ETV Bharat / state

ফের নতুন করে ফাটল বউবাজারের একাধিক বাড়িতে - ইস্ট ওয়েস্ট মেট্রো

ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজ শুরু হতেই বউবাজারের চৈতন্য সেন লেনের একাধিক বাড়িতে নতুন করে ফাটল ধরা পড়ল ৷ তবে সঙ্গে সঙ্গেই মেরামতির উদ্যোগ নেওয়া হয়েছে রেল কর্তৃপক্ষের তরফে ৷ কিন্তু বিপদের আশঙ্কা থেকেই যাচ্ছে এলাকাবাসীর মনে ৷

p
ছবি
author img

By

Published : Feb 29, 2020, 9:53 AM IST

কলকাতা, 29 ফেব্রুয়ারি :ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজ শুরু হতেই আবারও নতুন করে ফাটল ধরা পড়ল বউবাজারের চৈতন্য সেন লেনের একাধিক বাড়িতে । দু'দিন আগেই মেট্রো রেলের কাজ শুরু হয়েছে ৷ এরপরই পরশু ভোর থেকে ফের নতুন করে ফাটল দেখা গেছে বউবাজারের চৈতন্য সেনের 10, 11 ও 13 নম্বর বাড়িতে । ঘটনার খবর পাওয়ার পরই বাড়িগুলিতে মেরামতির কাজ শুরু হয়েছে ৷ লোহার পিলার দিয়ে সাপোর্টের ব্যবস্থা করা হয়েছে বাড়িগুলিতে ।

10 নম্বর চৈতন্য সেন লেনের বাসিন্দা শোভন দত্ত । তিনি জানিয়েছেন পরশু সকালে তিনি লক্ষ্য করেন একতলার ঘরগুলির দেওয়ালে একাধিক জায়গায় ফাটল ধরা পড়েছে । শুধু দেওয়াল নয়, নতুন করে মেঝেতেও তৈরি হয়েছে ফাটল । এর আগে অগাস্ট মাসে মেট্রো রেলের কাজ করার সময় সামান্য চিড় ধরেছিল তাঁর বাড়ির দেওয়ালে । সেই সময় মেট্রো রেল কর্তৃপক্ষই শোভনবাবুকে জানিয়ছিলেন, বড়সড় ক্ষতির সম্ভবনা নেই , তাঁরা সম্পূর্ণ নিরাপদ । এর থেকে বড় কোনও ফাটল ধরবে না । কিন্তু ফের মেট্রো রেলের কাজ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই নতুন করে চিড় ধরেছে দেওয়ালে । পুরনো ফাটলগুলি আরও বড় আকার নিয়েছে ।

কলকাতা, 29 ফেব্রুয়ারি :ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজ শুরু হতেই আবারও নতুন করে ফাটল ধরা পড়ল বউবাজারের চৈতন্য সেন লেনের একাধিক বাড়িতে । দু'দিন আগেই মেট্রো রেলের কাজ শুরু হয়েছে ৷ এরপরই পরশু ভোর থেকে ফের নতুন করে ফাটল দেখা গেছে বউবাজারের চৈতন্য সেনের 10, 11 ও 13 নম্বর বাড়িতে । ঘটনার খবর পাওয়ার পরই বাড়িগুলিতে মেরামতির কাজ শুরু হয়েছে ৷ লোহার পিলার দিয়ে সাপোর্টের ব্যবস্থা করা হয়েছে বাড়িগুলিতে ।

10 নম্বর চৈতন্য সেন লেনের বাসিন্দা শোভন দত্ত । তিনি জানিয়েছেন পরশু সকালে তিনি লক্ষ্য করেন একতলার ঘরগুলির দেওয়ালে একাধিক জায়গায় ফাটল ধরা পড়েছে । শুধু দেওয়াল নয়, নতুন করে মেঝেতেও তৈরি হয়েছে ফাটল । এর আগে অগাস্ট মাসে মেট্রো রেলের কাজ করার সময় সামান্য চিড় ধরেছিল তাঁর বাড়ির দেওয়ালে । সেই সময় মেট্রো রেল কর্তৃপক্ষই শোভনবাবুকে জানিয়ছিলেন, বড়সড় ক্ষতির সম্ভবনা নেই , তাঁরা সম্পূর্ণ নিরাপদ । এর থেকে বড় কোনও ফাটল ধরবে না । কিন্তু ফের মেট্রো রেলের কাজ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই নতুন করে চিড় ধরেছে দেওয়ালে । পুরনো ফাটলগুলি আরও বড় আকার নিয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.