ETV Bharat / state

নিউটাউনের কোয়ারানটাইন সেন্টার থেকে পালানো মা ও 2 শিশু উদ্ধার

নিউটাউনের কোয়ারান্টাইন সেন্টার থেকে পালাবার কয়েক ঘণ্টার মধ্যেই পলাতক তিনজন সহ তাঁদের সংস্পর্শে আসা আরও ছয়জনকে ধরে নিয়ে এল পুলিশ ।

ছবি
ছবি
author img

By

Published : Apr 9, 2020, 3:01 PM IST

কলকাতা, 9 এপ্রিল : নিউটাউনের NBCC বিল্ডিংয়ের কোয়ারানটাইন সেন্টার থেকে পালিয়ে যাওয়া মা ও তার দুই শিশুকে উদ্ধার করল পুলিশ । তাদের পুনরায় কোয়ারানটাইন সেন্টারে ফেরত নিয়ে আসা হয় । বুধবার ভোররাতে নিরাপত্তারক্ষীর নজর এড়িয়ে পালিয়েছিল তারা । ঘটনাটি সকালে নজরে আসে নিরাপত্তারক্ষীদের । খবর পেয়ে পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করে ।

পলাতকরা প্রত্যেকে নারকেলডাঙা এলাকার বাসিন্দা । পরে পুলিশ এদের বাড়িতে তল্লাশি চালিয়ে 3 জনকে আবার নিয়ে আসে কোয়ারানটাইন সেন্টারে । সঙ্গে ওই পরিবারের আরও 6 জনকে নিয়ে আসা হয় । তাঁদের প্রত্যেকেই চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতালের কোয়ারানটাইন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে ।

বিধাননগর পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, নিরাপত্তারক্ষীরা রাতে ঘুমিয়ে পড়েছিলেন । সেই সুযোগে পালায় ওই 3 জন ।

এক্ষেত্রে প্রশ্ন উঠছে, ওয়ার্ডের দায়িত্বে থাকা কর্মী এবং নার্সরা কেন সতর্ক ছিলেন না । অন্যদিকে, তিনজন একই সঙ্গে পালিয়ে গেল কীভাবে , এবিষয়ে নিরাপত্তারক্ষী ছাড়া আরও কারও গাফিলতি ছিল কি না তা জানার জন্য পুলিশ দায়িত্বে থাকা ডাক্তার, নার্স ও নিরাপত্তারক্ষীদের জিজ্ঞাসাবাদ করে । প্রসঙ্গত, ওই তিনজন পালিয়ে নারকেলডাঙায় নিজেদের বাড়িতেই লুকিয়ে ছিল ।

কলকাতা, 9 এপ্রিল : নিউটাউনের NBCC বিল্ডিংয়ের কোয়ারানটাইন সেন্টার থেকে পালিয়ে যাওয়া মা ও তার দুই শিশুকে উদ্ধার করল পুলিশ । তাদের পুনরায় কোয়ারানটাইন সেন্টারে ফেরত নিয়ে আসা হয় । বুধবার ভোররাতে নিরাপত্তারক্ষীর নজর এড়িয়ে পালিয়েছিল তারা । ঘটনাটি সকালে নজরে আসে নিরাপত্তারক্ষীদের । খবর পেয়ে পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করে ।

পলাতকরা প্রত্যেকে নারকেলডাঙা এলাকার বাসিন্দা । পরে পুলিশ এদের বাড়িতে তল্লাশি চালিয়ে 3 জনকে আবার নিয়ে আসে কোয়ারানটাইন সেন্টারে । সঙ্গে ওই পরিবারের আরও 6 জনকে নিয়ে আসা হয় । তাঁদের প্রত্যেকেই চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতালের কোয়ারানটাইন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে ।

বিধাননগর পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, নিরাপত্তারক্ষীরা রাতে ঘুমিয়ে পড়েছিলেন । সেই সুযোগে পালায় ওই 3 জন ।

এক্ষেত্রে প্রশ্ন উঠছে, ওয়ার্ডের দায়িত্বে থাকা কর্মী এবং নার্সরা কেন সতর্ক ছিলেন না । অন্যদিকে, তিনজন একই সঙ্গে পালিয়ে গেল কীভাবে , এবিষয়ে নিরাপত্তারক্ষী ছাড়া আরও কারও গাফিলতি ছিল কি না তা জানার জন্য পুলিশ দায়িত্বে থাকা ডাক্তার, নার্স ও নিরাপত্তারক্ষীদের জিজ্ঞাসাবাদ করে । প্রসঙ্গত, ওই তিনজন পালিয়ে নারকেলডাঙায় নিজেদের বাড়িতেই লুকিয়ে ছিল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.