কলকাতা, 3 জুন : বর্ধমান এবং মুর্শিদাবাদের বেশ কিছু মাদ্রাসাকে ব্যবহার করে জেএমবি এখনও সক্রিয় । মঙ্গলবার লোকসভায় এমনই মন্তব্য করেছিলেন স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জি কিষান রেড্ডি । কেন্দ্রীয় মন্ত্রীর এহেন মন্তব্যকে কেন্দ্র করে উত্তাল হল রাজ্য বিধানসভা । শাসক-বিরোধী সব পক্ষই কেন্দ্রের বিরুদ্ধে তীব্র নিন্দায় সরব হল ।
আজ বিধানসভা অধিবেশনের প্রথমার্ধে বিষয়টি উত্থাপন করেন কংগ্রেস বিধায়ক অসিত মিত্র । এর পরে বিরোধী দলনেতা আব্দুল মান্নান রাজ্য সরকারের পাশে দাঁড়িয়ে বলেন, "হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাইছে কেন্দ্রীয় সরকার । সাড়ে চোদ্দোশো বছরের মাদ্রাসার ইতিহাসে এ রকম হয়নি । আইন শৃঙ্খলা রাজ্যের বিষয় । এভাবে মন্তব্য করা যায় না ।" বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী বলেন , "সম্প্রদায় সম্প্রদায় বিভাজন করা উচিৎ নয় । এটা আমাদের সংস্কৃতি নয় । আমাদের রাজ্যে হিন্দু-মুসলমান সম্প্রদায়ের ছাত্র-ছাত্রীরা এক সঙ্গে একই স্কুলে পড়াশোনা করে ।"
শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, "রাজ্যকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আক্রমণ করা হচ্ছে । একটা ঘটনা ঘটলে সবাইকে দোষী চিহ্নিত করে দেওয়া হচ্ছে । এটা ঠিক নয় । ভারতের ঐতিহ্য সংস্কৃতি নষ্ট করা হচ্ছে।" রাজ্যের আর এক মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরি বলেন, "মাদ্রাসা সম্পর্কে এ রকম মন্তব্য ঠিক নয় ।" বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায় বলেন, "মাদ্রাসা নিয়ে সর্বসম্মত ভাবে প্রস্তাব আনুন । তার পর সম্পূর্ণ রিপোর্ট কেন্দ্রের কাছে পাঠিয়া দেওয়া হবে।" তৃণমূল বিধায়ক তাপস রায় বলেন, "যেহেতু পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং বিরোধী দলনেতা আব্দুল মান্নান বিধানসভায় বিষয়টি নিয়ে সরব হয়েছেন তাই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আসতে পারে ।"