ETV Bharat / state

কোরোনা নিয়ন্ত্রণে মদের দোকান বন্ধের দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি সরকারি চিকিৎসক-সংগঠনের

author img

By

Published : May 5, 2020, 9:18 PM IST

মদ্য পান কোরোনা ভাইরাস দমনের ক্ষেত্রে প্রতিবন্ধক পরিবেশ তৈরি করবে ৷ এমনটাই মনে করছে সরকারি চিকিৎসকদের একটি সংগঠন ৷ তাই অবিলম্বেই মদের দোকানগুলি বন্ধ করা হোক ৷ এই দাবি জানিয়ে সরকারি চিকিৎসকদের এই সংগঠনের তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে ।

Kolkata
কলকাতা

কলকাতা , 5 মে : লকডাউনের মধ্যে মদের দোকান খোলা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক । এবার রাজ্যে সরকারি চিকিৎসকদের একটি সংগঠন দাবি করল , কোরোনা নিয়ন্ত্রণের জন্য রাজ্য সরকারকে মদের দোকান পুনরায় বন্ধ করার নির্দেশ দিতে হবে । আজ এই দাবি জানিয়ে সরকারি চিকিৎসকদের এই সংগঠনের তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে ।

দেশজুড়ে কোরোনা ভাইরাসে আক্রান্ত-মৃত্যুর সংখ্যা বেড়ে চলেছে । এখন প্রতিদিন রেকর্ড সংখ্যক কোরোনা আক্রান্ত-মৃত্যুর খোঁজ পাওয়া যাচ্ছে । এই অবস্থায় লকডাউনের মধ্যে মদের দোকান খোলার নির্দেশ দিয়েছে সরকার । এদিকে, মদের দোকান খোলা নিয়ে বিভিন্ন স্থানে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হচ্ছে । বিতর্ক দেখা দিয়েছে বিভিন্ন মহলে । অনেকেই দাবি করছেন , যাঁরা মদ কিনতে পারছেন , তাঁদের জন্য যেন সরকারি ত্রাণের ব্যবস্থা না করা হয় ৷ অনেকে দাবি করছেন, বন্ধ করে দেওয়া হোক মদের দোকান । এই পরিস্থিতিতে চিকিৎসকদের বিভিন্ন অংশ আতঙ্কিত, উদ্বিগ্ন।

এ রাজ্যের সরকারি চিকিৎসকদের একটি সংগঠন সার্ভিস ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক, চিকিৎসক সজল বিশ্বাস বলেন , "আমরা অত্যন্ত দুঃখিত যে গোটা দেশের সঙ্গে রাজ্যজুড়ে যখন কোরোনা পরিস্থিতি আরও জটিল হচ্ছে , তখন লকডাউন চলা সত্ত্বেও মদের দোকান খোলার অনুমতি দিল সরকার । এর বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য কোনও ভাষাই যথেষ্ট নয় । "

তিনি আরও বলেন , "কোরোনা ভাইরাসের কারণে পৃথিবীজুড়ে লাখ লাখ মানুষ মারা যাচ্ছেন । এই পরিস্থিতিতে দেশের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ ৷ ফলে ইতিমধ্যেই কোটি কোটি মানুষ বেকার হয়ে পড়ছেন ৷ অসংখ্য মানুষ বিনা চিকিৎসায় ও অনাহারে মারা যাচ্ছেন । এই রকম সময়ে সরকার মদের দোকান খুলে দিয়ে মানুষের এই ভোগান্তিকে বাড়িয়ে তুলতে সাহায্য করছে । আমরা এর তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মদের দোকান বন্ধ করার নির্দেশ দেওয়ার কথা জানিয়ে আজ আমরা মুখ্যমন্ত্রীকে একটি চিঠি পাঠিয়েছি ।"

কেন মদের দোকান বন্ধ রাখার কথা বলছেন সরকারি এই চিকিৎসকরা ? সার্ভিস ডক্টরস ফোরামের তরফে জানানো হয়েছে , মদের দোকান খোলায় ইতিমধ্যেই সংলগ্ন এলাকায় চূড়ান্ত বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে । যার ফলে সামাজিক দূরত্ব লঙ্ঘিত হচ্ছে । এর জন্য কোরোনার সংক্রমণ আরও ছড়িয়ে পড়ার সম্ভাবনা প্রকট হচ্ছে । এছাড়া , মদ্যপানের ফলে নানা অসামাজিক কাজ বেড়ে যায় বলে দাবি চিকিৎসকদের এই সংগঠনের ৷ এটা কোরোনা সংক্রমণ দমনের পরিবেশকে নষ্ট করবে । মদ্যপানের ফলে বিভিন্ন রোগ-ব্যাধি বেড়ে যায় ৷ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় ৷ এর ফলে কোরানায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায় । কোরোনা ভাইরাস দমনের ক্ষেত্রে এটা প্রতিবন্ধক পরিবেশ তৈরি করবে ।

