কলকাতা, 30 ডিসেম্বর: রামমন্দির উদ্বোধন হবে আগামী 22 জানুয়ারি ৷ তার আগে শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্টেশন অযোধ্যা ধাম উদ্বোধন করেন ৷ এর সঙ্গে বন্দে ভারত ও অমৃত ভারত ট্রেনেরও উদ্বোধন করেন ৷ একে মরণকালে হরিনাম বলে কটাক্ষ করলেন রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ৷
এদিন তৃণমূলের অন্যতম শীর্ষ নেতা বলেন, "আমরা সেবায় বিশ্বাস করি ৷ রামকৃষ্ণের আদর্শ মেনে, যত মত তত পথেই বিশ্বাস করি ৷ ওখানে (অযোধ্যায়) যা হচ্ছে, সেটা মরণকালে হরিনাম ৷ আমার এক দাদা কাল বন্দে ভারতে এল ৷ দাদা বললেন, ট্রেন যত স্পিডে চলছে, লাইন সেভাবে তৈরি নয় ৷ ট্রেন থর থর করে কাঁপতে কাঁপতে যাচ্ছে ৷ আগে যাত্রী সুরক্ষায় জোর দিন ৷ সেলফি তোলা ছেড়ে পরিকাঠামো গড়ে তুলুন ৷"
আজ উত্তরপ্রদেশ সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী । সেখানে রোডশো করেন তিনি ৷ এরপর অযোধ্যা ধাম রেল স্টেশন উদ্বোধন করেন ৷ সেখান থেকে 2টি অমৃত ভারত এবং 6টি বন্দে ভারত ট্রেনের সূচনা করেন তিনি ৷ এরপর 1 হাজার 450 কোটিরও বেশি অর্থ খরচে সংস্কার করা মহর্ষি বাল্মীকি বিমান বন্দরের উদ্বোধন করেন ৷
এছাড়াও নবীন-প্রবীণ নিয়ে তৃণমূল দ্বন্দ্ব প্রসঙ্গে হাকিম বলেন, "এই দলে আদি নব্য দ্বন্দ্ব নেই ৷ যাঁরাই দল করেন, তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই দল করেন ৷" দিল্লির প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে বাংলার ট্যাবলো বাতিল নিয়ে তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ যাতে দেশের কাছে প্রচার না-পায়, তাই প্রজাতন্ত্র দিবসের ট্যাবলো বাদ দেওয়া হয়েছে ৷ ওরা ভয় পাচ্ছে ৷ মমতার কাজ প্রচারে এলে মোদির উপর মানুষ বিশ্বাস হারাবে ৷"
এদিন অযোধ্যা ধাম স্টেশন থেকে 2টি অমৃত ভারত ট্রেনের উদ্বোধন করেন নরেন্দ্র মোদি ৷ এর মধ্যে একটি ট্রেনের রুট মালদা টাউন থেকে বেঙ্গালুরু পর্যন্ত ৷ এই ট্রেনের মাধ্যমে পশ্চিমবঙ্গ থেকে উত্তরপ্রদেশে পৌঁছনো যাবে ৷ রামমন্দির উদ্বোধনের পরেও 4 মাস দেশজুড়ে সেই অনুষ্ঠান চলবে ৷ আসন্ন ফেব্রুয়ারি মাসে পশ্চিমবঙ্গে উদ্বোধনী অনুষ্ঠান ৷ তবে গোটা বিষয়টি আসন্ন লোকসভার আগে ভোট অঙ্ক মাথায় রেখে গিমিক বলেই মনে করছে তৃণমূল ৷
আরও পড়ুন: