ETV Bharat / state

পৌর নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর দাবি জানিয়ে কমিশনের কাছে আবেদন বামফ্রন্টের - left front demand for central forces in the upcoming municipal elections

আসন্ন পৌরভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়োগের আবেদন জানালেন রাজ্য বামফ্রণ্ট নেতৃত্ব ৷ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কেন্দ্রীয় বাহিনী চেয়ে নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠালো রাজ্য বামফ্রন্ট নেতৃত্ব৷

biman_basu
বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু
author img

By

Published : Mar 11, 2020, 8:31 PM IST

কলকাতা, 11 মার্চ: পৌরসভা ও কর্পোরেশন নির্বাচন নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন আগেই ৷ এবারে কেন্দ্রীয় বাহিনী নিয়োগের আবেদন জানালেন রাজ্য বামফ্রন্ট নেতৃত্ব ৷ আসন্ন পৌর নির্বাচনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কেন্দ্রীয় বাহিনী চেয়ে নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠানো হল রাজ্য বামফ্রন্টের পক্ষ থেকে৷

বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এক লিখিত বিবৃতিতে জানিয়েছেন, ''নির্বাচনে বিভিন্ন বিষয়ের সঙ্গে নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গে বর্তমান সরকারের আমলে অনুষ্ঠিত সবধরনের নির্বাচনেই এই সমস্যাটি প্রকট ভাবে সামনে উঠে এসেছে ৷ মনোনয়নপত্র দাখিল করতে যাওয়া প্রার্থী, ব্যক্তি, নির্বাচনী এজেন্টদের নিরাপত্তা, ভোটের 48 ঘণ্টার সময়সীমা থেকে ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটার, পোলিং এজেন্ট, নির্বাচন কর্মী-সহ পোলিং পার্টির নিরাপত্তা এবং ভোট গণনা প্রক্রিয়ায় যুক্ত আধিকারিকসহ প্রার্থীর কাউন্টিং এজেন্টদের নিরাপত্তার সম্পূর্ণ দায়িত্ব রাজ্য নির্বাচন কমিশনের।''

বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু চিঠিতে অভিযোগ জানিয়েছেন, "2015 সালের পৌর এবং 2018 সালের পঞ্চায়েত নির্বাচনে শাসকদলের নেতা, মন্ত্রী, বিধায়ক জনপ্রতিনিধি ও কর্মীরা প্রশাসনের সহযোগিতায় সমগ্র নির্বাচনকে সম্পূর্ণভাবে প্রহসনে পরিণত করেছিল। সমস্ত ঘটনা সংবাদমাধ্যমে প্রকাশ পেয়েছিল।"

নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসন নির্বাচন পরিচালনায় কার্যকরী ভূমিকা পালন করেনি বলেও অভিযোগ করেছেন তিনি। কার্যত বেআইনি কাজের সহায়কের ভূমিকায় তাঁরা ছিল বলে লিখিত বিবৃতিতে মন্তব্য করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান। পূর্ব অভিজ্ঞতাকে মনে রেখে আসন্ন পৌর নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে পরিচালনা করতে কেন্দ্রীয় বাহিনী নিয়োগের দাবি জানানো হয়েছে।

কলকাতা, 11 মার্চ: পৌরসভা ও কর্পোরেশন নির্বাচন নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন আগেই ৷ এবারে কেন্দ্রীয় বাহিনী নিয়োগের আবেদন জানালেন রাজ্য বামফ্রন্ট নেতৃত্ব ৷ আসন্ন পৌর নির্বাচনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কেন্দ্রীয় বাহিনী চেয়ে নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠানো হল রাজ্য বামফ্রন্টের পক্ষ থেকে৷

বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এক লিখিত বিবৃতিতে জানিয়েছেন, ''নির্বাচনে বিভিন্ন বিষয়ের সঙ্গে নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গে বর্তমান সরকারের আমলে অনুষ্ঠিত সবধরনের নির্বাচনেই এই সমস্যাটি প্রকট ভাবে সামনে উঠে এসেছে ৷ মনোনয়নপত্র দাখিল করতে যাওয়া প্রার্থী, ব্যক্তি, নির্বাচনী এজেন্টদের নিরাপত্তা, ভোটের 48 ঘণ্টার সময়সীমা থেকে ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটার, পোলিং এজেন্ট, নির্বাচন কর্মী-সহ পোলিং পার্টির নিরাপত্তা এবং ভোট গণনা প্রক্রিয়ায় যুক্ত আধিকারিকসহ প্রার্থীর কাউন্টিং এজেন্টদের নিরাপত্তার সম্পূর্ণ দায়িত্ব রাজ্য নির্বাচন কমিশনের।''

বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু চিঠিতে অভিযোগ জানিয়েছেন, "2015 সালের পৌর এবং 2018 সালের পঞ্চায়েত নির্বাচনে শাসকদলের নেতা, মন্ত্রী, বিধায়ক জনপ্রতিনিধি ও কর্মীরা প্রশাসনের সহযোগিতায় সমগ্র নির্বাচনকে সম্পূর্ণভাবে প্রহসনে পরিণত করেছিল। সমস্ত ঘটনা সংবাদমাধ্যমে প্রকাশ পেয়েছিল।"

নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসন নির্বাচন পরিচালনায় কার্যকরী ভূমিকা পালন করেনি বলেও অভিযোগ করেছেন তিনি। কার্যত বেআইনি কাজের সহায়কের ভূমিকায় তাঁরা ছিল বলে লিখিত বিবৃতিতে মন্তব্য করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান। পূর্ব অভিজ্ঞতাকে মনে রেখে আসন্ন পৌর নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে পরিচালনা করতে কেন্দ্রীয় বাহিনী নিয়োগের দাবি জানানো হয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.