কলকাতা , 5 মে : লকডাউনের মধ্যে মদের দোকান খোলা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক । এবার রাজ্যে সরকারি চিকিৎসকদের একটি সংগঠন দাবি করল , কোরোনা নিয়ন্ত্রণের জন্য রাজ্য সরকারকে মদের দোকান পুনরায় বন্ধ করার নির্দেশ দিতে হবে । আজ এই দাবি জানিয়ে সরকারি চিকিৎসকদের এই সংগঠনের তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে ।

দেশজুড়ে কোরোনা ভাইরাসে আক্রান্ত-মৃত্যুর সংখ্যা বেড়ে চলেছে । এখন প্রতিদিন রেকর্ড সংখ্যক কোরোনা আক্রান্ত-মৃত্যুর খোঁজ পাওয়া যাচ্ছে । এই অবস্থায় লকডাউনের মধ্যে মদের দোকান খোলার নির্দেশ দিয়েছে সরকার । এদিকে, মদের দোকান খোলা নিয়ে বিভিন্ন স্থানে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হচ্ছে । বিতর্ক দেখা দিয়েছে বিভিন্ন মহলে । অনেকেই দাবি করছেন , যাঁরা মদ কিনতে পারছেন , তাঁদের জন্য যেন সরকারি ত্রাণের ব্যবস্থা না করা হয় ৷ অনেকে দাবি করছেন, বন্ধ করে দেওয়া হোক মদের দোকান । এই পরিস্থিতিতে চিকিৎসকদের বিভিন্ন অংশ আতঙ্কিত, উদ্বিগ্ন।

এ রাজ্যের সরকারি চিকিৎসকদের একটি সংগঠন সার্ভিস ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক, চিকিৎসক সজল বিশ্বাস বলেন , "আমরা অত্যন্ত দুঃখিত যে গোটা দেশের সঙ্গে রাজ্যজুড়ে যখন কোরোনা পরিস্থিতি আরও জটিল হচ্ছে , তখন লকডাউন চলা সত্ত্বেও মদের দোকান খোলার অনুমতি দিল সরকার । এর বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য কোনও ভাষাই যথেষ্ট নয় । "

তিনি আরও বলেন , "কোরোনা ভাইরাসের কারণে পৃথিবীজুড়ে লাখ লাখ মানুষ মারা যাচ্ছেন । এই পরিস্থিতিতে দেশের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ ৷ ফলে ইতিমধ্যেই কোটি কোটি মানুষ বেকার হয়ে পড়ছেন ৷ অসংখ্য মানুষ বিনা চিকিৎসায় ও অনাহারে মারা যাচ্ছেন । এই রকম সময়ে সরকার মদের দোকান খুলে দিয়ে মানুষের এই ভোগান্তিকে বাড়িয়ে তুলতে সাহায্য করছে । আমরা এর তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মদের দোকান বন্ধ করার নির্দেশ দেওয়ার কথা জানিয়ে আজ আমরা মুখ্যমন্ত্রীকে একটি চিঠি পাঠিয়েছি ।"

কেন মদের দোকান বন্ধ রাখার কথা বলছেন সরকারি এই চিকিৎসকরা ? সার্ভিস ডক্টরস ফোরামের তরফে জানানো হয়েছে , মদের দোকান খোলায় ইতিমধ্যেই সংলগ্ন এলাকায় চূড়ান্ত বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে । যার ফলে সামাজিক দূরত্ব লঙ্ঘিত হচ্ছে । এর জন্য কোরোনার সংক্রমণ আরও ছড়িয়ে পড়ার সম্ভাবনা প্রকট হচ্ছে । এছাড়া , মদ্যপানের ফলে নানা অসামাজিক কাজ বেড়ে যায় বলে দাবি চিকিৎসকদের এই সংগঠনের ৷ এটা কোরোনা সংক্রমণ দমনের পরিবেশকে নষ্ট করবে । মদ্যপানের ফলে বিভিন্ন রোগ-ব্যাধি বেড়ে যায় ৷ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় ৷ এর ফলে কোরানায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায় । কোরোনা ভাইরাস দমনের ক্ষেত্রে এটা প্রতিবন্ধক পরিবেশ তৈরি করবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.