ETV Bharat / state

শহরে বাড়ছে কনটেনমেন্ট জ়োনের সংখ্যা - coronavirus

শহরে ক্রমাগত বাড়ছে সংক্রমণ ৷ সেই কারণে 2 ডিসেম্বর থেকে বাড়তে চলেছে কনটেনমেন্ট জ়োনের সংখ্যা ৷

ছবি
ছবি
author img

By

Published : Nov 29, 2020, 11:05 PM IST

কলকাতা, 29 নভেম্বর : কলকাতায় ফের বাড়তে চলেছে কনটেনমেন্ট জ়োনের সংখ্যা ৷ বর্তমানে শহরের দৈনিক কোরোনা সংক্রমণের হার প্রায় 900 কাছাকাছি । এই অবস্থায় কনটেনমেন্ট জ়োনের সংখ্যা বৃদ্ধি করছে রাজ্য সরকার ।

কলকাতার বালিগঞ্জ সার্কুলার রোডের একাংশ, টালিগঞ্জের কিছুটা অংশ ও গড়িয়া এলাকার কিছুটা অংশকে কনটেনমেন্ট জ়োন হিসেবে ঘোষণা করা হয়েছে । শীতের শুরুতে শহরে কোরোনা সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা আগেই করেছিল কলকাতা পৌরনিগম । তাই শহরে আরও 50 টি স্বাস্থ্য কেন্দ্রে কোরোনা নির্ধারক অ্যান্টিজেন পরীক্ষার ব্যবস্থা করেছে কলকাতা পৌরনিগম । আগামী 2 ডিসেম্বর বুধবার দেশীয় প্রযুক্তিতে তৈরি কোরোনার ভ্যাকসিনের ট্রায়াল শুরু হবে । মানব শরীরের পরীক্ষার জন্য কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম প্রথম টিকা নেবেন ।

কলকাতায় 890 নতুন করে কোরোনায় সংক্রমিত হয়েছে । 14 জন কোরোনা আক্রান্ত হয়ে মারা গেছেন । তবে শহরে মাত্র তিনটি কেন কনটেইনমেন্ট জ়োন তা নিয়েও প্রশ্ন উঠেছে । কলকাতার পাশাপাশি উত্তর 24 পরগনায় কোরোনা সংক্রমনের দাপট বেড়ে চলেছে । গতকাল শনিবার নতুন করে কোরোনায় সংক্রমিত হয়েছেন 863 জন , মারা গেছেন 9 জন ।

কলকাতা, 29 নভেম্বর : কলকাতায় ফের বাড়তে চলেছে কনটেনমেন্ট জ়োনের সংখ্যা ৷ বর্তমানে শহরের দৈনিক কোরোনা সংক্রমণের হার প্রায় 900 কাছাকাছি । এই অবস্থায় কনটেনমেন্ট জ়োনের সংখ্যা বৃদ্ধি করছে রাজ্য সরকার ।

কলকাতার বালিগঞ্জ সার্কুলার রোডের একাংশ, টালিগঞ্জের কিছুটা অংশ ও গড়িয়া এলাকার কিছুটা অংশকে কনটেনমেন্ট জ়োন হিসেবে ঘোষণা করা হয়েছে । শীতের শুরুতে শহরে কোরোনা সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা আগেই করেছিল কলকাতা পৌরনিগম । তাই শহরে আরও 50 টি স্বাস্থ্য কেন্দ্রে কোরোনা নির্ধারক অ্যান্টিজেন পরীক্ষার ব্যবস্থা করেছে কলকাতা পৌরনিগম । আগামী 2 ডিসেম্বর বুধবার দেশীয় প্রযুক্তিতে তৈরি কোরোনার ভ্যাকসিনের ট্রায়াল শুরু হবে । মানব শরীরের পরীক্ষার জন্য কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম প্রথম টিকা নেবেন ।

কলকাতায় 890 নতুন করে কোরোনায় সংক্রমিত হয়েছে । 14 জন কোরোনা আক্রান্ত হয়ে মারা গেছেন । তবে শহরে মাত্র তিনটি কেন কনটেইনমেন্ট জ়োন তা নিয়েও প্রশ্ন উঠেছে । কলকাতার পাশাপাশি উত্তর 24 পরগনায় কোরোনা সংক্রমনের দাপট বেড়ে চলেছে । গতকাল শনিবার নতুন করে কোরোনায় সংক্রমিত হয়েছেন 863 জন , মারা গেছেন 9 জন ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.