ETV Bharat / state

188-year-old Burtolla PS: উত্তর কলকাতার ইতিহাসের দলিল 188 বছরের পুরনো বড়তলা থানা

author img

By

Published : May 17, 2023, 6:36 PM IST

Updated : May 17, 2023, 8:41 PM IST

188 বছরের পুরনো বড়তলা থানার পরতে পরতে লেখা রয়েছে উত্তর কলকাতার ইতিহাস ৷ 1800 সালের নর্তকীর ছবি থেকে শুরু করে জেব্রা গাড়ি- সবই ধরা রয়েছে সেই সংগ্রহশালায় ৷

1800 সালের নর্তকীর ছবি থেকে শুরু করে জেব্রা গাড়ি
188-year-old Burtolla PS
1800 সালের নর্তকীর ছবি থেকে শুরু করে জেব্রা গাড়ি সবই ধরা রয়েছে এই থানায়

কলকাতা, 17 মে: প্রাচীন শহরগুলির মধ্যে অন্যতম কলকাতা । আর মহানগরীর অন্যতম আকর্ষণ উত্তর কলকাতার অলিগলি । উত্তর কলকাতার প্রতিটি ইতিহাস সম্পর্কে জানতে হলে আপনাকে অবশ্যই যেতে হবে বড়তলা থানায় ।

উত্তর কলকাতার নানা অজানা ইতিহাসকে থানার মধ্যে তুলে ধরে এক সুন্দর নিদর্শন তৈরি করেছেন উত্তর কলকাতার বড়তলা থানার বড়বাবু দেবাশিস দত্ত । এই কারণে লালবাজারের ভূয়সী প্রশংসাও পেয়েছেন এই থানার আধিকারিকরা । আগে থানায় শুধুমাত্র অভিযোগ নিয়ে আসতেন সাধারণ মানুষ । কিন্তু এখন পুরনো কলকাতাকে নতুন করে জানতে উৎসুক মানুষেরা আচমকাই চলে আসেন বড়তলা থানায় । অনেকের কথায়, এটি থানা নয় বরং একটি মিউজিয়াম বা ইতিহাসের সংগ্রহশালা । যা ভবিষ্যতে ইতিহাস গবেষক এবং উত্তর কলকাতা নিয়ে যাঁরা গবেষণা করছেন, তাঁদের কাজে আসবে ।

1800 সালে উত্তর কলকাতার অলিতে গলিতে বিভিন্ন নর্তকীরা ভিড় জমাতেন । সন্ধ্যা নামলেই বিভিন্ন রাজবাড়িতে বসতো বাইজি নাচের আসর । সেই সময়ের অন্যতম সেরা নর্তকী ছিলেন নিখি । তিনি ভারতীয় নন ৷ ইউরোপ থেকে 1800 সালে এই বাংলায় পা রেখেছিলেন তিনি । ইতিহাসে আছে যে, 1800 শতাব্দীতে নিখি নামক এই নর্তকের একটি সন্ধের চার্জ ছিল এক হাজার টাকা । থানার দেওয়ালে ওই নর্তকীর সুন্দর একটি চিত্র-সহ তাঁর ইতিহাস লেখা রয়েছে ।

তাছাড়াও 18 ও 19 শতকের মাঝামাঝি সময়ে কলকাতার রাস্তায় ঘোড়ার অভাবে দেখা যেত জেব্রায় টানা গাড়ি অর্থাৎ জেব্রা গাড়ি । তারও খুব সুন্দর উল্লেখ রয়েছে থানার দেওয়ালে ।

উত্তর কলকাতায় বর্তমানে যেখানে বড়তলা থানা অবস্থিত, তার কিছুটা দূরেই 18 শতকে ছিল একটি বটগাছ । সেই বটগাছের তলাতে চড়ক উৎসবের সময় হত চড়ক মেলা । সংশ্লিষ্ট চড়ক মেলায় দূর-দূরান্ত থেকে প্রচুর মানুষ ভিড় জমাতেন । বর্তমানে সেই জায়গাতেই রয়েছে বড়তলা থানা ।

1800 শতকে ব্রিটিশ সাম্রাজ্য গড়ে উঠেছিল কলকাতায় । বর্তমানে বড়তলা থানা যেখানে অবস্থিত, ঠিক সেই থানারই ছাদে ব্রিটিশ সৈন্যবাহিনী গড়ে তুলেছিল দুটি ওয়াচ টাওয়ার । সেই ওয়াচ টাওয়ারের চারপাশে ছিল লাল রঙের দেওয়াল । মূলত বাইরে থেকে শত্রুপক্ষ যাতে সেখানে ঢুকতে সাহস না পায় তারই বন্দোবস্ত করেছিল ব্রিটিশ সরকার । বর্তমানে সেখানেই দাঁড়িয়ে রয়েছে বড়তলা থানা । এখনও থানার ছাদে রয়েছে সেই দুটি ওয়াচ টাওয়ার । বর্তমানে বড়তলা থানার যেটি কনফারেন্স হল, সেই হলের নাম দেওয়া হয়েছে সুতানুটি । এককথায় 188 বছরের পুরনো বড়তলা থানা যেন ইতিহাসের দলিল ৷

