছেই সুলভ শৌচাগার রয়েছে ৷ কিন্তু, যদিও সেদিকে নজর না দিয়ে ট্রাম ডিপো চত্বরে মূত্রত্যাগ করছিলেন তৃণমূল কর্মী-সমর্থকরা ৷ ট্রাম ডিপোর পাশেই ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ চলছে ৷ তাই মেটাল ব্যারিকেড দেওয়া রয়েছে ৷ সেখানেই মূত্রত্যাগ চলছিল ৷
সুলভ শৌচাগার থাকা সত্ত্বেও কেন এরকম প্রকাশ্যে মূত্রত্যাগ করছেন? আপনাদের দলের সরকারই তো বাংলাকে নির্মল করার জন্য প্রচার করছে ৷ অনেকেই এড়িয়ে গেলেন এই প্রশ্ন ৷ একজনের আবার উত্তর, "এখানে সুলভ শৌচাগার রয়েছে সেটা তো আমরা জানি না ৷" কারোর বক্তব্য, বাধ্য হয়ে এখানে মূত্রত্যাগ করছেন ৷ কিন্তু,
পরিবেশ দূষণ হচ্ছে তো ? একজনের উত্তর, " না না পরিবেশ দূষণ হচ্ছে না ৷ " কথাটা বলার সময় পাশ থেকেই ভেসে আসছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ ৷