ETV Bharat / state

উচ্চমাধ্যমিকের ফলাফল কবে ? - june

পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানাচ্ছে, 2 জুনের মধ্যে ফলাফল প্রকাশ করার চেষ্টা করছেন তাঁরা । গতকালই মাধ্যমিকের ফল প্রকাশের তারিখ ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ ।

পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ
author img

By

Published : May 10, 2019, 5:04 AM IST

কলকাতা,10 মে : গতকালই মাধ্যমিকের ফল প্রকাশের তারিখ ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ । আগামী 21 মে প্রকাশিত হবে মাধ্যমিকের ফলাফল । এই মাসেই প্রকাশিত হয়ে গেছে CBSE ক্লাস টেন, টুয়েলভ, ICSE ও ISC-এর ফলাফল । বাকি রয়েছে শুধু উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ । কবে প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের ফলাফল? পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানাচ্ছে, 2 জুনের মধ্যে ফলাফল প্রকাশ করার চেষ্টা করছেন তাঁরা ।

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের স্পেশাল অফিসার তাপস মুখোপাধ্যায় বলেন, "মাধ্যমিক তো 88 দিনে বের করল । আমাদের তো 88 দিন হচ্ছে 11 জুন । তবে, 2 জুনের মধ্যে আমরা চেষ্টা করছি ।"

উল্লেখ্য, এই বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল 26 ফেব্রুয়ারি । শেষ হয় 13 মার্চ । মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 8,16,243 । ছাত্রদের তুলনায় ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা ছিল 63,413 জন বেশি ।

কলকাতা,10 মে : গতকালই মাধ্যমিকের ফল প্রকাশের তারিখ ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ । আগামী 21 মে প্রকাশিত হবে মাধ্যমিকের ফলাফল । এই মাসেই প্রকাশিত হয়ে গেছে CBSE ক্লাস টেন, টুয়েলভ, ICSE ও ISC-এর ফলাফল । বাকি রয়েছে শুধু উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ । কবে প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের ফলাফল? পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানাচ্ছে, 2 জুনের মধ্যে ফলাফল প্রকাশ করার চেষ্টা করছেন তাঁরা ।

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের স্পেশাল অফিসার তাপস মুখোপাধ্যায় বলেন, "মাধ্যমিক তো 88 দিনে বের করল । আমাদের তো 88 দিন হচ্ছে 11 জুন । তবে, 2 জুনের মধ্যে আমরা চেষ্টা করছি ।"

উল্লেখ্য, এই বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল 26 ফেব্রুয়ারি । শেষ হয় 13 মার্চ । মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 8,16,243 । ছাত্রদের তুলনায় ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা ছিল 63,413 জন বেশি ।

Intro:কলকাতা, ৯ মে: গতকালই মাধ্যমিকের ফল প্রকাশের তারিখ ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। আগামী ২১ মে প্রকাশিত হবে মাধ্যমিকের ফলাফল। এই মাসেই প্রকাশিত হয়ে গেছে CBSE ক্লাস টেন, টুয়েলভ, ICSE ও ISC-এর ফলাফল। বাকি রয়েছে শুধু উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ। কবে প্রকাশ হবে উচ্চমাধ্যমিকের ফলাফল? পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানাচ্ছে, ২ জুনের মধ্যে ফলাফল প্রকাশ করার চেষ্টা করছেন তাঁরা।

Body:মাধ্যমিক ফল প্রকাশের তারিখ জানিয়ে দিয়েছে। কবে প্রকাশ করা হবে উচ্চমাধ্যমিকের ফল? উত্তরে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের স্পেশাল অফিসার তাপস মুখোপাধ্যায় বলেন, "মাধ্যমিক তো ৮৮ দিনে বের করল। আমাদের তো ৮৮ দিন হচ্ছে ১১ জুন। ২ জুনের মধ্যে আমরা চেষ্টা করছি।"

এই বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২৬ ফেব্রুয়ারি। শেষ হয়েছিল ১৩ মার্চ। এই বছর উচ্চমাধ্যমিকে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮,১৬,২৪৩ ৷ ছাত্রদের তুলনায় ছাত্রী পরীক্ষার্থী ৬৩,৪১৩ জন বেশি ছিল৷
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.