ETV Bharat / state

গড়িয়ায় BJP কর্মীদের মারধর, অভিযুক্ত তৃণমূল - hazra

গড়িয়ার পুলিশপাড়ায় দলীয় পতাকা লাগাতে গিয়ে আক্রান্ত হলেন BJP কর্মীরা । অভিযুক্ত তৃণমূল ।

BJP কর্মী সমর্থক
author img

By

Published : Apr 24, 2019, 11:06 AM IST

Updated : Apr 24, 2019, 11:22 AM IST

গড়িয়া, 24 এপ্রিল : গড়িয়ার পুলিশপাড়ায় দলীয় পতাকা লাগাতে গিয়ে আক্রান্ত হলেন BJP কর্মীরা । ঘটনাটি ঘটে রানাভুতিয়া টোটো স্ট্যান্ডের কাছে । 2 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রথমে তাঁদের সোনারপুর গ্রামীণ হাসপাতাল ও পরে এম আর বাঙুর হাসপাতালে স্থানান্তরিত করা হয় । আহতরা হলেন বিশ্বজিৎ বড়ুয়া ও পার্থসারথি হালদার । ঘটনার তদন্তে নেমেছে পুলিশ । তবে এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি ।

এই ঘটনার প্রতিবাদে যাদবপুর কেন্দ্রের BJP প্রার্থী অনুপম হাজরার নেতৃত্বে BJP কর্মী সমর্থকরা নরেন্দ্রপুর থানা ঘেরাও করেন । 24 ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার না করা হলে আরও বড়সড় আন্দোলনে নামার হুমকিও দেন তাঁরা । অভিযোগ, পুলিশপাড়া এলাকায় তাঁরা যখন BJP-র পতাকা লাগাচ্ছিলেন সেইসময় বাইক ও গাড়িতে করে 6-7 জন তৃণমূল কর্মী এসে তাঁদের মারধর করে ৷ অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতা তথা সোনারপুর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর সরকার । তিনি পালটা অভিযোগ করেন, BJP-র গুন্ডাবাহিনীর হাতে আক্রান্ত হয়েছেন তৃণমূল কর্মীরা । ঘটনায় নরেন্দ্রপুর থানায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে দুই দল । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

দেখুন ভিডিয়ো

ঘটনা প্রসঙ্গে এক BJP কর্মী বলেন, "ঝান্ডা লাগানোর সময় তৃণমূলের 6 জন বন্দুক ও বোমা নিয়ে এসে হামলা চালায় । তাদের মধ্যে দু'জনের নাম উত্তম সরকার, রবি দে । ওদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল । বন্দুকের বাঁট দিয়ে আমার মাথায় মারে। মাথা ফেটে যায় ।" ঘটনা প্রসঙ্গে যাদবপুর কেন্দ্রের BJP প্রার্থী অনুপম হাজরা বলেন, "পশ্চিমবঙ্গে আর গণতন্ত্র বেঁচে নেই । যেখানে সামান্য পতাকা লাগাতে গিয়েও হেনস্থা হতে হয়, যারা গণতন্ত্রকে নিজের হাতে খুন করেছে, তাদের ধরনা করা মানায় না ।"

আজ এই স্থানেই সভা করার কথা যাদবপুর কেন্দ্রের BJP প্রার্থী অনুপম হাজরার ।

গড়িয়া, 24 এপ্রিল : গড়িয়ার পুলিশপাড়ায় দলীয় পতাকা লাগাতে গিয়ে আক্রান্ত হলেন BJP কর্মীরা । ঘটনাটি ঘটে রানাভুতিয়া টোটো স্ট্যান্ডের কাছে । 2 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রথমে তাঁদের সোনারপুর গ্রামীণ হাসপাতাল ও পরে এম আর বাঙুর হাসপাতালে স্থানান্তরিত করা হয় । আহতরা হলেন বিশ্বজিৎ বড়ুয়া ও পার্থসারথি হালদার । ঘটনার তদন্তে নেমেছে পুলিশ । তবে এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি ।

এই ঘটনার প্রতিবাদে যাদবপুর কেন্দ্রের BJP প্রার্থী অনুপম হাজরার নেতৃত্বে BJP কর্মী সমর্থকরা নরেন্দ্রপুর থানা ঘেরাও করেন । 24 ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার না করা হলে আরও বড়সড় আন্দোলনে নামার হুমকিও দেন তাঁরা । অভিযোগ, পুলিশপাড়া এলাকায় তাঁরা যখন BJP-র পতাকা লাগাচ্ছিলেন সেইসময় বাইক ও গাড়িতে করে 6-7 জন তৃণমূল কর্মী এসে তাঁদের মারধর করে ৷ অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতা তথা সোনারপুর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর সরকার । তিনি পালটা অভিযোগ করেন, BJP-র গুন্ডাবাহিনীর হাতে আক্রান্ত হয়েছেন তৃণমূল কর্মীরা । ঘটনায় নরেন্দ্রপুর থানায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে দুই দল । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

দেখুন ভিডিয়ো

ঘটনা প্রসঙ্গে এক BJP কর্মী বলেন, "ঝান্ডা লাগানোর সময় তৃণমূলের 6 জন বন্দুক ও বোমা নিয়ে এসে হামলা চালায় । তাদের মধ্যে দু'জনের নাম উত্তম সরকার, রবি দে । ওদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল । বন্দুকের বাঁট দিয়ে আমার মাথায় মারে। মাথা ফেটে যায় ।" ঘটনা প্রসঙ্গে যাদবপুর কেন্দ্রের BJP প্রার্থী অনুপম হাজরা বলেন, "পশ্চিমবঙ্গে আর গণতন্ত্র বেঁচে নেই । যেখানে সামান্য পতাকা লাগাতে গিয়েও হেনস্থা হতে হয়, যারা গণতন্ত্রকে নিজের হাতে খুন করেছে, তাদের ধরনা করা মানায় না ।"

আজ এই স্থানেই সভা করার কথা যাদবপুর কেন্দ্রের BJP প্রার্থী অনুপম হাজরার ।

sample description
Last Updated : Apr 24, 2019, 11:22 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.