ETV Bharat / state

TMC on Women's Reservation Bill: মহিলা সংরক্ষণ বিলের লাভ বাংলায় পাবে না বিজেপি, দাবি তৃণমূলের

Trinamool Congress on Women's Reservation Bill: লোকসভায় মঙ্গলবার পেশ হয়েছে মহিলা সংরক্ষণ বিল ৷ তৃণমূলের দাবি, মহিলাদের ভোট পেতেই বিজেপি এই কৌশল নিয়েছে ৷ কিন্তু বাংলায় বিজেপির কোনও লাভ হবে না ৷ কারণ, এখানে আগেই মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের অনেক সুযোগ সুবিধা দিয়েছেন ৷

TMC on Women's Reservation Bill
TMC on Women's Reservation Bill
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 19, 2023, 8:14 PM IST

কলকাতা, 19 সেপ্টেম্বর: বিজেপি লোকসভা নির্বাচনের আগে মহিলা সংরক্ষণ বিল এনে ভোটব্যাংককে শক্তিশালী করতে চাইছে । বাংলায় বিজেপির এই পরিকল্পনা কাজে দেবে না । মঙ্গলবার এই দাবি করেছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস ।

মঙ্গলবার লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পেশ হয়েছে ৷ এ দিন এই নিয়ে লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষে তৃণমূল কংগ্রেস । তৃণমূল কংগ্রেসেরই দাবি ছিল নতুন সংসদে ভবনে প্রথমে মহিলা সংরক্ষণ বিল নিয়ে আসা হোক । সে দিক থেকে বিচার করলে কেন্দ্রীয় সরকার আমাদের সেই দাবিতে মঞ্জুরি দিয়েছে । বরাবরই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের পক্ষে । নারী ক্ষমতায়নকেই অগ্রাধিকার দেন তিনি ।’’

সুদীপ বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘‘ইতিমধ্যেই বাংলার বিধানসভায় পঞ্চায়েত স্তরে মহিলা সংরক্ষণ বিল নিয়ে এসেছে বাংলা সরকার । এখানেই শেষ নয়, নারী ক্ষমতায়নের কথা মাথায় রেখেই স্বাস্থ্যসাথী কার্ড হয়েছে বাড়ির মহিলাদের নামে । বাংলার মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ।’’ তাই বাংলার ভোটে অন্তত মহিলা সংরক্ষণের কোনও প্রভাব পড়বে না বলেই তিনি মনে করেন ।

শুধু সুদীপ বন্দ্যোপাধ্যায় নন, এই নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের মন্ত্রী তথা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য । তিনি বলেন, ‘‘লোকসভা নির্বাচনের আগে মহিলা ভোটব্যাংককে শক্তিশালী করতে উৎসাহী হয়ে পড়েছে কেন্দ্রের সরকার । এসব করে এ রাজ্যে বিজেপির অন্তত কোনও লাভ হবে না । বাস্তবিক ক্ষেত্রে মহিলাদের হয়ে প্রথম দিন থেকে কেউ যদি সরব হয়ে থাকেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায় । মহিলা সংরক্ষণের জন্য কেন্দ্রীয় কমিটিতেও একটা সময় ছিলেন দলনেত্রী ।’’

তিনি আরও বলেন, ‘‘আমাদের এখানে এক্তিয়ারে যে আইন পঞ্চায়েত আইন, তা 2012 সালে পালটে 50 শতাংশ সংরক্ষণ করা হয়েছে । এখনও কিন্তু 33 শতাংশ সংরক্ষণ হয়নি । তা সত্ত্বেও আমাদের দল মহিলাদের সংরক্ষণ 33 শতাংশের অনেক বেশি দেয় । সেটা বিধানসভা নির্বাচন হোক বা সাংসদ নির্বাচন । এখনও যদি দেখেন পরিষদগুলিতে 50 শতাংশ জেলা সভাধিপতি হচ্ছেন । পঞ্চায়েত সমিতির সভাধিপতি হচ্ছে মেয়েরা । কলকাতা কর্পোরেশনে দেখুন, 16টার মধ্যে 10টা বরো চেয়ারম্যান মহিলারা । এদের অগ্রধিকার দিতে হবে এ বিষয়ে কোনও সন্দেহ নেই । এর পুরোধা হচ্ছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বাকিরা তার পথই অনুসরণ করছেন ।’’