আরও পড়ুন: সার্ধশতবর্ষ পূর্তির দোরগোড়ায় কলকাতার ট্রাম, লক্ষ্মণরেখায় বন্দি পথেই শহরে চলমান ইতিহাস

1800 সালের নর্তকীর ছবি থেকে শুরু করে জেব্রা গাড়ি সবই ধরা রয়েছে এই থানায়

কলকাতা, 17 মে: প্রাচীন শহরগুলির মধ্যে অন্যতম কলকাতা । আর মহানগরীর অন্যতম আকর্ষণ উত্তর কলকাতার অলিগলি । উত্তর কলকাতার প্রতিটি ইতিহাস সম্পর্কে জানতে হলে আপনাকে অবশ্যই যেতে হবে বড়তলা থানায় ।

উত্তর কলকাতার নানা অজানা ইতিহাসকে থানার মধ্যে তুলে ধরে এক সুন্দর নিদর্শন তৈরি করেছেন উত্তর কলকাতার বড়তলা থানার বড়বাবু দেবাশিস দত্ত । এই কারণে লালবাজারের ভূয়সী প্রশংসাও পেয়েছেন এই থানার আধিকারিকরা । আগে থানায় শুধুমাত্র অভিযোগ নিয়ে আসতেন সাধারণ মানুষ । কিন্তু এখন পুরনো কলকাতাকে নতুন করে জানতে উৎসুক মানুষেরা আচমকাই চলে আসেন বড়তলা থানায় । অনেকের কথায়, এটি থানা নয় বরং একটি মিউজিয়াম বা ইতিহাসের সংগ্রহশালা । যা ভবিষ্যতে ইতিহাস গবেষক এবং উত্তর কলকাতা নিয়ে যাঁরা গবেষণা করছেন, তাঁদের কাজে আসবে ।

1800 সালে উত্তর কলকাতার অলিতে গলিতে বিভিন্ন নর্তকীরা ভিড় জমাতেন । সন্ধ্যা নামলেই বিভিন্ন রাজবাড়িতে বসতো বাইজি নাচের আসর । সেই সময়ের অন্যতম সেরা নর্তকী ছিলেন নিখি । তিনি ভারতীয় নন ৷ ইউরোপ থেকে 1800 সালে এই বাংলায় পা রেখেছিলেন তিনি । ইতিহাসে আছে যে, 1800 শতাব্দীতে নিখি নামক এই নর্তকের একটি সন্ধের চার্জ ছিল এক হাজার টাকা । থানার দেওয়ালে ওই নর্তকীর সুন্দর একটি চিত্র-সহ তাঁর ইতিহাস লেখা রয়েছে ।

তাছাড়াও 18 ও 19 শতকের মাঝামাঝি সময়ে কলকাতার রাস্তায় ঘোড়ার অভাবে দেখা যেত জেব্রায় টানা গাড়ি অর্থাৎ জেব্রা গাড়ি । তারও খুব সুন্দর উল্লেখ রয়েছে থানার দেওয়ালে ।

উত্তর কলকাতায় বর্তমানে যেখানে বড়তলা থানা অবস্থিত, তার কিছুটা দূরেই 18 শতকে ছিল একটি বটগাছ । সেই বটগাছের তলাতে চড়ক উৎসবের সময় হত চড়ক মেলা । সংশ্লিষ্ট চড়ক মেলায় দূর-দূরান্ত থেকে প্রচুর মানুষ ভিড় জমাতেন । বর্তমানে সেই জায়গাতেই রয়েছে বড়তলা থানা ।

1800 শতকে ব্রিটিশ সাম্রাজ্য গড়ে উঠেছিল কলকাতায় । বর্তমানে বড়তলা থানা যেখানে অবস্থিত, ঠিক সেই থানারই ছাদে ব্রিটিশ সৈন্যবাহিনী গড়ে তুলেছিল দুটি ওয়াচ টাওয়ার । সেই ওয়াচ টাওয়ারের চারপাশে ছিল লাল রঙের দেওয়াল । মূলত বাইরে থেকে শত্রুপক্ষ যাতে সেখানে ঢুকতে সাহস না পায় তারই বন্দোবস্ত করেছিল ব্রিটিশ সরকার । বর্তমানে সেখানেই দাঁড়িয়ে রয়েছে বড়তলা থানা । এখনও থানার ছাদে রয়েছে সেই দুটি ওয়াচ টাওয়ার । বর্তমানে বড়তলা থানার যেটি কনফারেন্স হল, সেই হলের নাম দেওয়া হয়েছে সুতানুটি । এককথায় 188 বছরের পুরনো বড়তলা থানা যেন ইতিহাসের দলিল ৷

আরও পড়ুন: সার্ধশতবর্ষ পূর্তির দোরগোড়ায় কলকাতার ট্রাম, লক্ষ্মণরেখায় বন্দি পথেই শহরে চলমান ইতিহাস

Last Updated : May 17, 2023, 8:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.