ETV Bharat / state

কুমোরটুলিতে তৈরি হচ্ছে দেশের সবথেকে বড় বুদ্ধ মূর্তি - কুমোরটুলি

বিশ্বের সবচেয়ে বড় দুর্গার পর দেশের সব থেকে বড় বুদ্ধ মূর্তি তৈরি হতে চলেছে কুমোরটুলিতে ৷

ছবি
ছবি
author img

By

Published : Aug 24, 2020, 10:28 PM IST

কলকাতা, 24 অগাস্ট : কলকাতার কুমোরটুলি হল রাজ্যের সবচেয়ে বড় প্রতিমা তৈরির স্থান ৷ একাধিক বড় বড় মৃৎ শিল্পীর হাতের ছোঁয়ায় এই জায়গা থেকেই বেরিয়েছে কত প্রতিমা ৷ এখানকার শিল্পীদের কাজের জন্য কুমারটুলির জনপ্রিয়তা আজ জগৎজোড়া ৷ সেই খ্যাতিতে আরও একবার পালক লাগতে চলেছে এখানে ৷ তৈরি হচ্ছে দেশের সবচেয়ে বড় বুদ্ধ মূর্তি ৷

কুমোরটুলির শিল্পী মিন্টু পাল একসময় তাক লাগিয়ে দিয়েছিলেন বিশ্বের সবথেকে বড় দুর্গা তৈরি করে ৷ সেই শিল্পী মিন্টু পাল এবার তৈরি করছেন দেশের সবথেকে বড় বুদ্ধ মূর্তি ৷ শয়ন অবস্থায় থাকবে মূর্তিটি ৷ এর দৈর্ঘ্য প্রায় 100 ফুট । মূর্তিটি যাবে বুদ্ধ গয়ায় ৷ ইন্টারন্যাশনাল ওয়েলফেয়ার মিশন শিল্পী মিন্টু পালকে এই 100 ফুটের বুদ্ধ মূর্তি তৈরি করার দায়ভার দেয়। কুমোরটুলির বিখ্যাত প্রতিমা শিল্পী মিন্টু পাল বেশ জনপ্রিয় তার কাজের জন্য । মিন্টু পালের কাজ দেখে খুশি হয়ে এই মূর্তি তৈরি করার দায়িত্বভার দেওয়া হয় ।

photo
এই মডেলের অনুকরণেই তৈরি হবে বুদ্ধ মূর্তিটি

যেহেতু কোরোনা ও লকডাউনের কারণে দীর্ঘদিন কাজ বন্ধ ছিল । তাই এখন দিনরাত এক করে কাজ করতে হচ্ছে । এক বছরের মধ্যেই এই কাজ সম্পন্ন করতে হবে । এই বিষয়ে শিল্পী মিন্টু পাল বলেন, "আগামী বুদ্ধ পূর্ণিমায় মূর্তিটি উদ্বোধন করা হবে । মূর্তিটি ভাগে ভাগে তৈরি করা হচ্ছে । যেহেতু এত বড় মূর্তি তৈরি করে নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করা সম্ভব নয় । তাই ছোটো ছোটো ভাগে বিভিন্ন অংশ নিয়ে যাওয়া হবে । তারপর সেই অংশগুলোর জোড়া লাগিয়ে এই মূর্তিটি তৈরি করা হবে । তারপর মূর্তিটিকে সোনালি রং করা হবে ।"

কুমোরটুলিতে তৈরি হচ্ছে দেশের সবচেয়ে বড় বুদ্ধ মূর্তি

এতদিন লকডাউনের কারণে বন্ধ ছিল কুমোরটুলির সমস্তরকমের কাজ ৷ কিন্তু আনলকে কাজ আরম্ভ হওয়ায় কুমারটুলির এই ছোটো স্টুডিয়োতে শুরু হয়েছে ব্যস্ততা ৷ তৈরি হচ্ছে দেশের সবচেয়ে বড় বুদ্ধ মূর্তি ৷ আরও একবার প্রশংসা কুড়াতে চলেছে বাংলার কুমারটুলি ৷

কলকাতা, 24 অগাস্ট : কলকাতার কুমোরটুলি হল রাজ্যের সবচেয়ে বড় প্রতিমা তৈরির স্থান ৷ একাধিক বড় বড় মৃৎ শিল্পীর হাতের ছোঁয়ায় এই জায়গা থেকেই বেরিয়েছে কত প্রতিমা ৷ এখানকার শিল্পীদের কাজের জন্য কুমারটুলির জনপ্রিয়তা আজ জগৎজোড়া ৷ সেই খ্যাতিতে আরও একবার পালক লাগতে চলেছে এখানে ৷ তৈরি হচ্ছে দেশের সবচেয়ে বড় বুদ্ধ মূর্তি ৷

কুমোরটুলির শিল্পী মিন্টু পাল একসময় তাক লাগিয়ে দিয়েছিলেন বিশ্বের সবথেকে বড় দুর্গা তৈরি করে ৷ সেই শিল্পী মিন্টু পাল এবার তৈরি করছেন দেশের সবথেকে বড় বুদ্ধ মূর্তি ৷ শয়ন অবস্থায় থাকবে মূর্তিটি ৷ এর দৈর্ঘ্য প্রায় 100 ফুট । মূর্তিটি যাবে বুদ্ধ গয়ায় ৷ ইন্টারন্যাশনাল ওয়েলফেয়ার মিশন শিল্পী মিন্টু পালকে এই 100 ফুটের বুদ্ধ মূর্তি তৈরি করার দায়ভার দেয়। কুমোরটুলির বিখ্যাত প্রতিমা শিল্পী মিন্টু পাল বেশ জনপ্রিয় তার কাজের জন্য । মিন্টু পালের কাজ দেখে খুশি হয়ে এই মূর্তি তৈরি করার দায়িত্বভার দেওয়া হয় ।

photo
এই মডেলের অনুকরণেই তৈরি হবে বুদ্ধ মূর্তিটি

যেহেতু কোরোনা ও লকডাউনের কারণে দীর্ঘদিন কাজ বন্ধ ছিল । তাই এখন দিনরাত এক করে কাজ করতে হচ্ছে । এক বছরের মধ্যেই এই কাজ সম্পন্ন করতে হবে । এই বিষয়ে শিল্পী মিন্টু পাল বলেন, "আগামী বুদ্ধ পূর্ণিমায় মূর্তিটি উদ্বোধন করা হবে । মূর্তিটি ভাগে ভাগে তৈরি করা হচ্ছে । যেহেতু এত বড় মূর্তি তৈরি করে নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করা সম্ভব নয় । তাই ছোটো ছোটো ভাগে বিভিন্ন অংশ নিয়ে যাওয়া হবে । তারপর সেই অংশগুলোর জোড়া লাগিয়ে এই মূর্তিটি তৈরি করা হবে । তারপর মূর্তিটিকে সোনালি রং করা হবে ।"

কুমোরটুলিতে তৈরি হচ্ছে দেশের সবচেয়ে বড় বুদ্ধ মূর্তি

এতদিন লকডাউনের কারণে বন্ধ ছিল কুমোরটুলির সমস্তরকমের কাজ ৷ কিন্তু আনলকে কাজ আরম্ভ হওয়ায় কুমারটুলির এই ছোটো স্টুডিয়োতে শুরু হয়েছে ব্যস্ততা ৷ তৈরি হচ্ছে দেশের সবচেয়ে বড় বুদ্ধ মূর্তি ৷ আরও একবার প্রশংসা কুড়াতে চলেছে বাংলার কুমারটুলি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.