ETV Bharat / state

15 মার্চ থেকে পুনরায় মেট্রোয় চালু হচ্ছে টোকেন ব্যবস্থা - কলকাতা মেট্রো

আগামী সোমবার থেকে আবার চালু হচ্ছে টোকেন ব্যবস্থা । পাশাপাশি আগামী বুধবার থেকে বাড়ছে মেট্রোর সংখ্যাও । আগামী বুধবার থেকে সারাদিনে 244টির পরিবর্তে চলাচল করবে 252 টি মেট্রো । দিনের প্রথম ও শেষ মেট্রোর সময়ও বেড়েছে 10 মিনিট করে ।

আগামী সোমবার থেকে আবার চালু হচ্ছে টোকেন ব্যবস্থা
আগামী সোমবার থেকে আবার চালু হচ্ছে টোকেন ব্যবস্থা
author img

By

Published : Mar 9, 2021, 2:20 PM IST

কলকাতা, 9 মার্চ : 15 মার্চ থেকে মেট্রোয় আবার চালু হচ্ছে টোকেন ব্যবস্থা । গত বছর করোনা পরিস্থিতিতে প্রায় ছয় মাস সম্পূর্ণভাবে বন্ধ ছিল মেট্রো পরিষেবা । এরপর আন-লক পর্ব শুরু হওয়ার সঙ্গে সঙ্গে চালু হয় মেট্রো পরিষেবা । তবে অনেক বিধিনিষেধ মেনে । হাতে হাতে যাতে সংক্রমণ ছড়িয়ে না পড়ে তাই বন্ধ ছিল টোকেন ব্যবস্থা । তবে ধীরে ধীরে পরিস্থিতি আবার স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করছে । তাই কলকাতা মেট্রোরেল কতৃপক্ষ আবার টোকেন চালু করার সিদ্ধান্ত নিয়েছে ।

আরও পড়ুন : কিছু লাইনে স্বাভাবিক হচ্ছে টিকিট বুকিং, চলছে ইউটিএসও

আগামী সোমবার থেকে আবার চালু হচ্ছে টোকেন ব্যবস্থা । পাশাপাশি আগামী বুধবার থেকে বাড়ছে মেট্রোর সংখ্যাও । আগামী বুধবার থেকে সারাদিনে 244টির পরিবর্তে চলাচল করবে 252 টি মেট্রো । দিনের প্রথম ও শেষ মেট্রোর সময়ও বেড়েছে 10 মিনিট করে । এবার থেকে দিনের প্রথম মেট্রোটি সকাল ৭ল টার পরিবর্তে ছাড়বে সকাল 6টা 50 মিনিটে । পাশাপাশি দিনের শেষ মেট্রো রাত 9টা 18 মিনিটের পরিবর্তে ছাড়বে 9টা 25 মিনিটে । তবে শনিবার দিনের প্রথম ও শেষ মেট্রো ছাড়ার সময়ে কোনও পরিবর্তন করা হয়নি । রবিবার দিনের প্রথম মেট্রোটি ছাড়বে সকাল 9টার সময় । দিনের শেষটি দক্ষিণেশ্বর থেকে ছাড়বে রাত 9টার সময়। শনিবার অতিরিক্ত 4টি পরিষেবা দেওয়া হবে এবং রবিবার পরিষেবার সংখ্যা আরও 2টি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে মেট্রো কতৃপক্ষ ।

আরও পড়ুন : ম্যাপ দেওয়া হয়নি দমকলকে, আগুন নিয়ে মমতার অভিযোগ মেনে নিল রেল

আনলক পর্বে মেট্রো পরিষেবা চালু হলেও তাতে অনেক বিধি নিষেধ ছিল । সেই সময় মেট্রোয় চড়তে হলে আগে থেকে অনলাইন স্লট বুক করতে হচ্ছিল । অনেকের পক্ষেই এই প্রক্রিয়া সমস্যার কারন হয়ে দাঁড়াচ্ছিল । পুনরায় টোকেন ব্যবস্থা চালু হওয়ায় তাদের এই সমস্যার সমাধান হবে ।

কলকাতা, 9 মার্চ : 15 মার্চ থেকে মেট্রোয় আবার চালু হচ্ছে টোকেন ব্যবস্থা । গত বছর করোনা পরিস্থিতিতে প্রায় ছয় মাস সম্পূর্ণভাবে বন্ধ ছিল মেট্রো পরিষেবা । এরপর আন-লক পর্ব শুরু হওয়ার সঙ্গে সঙ্গে চালু হয় মেট্রো পরিষেবা । তবে অনেক বিধিনিষেধ মেনে । হাতে হাতে যাতে সংক্রমণ ছড়িয়ে না পড়ে তাই বন্ধ ছিল টোকেন ব্যবস্থা । তবে ধীরে ধীরে পরিস্থিতি আবার স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করছে । তাই কলকাতা মেট্রোরেল কতৃপক্ষ আবার টোকেন চালু করার সিদ্ধান্ত নিয়েছে ।

আরও পড়ুন : কিছু লাইনে স্বাভাবিক হচ্ছে টিকিট বুকিং, চলছে ইউটিএসও

আগামী সোমবার থেকে আবার চালু হচ্ছে টোকেন ব্যবস্থা । পাশাপাশি আগামী বুধবার থেকে বাড়ছে মেট্রোর সংখ্যাও । আগামী বুধবার থেকে সারাদিনে 244টির পরিবর্তে চলাচল করবে 252 টি মেট্রো । দিনের প্রথম ও শেষ মেট্রোর সময়ও বেড়েছে 10 মিনিট করে । এবার থেকে দিনের প্রথম মেট্রোটি সকাল ৭ল টার পরিবর্তে ছাড়বে সকাল 6টা 50 মিনিটে । পাশাপাশি দিনের শেষ মেট্রো রাত 9টা 18 মিনিটের পরিবর্তে ছাড়বে 9টা 25 মিনিটে । তবে শনিবার দিনের প্রথম ও শেষ মেট্রো ছাড়ার সময়ে কোনও পরিবর্তন করা হয়নি । রবিবার দিনের প্রথম মেট্রোটি ছাড়বে সকাল 9টার সময় । দিনের শেষটি দক্ষিণেশ্বর থেকে ছাড়বে রাত 9টার সময়। শনিবার অতিরিক্ত 4টি পরিষেবা দেওয়া হবে এবং রবিবার পরিষেবার সংখ্যা আরও 2টি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে মেট্রো কতৃপক্ষ ।

আরও পড়ুন : ম্যাপ দেওয়া হয়নি দমকলকে, আগুন নিয়ে মমতার অভিযোগ মেনে নিল রেল

আনলক পর্বে মেট্রো পরিষেবা চালু হলেও তাতে অনেক বিধি নিষেধ ছিল । সেই সময় মেট্রোয় চড়তে হলে আগে থেকে অনলাইন স্লট বুক করতে হচ্ছিল । অনেকের পক্ষেই এই প্রক্রিয়া সমস্যার কারন হয়ে দাঁড়াচ্ছিল । পুনরায় টোকেন ব্যবস্থা চালু হওয়ায় তাদের এই সমস্যার সমাধান হবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.