ETV Bharat / state

‘‘চলুন মাস্টারমশাই ঘুরি বাড়ি বাড়ি’’, নতুন কর্মসূচি তৃণমূলের - 2021 বিধানসভা নির্বাচন

60 হাজার শিক্ষককে নিয়ে মোট 12 হাজার দল তৈরি হবে । প্রতি দলে থাকবেন 5 জন করে শিক্ষক । বাড়ি বাড়ি যাবেন তাঁরা ।

তৃণমূলের প্রচার কর্মসূচি
তৃণমূলের প্রচার কর্মসূচি
author img

By

Published : Nov 22, 2020, 6:51 AM IST

কলকাতা, 22 নভেম্বর : 2021 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নতুন কর্মসূচি নিল তৃণমূল কংগ্রেস ৷ 60 হাজার শিক্ষককে নিয়ে নতুন প্রচার কর্মসূচি তৈরি করা হয়েছে । নাম দেওয়া হয়েছে "চলুন মাস্টারমশাই ঘুরি বাড়ি বাড়ি" । সোমবার দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এই কর্মসূচির সূচনা করবেন বলে জানা গিয়েছে ।

গত কয়েক মাসে একের পর এক জনসংযোগ কর্মসূচি নিয়ে তৃণমূল কংগ্রেস । এবার দলের শিক্ষক সংগঠনের সদস্যদের কাজে লাগানোর পরিকল্পনা নিল তারা । প্রায় 60 হাজার শিক্ষককে এই কাজে শামিল করা হবে । জানা গেছে, 60 হাজার শিক্ষককে নিয়ে মোট 12 হাজার দল তৈরি হবে । প্রতি দলে থাকবেন 5 জন করে শিক্ষক । রাজ্যের প্রতিটি জেলা ও পঞ্চায়েতে এই দল পাঠানো হবে । তাঁরা বাড়ি বাড়ি যাবেন । রাজ্য সরকারের মানবিক প্রকল্প সম্বলিত একটি পুস্তিকা বিনামূল্যে বিতরণ করবেন তাঁরা ।

প্রসঙ্গত এই নয়া জনসংযোগ কর্মসূচি প্রশান্ত কিশোরের মস্তিষ্কপ্রসূত বলে সূত্রের খবর । এর আগেও তাঁরই পরামর্শে একের পর এক জনসংযোগ কর্মসূচি নিয়েছে তারা । তার মধ্যে কয়েকটি সফলও হয়েছে ।

কলকাতা, 22 নভেম্বর : 2021 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নতুন কর্মসূচি নিল তৃণমূল কংগ্রেস ৷ 60 হাজার শিক্ষককে নিয়ে নতুন প্রচার কর্মসূচি তৈরি করা হয়েছে । নাম দেওয়া হয়েছে "চলুন মাস্টারমশাই ঘুরি বাড়ি বাড়ি" । সোমবার দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এই কর্মসূচির সূচনা করবেন বলে জানা গিয়েছে ।

গত কয়েক মাসে একের পর এক জনসংযোগ কর্মসূচি নিয়ে তৃণমূল কংগ্রেস । এবার দলের শিক্ষক সংগঠনের সদস্যদের কাজে লাগানোর পরিকল্পনা নিল তারা । প্রায় 60 হাজার শিক্ষককে এই কাজে শামিল করা হবে । জানা গেছে, 60 হাজার শিক্ষককে নিয়ে মোট 12 হাজার দল তৈরি হবে । প্রতি দলে থাকবেন 5 জন করে শিক্ষক । রাজ্যের প্রতিটি জেলা ও পঞ্চায়েতে এই দল পাঠানো হবে । তাঁরা বাড়ি বাড়ি যাবেন । রাজ্য সরকারের মানবিক প্রকল্প সম্বলিত একটি পুস্তিকা বিনামূল্যে বিতরণ করবেন তাঁরা ।

প্রসঙ্গত এই নয়া জনসংযোগ কর্মসূচি প্রশান্ত কিশোরের মস্তিষ্কপ্রসূত বলে সূত্রের খবর । এর আগেও তাঁরই পরামর্শে একের পর এক জনসংযোগ কর্মসূচি নিয়েছে তারা । তার মধ্যে কয়েকটি সফলও হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.