ETV Bharat / state

Booster Dose: 6 মাসে বুস্টার নিলে নেই কোনও সমস্যা, জানাচ্ছেন বিশেষজ্ঞরা - বুস্টার ডোজ

কোভিড ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ এবং বুস্টার ডোজের মধ্যে 9 মাসের ব্যবধান কমিয়ে তা 6 মাস করেছে সরকার (Govt reduces gap for Covid booster dose to 6 months)। কিন্তু এই বুস্টার ডোজ কমানোর পিছনে কোনও সমস্যা রয়েছে কী ? সেই নিয়ে চিকিৎসকদের বার্তা, টিকা নেওয়া প্রয়োজন (There is No Problem if you take a Booster in 6 months) ।

Booster Dose News
মাসে বুস্টার নিলে নেই কোনও সমস্যা ! জানাচ্ছেন বিশেষজ্ঞরা
author img

By

Published : Jul 7, 2022, 10:33 PM IST

কলকাতা, 7 জুলাই: 9 মাস নয় এবার থেকে কোভিড বুস্টার ডোজ নেওয়া যাবে 6 মাসের ব্যবধানেই । কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জারি করা হয়েছে নির্দেশিকা । তবে দ্বিতীয় ও বুস্টার ডোজের ব্যবধান কমানোর পিছনে কোনও সমস্যা দেখা যেতে পারে কী ? সেই নিয়ে তৈরি হয়েছে সংশয় । চিকিৎসকমহল অবশ্য এর মধ্যে কোনও আস্বাভাবিকতা দেখছে না । চিকিৎসকদের বার্তা, টিকা নেওয়া প্রয়োজন (There is No Problem if you take a Booster in 6 months)। বুস্টার ডোজের প্রতি মানুষের যে অনীহা দেখা দিয়েছে তা উচিত নয়। টিকার জন্য 6 মাসের ব্যবধানটাও যথেষ্ট যুক্তিযুক্ত ।

চিকিৎসক অগ্নিমিত্রা গিরি সরকার জানিয়েছেন, সকলের উচিত টিকা নেওয়া । যদি বয়স্করা টিকা নেয় তবে ছোটোদেরও সেটা দেখে টিকা নেওয়ার প্রতি একটা ইচ্ছা তৈরি হবে । ফলে বাচ্চাদের ক্ষেত্রে ভয়টা অনেকটাই কাটবে । তাই ব্যবধানের কথা চিন্তা না করে টিকা নেওয়া উচিত সকলের ।

মাসে বুস্টার নিলে নেই কোনও সমস্যা ! জানাচ্ছেন বিশেষজ্ঞরা

আরও পড়ুন : COVID Patient Died: খাদ্যনালীর সংক্রমণে মৃত্যু বুস্টার ডোজ নেওয়া করোনা আক্রান্ত রোগীর

অন্যদিকে, ভ্যাকসিন ট্রায়াল ফেসিসিলেটর স্নেহেন্দু কোনার জানান, অনেক সময় দেখা গিয়েছে ভ্যাকসিন নেওয়ার দু-তিন মাসের মধ্যেই অ্যান্টিবডি তৈরি হয়ে যাচ্ছে । পাশাপাশি একটা ভ্যাকসিন মূলত শেষ হয়ে যাচ্ছে জুলাই-অগস্ট মাসের মধ্যেই । তাই দুই দিক বিবেচনা করে কেন্দ্রীয় সরকার এই ভাবনা নিয়েছে । সেক্ষেত্রে আমার মনে হচ্ছে না এই ভাবনা কোনও অংশে ভুল রয়েছে । আর মেডিক্যালের ক্ষেত্রেও দেখা গিয়েছে বুস্টার ডোজে কোনও সাইড এফেক্ট নেই । ফলে 6 মাস হওয়ায় শারীরিকভাবেও কোনও সমস্যা হবে না ৷

কলকাতা, 7 জুলাই: 9 মাস নয় এবার থেকে কোভিড বুস্টার ডোজ নেওয়া যাবে 6 মাসের ব্যবধানেই । কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জারি করা হয়েছে নির্দেশিকা । তবে দ্বিতীয় ও বুস্টার ডোজের ব্যবধান কমানোর পিছনে কোনও সমস্যা দেখা যেতে পারে কী ? সেই নিয়ে তৈরি হয়েছে সংশয় । চিকিৎসকমহল অবশ্য এর মধ্যে কোনও আস্বাভাবিকতা দেখছে না । চিকিৎসকদের বার্তা, টিকা নেওয়া প্রয়োজন (There is No Problem if you take a Booster in 6 months)। বুস্টার ডোজের প্রতি মানুষের যে অনীহা দেখা দিয়েছে তা উচিত নয়। টিকার জন্য 6 মাসের ব্যবধানটাও যথেষ্ট যুক্তিযুক্ত ।

চিকিৎসক অগ্নিমিত্রা গিরি সরকার জানিয়েছেন, সকলের উচিত টিকা নেওয়া । যদি বয়স্করা টিকা নেয় তবে ছোটোদেরও সেটা দেখে টিকা নেওয়ার প্রতি একটা ইচ্ছা তৈরি হবে । ফলে বাচ্চাদের ক্ষেত্রে ভয়টা অনেকটাই কাটবে । তাই ব্যবধানের কথা চিন্তা না করে টিকা নেওয়া উচিত সকলের ।

মাসে বুস্টার নিলে নেই কোনও সমস্যা ! জানাচ্ছেন বিশেষজ্ঞরা

আরও পড়ুন : COVID Patient Died: খাদ্যনালীর সংক্রমণে মৃত্যু বুস্টার ডোজ নেওয়া করোনা আক্রান্ত রোগীর

অন্যদিকে, ভ্যাকসিন ট্রায়াল ফেসিসিলেটর স্নেহেন্দু কোনার জানান, অনেক সময় দেখা গিয়েছে ভ্যাকসিন নেওয়ার দু-তিন মাসের মধ্যেই অ্যান্টিবডি তৈরি হয়ে যাচ্ছে । পাশাপাশি একটা ভ্যাকসিন মূলত শেষ হয়ে যাচ্ছে জুলাই-অগস্ট মাসের মধ্যেই । তাই দুই দিক বিবেচনা করে কেন্দ্রীয় সরকার এই ভাবনা নিয়েছে । সেক্ষেত্রে আমার মনে হচ্ছে না এই ভাবনা কোনও অংশে ভুল রয়েছে । আর মেডিক্যালের ক্ষেত্রেও দেখা গিয়েছে বুস্টার ডোজে কোনও সাইড এফেক্ট নেই । ফলে 6 মাস হওয়ায় শারীরিকভাবেও কোনও সমস্যা হবে না ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.