ETV Bharat / state

আগামী 24 ঘণ্টায় কলকাতায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা

author img

By

Published : Feb 6, 2021, 1:00 PM IST

আগামী 24 ঘণ্টায় উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । সোমবারের পর থেকে ফের কমতে পারে তাপমাত্রা । দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলোতে আজ রাতে বজ্রবিদ্যুৎসহ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।

http://10.10.50.85:6060//finalout4/west-bengal-nle/thumbnail/06-February-2021/10519655_292_10519655_1612590928938.png
http://10.10.50.85:6060//finalout4/west-bengal-nle/thumbnail/06-February-2021/10519655_292_10519655_1612590928938.png

কলকাতা, 6 ফেব্রুয়ারি : কলকাতায় শীত অব্যাহত । তবে রবিবার পর্যন্ত তাপমাত্রা ঊর্ধ্বমুখীই থাকবে । সোমবারের পর থেকে ফের কমতে পারে তাপমাত্রা । আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী সোমবার থেকে বুধবার পর্যন্ত শীতের আমেজ থাকবে । সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছাড়াল 15 ডিগ্রি সেলসিয়াস । আগামী 24 ঘণ্টায় আরও চড়তে চলেছে তাপমাত্রার পারদ, এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর । আগামী 24 ঘণ্টায় উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । আকাশ মেঘলা থাকবে । মেঘলা আকাশের জন্যই বাড়বে গরমের অনুভূতি । কলকাতাসহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে । আজ রাতে বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলোতে ।

উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । বৃষ্টিপাতের সঙ্গে তুষারপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর । দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে আকাশ মেঘলা থাকবে । হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে । দার্জিলিংয়ের পার্বত্য এলাকাগুলিতে তুষারপাতের সম্ভাবনা রয়েছে । উত্তরবঙ্গের জেলাগুলোতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে । আগামী সোমবার ও মঙ্গলবার উত্তরবঙ্গে ঘন কুয়াশা সর্তকতা জারি করেছে আবহাওয়া দপ্তর । দক্ষিণবঙ্গের জেলাগুলোতেও মেঘলা থাকবে আকাশ । উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়ায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

আরও পড়ুন : দুই বঙ্গে আগামী দু'দিন বৃষ্টি, সপ্তাহের শুরুতে ফের জাঁকিয়ে শীত

আগামী দুই দিন দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কুয়াশার দাপটে থাকবে । আগামী 24 ঘণ্টায় কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর । আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.2 ডিগ্রি সেলসিয়াস । স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম । গত 24 ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24.4 ডিগ্রি সেলসিয়াস । স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 99 শতাংশ ও সর্বনিম্ন 38 শতাংশ । আগামী 24 ঘণ্টায় কলকাতায় তাপমাত্রা আরও 1 ডিগ্রি বৃদ্ধি পেয়ে 29 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন 16 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ।

কলকাতা, 6 ফেব্রুয়ারি : কলকাতায় শীত অব্যাহত । তবে রবিবার পর্যন্ত তাপমাত্রা ঊর্ধ্বমুখীই থাকবে । সোমবারের পর থেকে ফের কমতে পারে তাপমাত্রা । আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী সোমবার থেকে বুধবার পর্যন্ত শীতের আমেজ থাকবে । সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছাড়াল 15 ডিগ্রি সেলসিয়াস । আগামী 24 ঘণ্টায় আরও চড়তে চলেছে তাপমাত্রার পারদ, এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর । আগামী 24 ঘণ্টায় উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । আকাশ মেঘলা থাকবে । মেঘলা আকাশের জন্যই বাড়বে গরমের অনুভূতি । কলকাতাসহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে । আজ রাতে বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলোতে ।

উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । বৃষ্টিপাতের সঙ্গে তুষারপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর । দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে আকাশ মেঘলা থাকবে । হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে । দার্জিলিংয়ের পার্বত্য এলাকাগুলিতে তুষারপাতের সম্ভাবনা রয়েছে । উত্তরবঙ্গের জেলাগুলোতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে । আগামী সোমবার ও মঙ্গলবার উত্তরবঙ্গে ঘন কুয়াশা সর্তকতা জারি করেছে আবহাওয়া দপ্তর । দক্ষিণবঙ্গের জেলাগুলোতেও মেঘলা থাকবে আকাশ । উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়ায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

আরও পড়ুন : দুই বঙ্গে আগামী দু'দিন বৃষ্টি, সপ্তাহের শুরুতে ফের জাঁকিয়ে শীত

আগামী দুই দিন দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কুয়াশার দাপটে থাকবে । আগামী 24 ঘণ্টায় কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর । আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.2 ডিগ্রি সেলসিয়াস । স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম । গত 24 ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24.4 ডিগ্রি সেলসিয়াস । স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 99 শতাংশ ও সর্বনিম্ন 38 শতাংশ । আগামী 24 ঘণ্টায় কলকাতায় তাপমাত্রা আরও 1 ডিগ্রি বৃদ্ধি পেয়ে 29 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন 16 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.