আরও পড়ুন: দীর্ঘ পথ পেরিয়ে শিকে ছেঁড়ার পথে, জানুন মহিলা সংরক্ষণ বিলের লম্বা ইতিহাস

কলকাতা, 19 সেপ্টেম্বর: বিজেপি লোকসভা নির্বাচনের আগে মহিলা সংরক্ষণ বিল এনে ভোটব্যাংককে শক্তিশালী করতে চাইছে । বাংলায় বিজেপির এই পরিকল্পনা কাজে দেবে না । মঙ্গলবার এই দাবি করেছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস ।

মঙ্গলবার লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পেশ হয়েছে ৷ এ দিন এই নিয়ে লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষে তৃণমূল কংগ্রেস । তৃণমূল কংগ্রেসেরই দাবি ছিল নতুন সংসদে ভবনে প্রথমে মহিলা সংরক্ষণ বিল নিয়ে আসা হোক । সে দিক থেকে বিচার করলে কেন্দ্রীয় সরকার আমাদের সেই দাবিতে মঞ্জুরি দিয়েছে । বরাবরই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের পক্ষে । নারী ক্ষমতায়নকেই অগ্রাধিকার দেন তিনি ।’’

সুদীপ বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘‘ইতিমধ্যেই বাংলার বিধানসভায় পঞ্চায়েত স্তরে মহিলা সংরক্ষণ বিল নিয়ে এসেছে বাংলা সরকার । এখানেই শেষ নয়, নারী ক্ষমতায়নের কথা মাথায় রেখেই স্বাস্থ্যসাথী কার্ড হয়েছে বাড়ির মহিলাদের নামে । বাংলার মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ।’’ তাই বাংলার ভোটে অন্তত মহিলা সংরক্ষণের কোনও প্রভাব পড়বে না বলেই তিনি মনে করেন ।

শুধু সুদীপ বন্দ্যোপাধ্যায় নন, এই নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের মন্ত্রী তথা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য । তিনি বলেন, ‘‘লোকসভা নির্বাচনের আগে মহিলা ভোটব্যাংককে শক্তিশালী করতে উৎসাহী হয়ে পড়েছে কেন্দ্রের সরকার । এসব করে এ রাজ্যে বিজেপির অন্তত কোনও লাভ হবে না । বাস্তবিক ক্ষেত্রে মহিলাদের হয়ে প্রথম দিন থেকে কেউ যদি সরব হয়ে থাকেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায় । মহিলা সংরক্ষণের জন্য কেন্দ্রীয় কমিটিতেও একটা সময় ছিলেন দলনেত্রী ।’’

তিনি আরও বলেন, ‘‘আমাদের এখানে এক্তিয়ারে যে আইন পঞ্চায়েত আইন, তা 2012 সালে পালটে 50 শতাংশ সংরক্ষণ করা হয়েছে । এখনও কিন্তু 33 শতাংশ সংরক্ষণ হয়নি । তা সত্ত্বেও আমাদের দল মহিলাদের সংরক্ষণ 33 শতাংশের অনেক বেশি দেয় । সেটা বিধানসভা নির্বাচন হোক বা সাংসদ নির্বাচন । এখনও যদি দেখেন পরিষদগুলিতে 50 শতাংশ জেলা সভাধিপতি হচ্ছেন । পঞ্চায়েত সমিতির সভাধিপতি হচ্ছে মেয়েরা । কলকাতা কর্পোরেশনে দেখুন, 16টার মধ্যে 10টা বরো চেয়ারম্যান মহিলারা । এদের অগ্রধিকার দিতে হবে এ বিষয়ে কোনও সন্দেহ নেই । এর পুরোধা হচ্ছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বাকিরা তার পথই অনুসরণ করছেন ।’’

আরও পড়ুন: দীর্ঘ পথ পেরিয়ে শিকে ছেঁড়ার পথে, জানুন মহিলা সংরক্ষণ বিলের লম্বা ইতিহাস

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.