কলকাতা, 16 মে: 3 বছরে ডিপ্লোমা কোর্সে চিকিৎসক তৈরির ভাবনায় প্রথম বৈঠক থেকে উঠে এল না কোনও সদুত্তর ৷ তবে, সূত্রের খবর স্বাস্থ্য ভবনের তৈরি বিশেষজ্ঞ কমিটি 3 বছরে ডিপ্লোমার মাধ্যমে চিকিৎসক তৈরি সম্ভব নয় বলেই মনে করছে ৷ সোমবার স্বাস্থ্য ভবনে একটি বৈঠক হয়েছিল মুখ্যমন্ত্রীর দেওয়া ডিপ্লোমা কোর্সরে প্রস্তাবের উপর ৷
সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের বৈঠকে একটি প্রস্তাব দিয়েছিলেন স্বাস্থ্যসচিবকে ৷ সেই প্রস্তাবে তিনি বলেছিলেন, পাঁচ বছরের বদলে 3 বছরে ডিপ্লোমা কোর্সে চিকিৎসক তৈরি করা যেতে পারে ৷ দ্বিতীয়ত, মাত্র 15 দিনের ট্রেনিংয়ে নার্স তৈরি করার প্রস্তাবও দেন মমতা ৷ আর সিনিয়র নার্সদের সেমি-চিকিৎসকের তকমা দেওয়ার কথা বলেন তিনি ৷ তবে, মুখ্যমন্ত্রীর এই প্রস্তাব আদতে বাস্তবায়িত করা কি সম্ভব ? এই প্রশ্ন যেমন ছিল, তেমনি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভাবনার সমালোচনাও করে বিরোধীরা ৷
তবে, স্বাস্থ্য ভবনের তরফে এই প্রস্তাবের উপর আলোকপাত করতে 14 জনের বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছিল ৷ সেই কমিটি তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন 1 মাস পরে ৷ সোমবার সেই কমিটির প্রথম বৈঠক হয় স্বাস্থ্য ভবনে ৷ সূত্রের খবর, বৈঠকে কমিটির সংখ্যাগরিষ্ঠ সদস্য প্রস্তাবের সঙ্গে সহমত নন ৷ কখনই তা বাস্তবায়িত করা সম্ভব নয় বলেই মনে করা হচ্ছে ৷
কমিটিক সদস্যরা মনে করছেন ডিপ্লোমা কোর্সের মাধ্যমে চিকিৎসকের ডিগ্রি দেওয়া যাবে না ৷ চিকিৎসা ব্যবস্থা বা চিকিৎসকদের সহায়ক তৈরি করা যেতে পারে ৷ তবে, কোনও ভাবেই সেই সহায়করা যাতে ক্যাডারে রূপান্তরিত না হয়, তাও দেখতে হবে ৷ সহায়ক যাতে নিজেদের চিকিৎসক না ভাবতে শুরু করেন, তা নিশ্চিত করতে হবে ৷ কিন্তু, এখনও এ নিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি ৷ পরবর্তী বৈঠকগুলির পর, সবশেষে কী হয় তা দেখার বিষয় !
আরও পড়ুন: মাঝরাতে মমতার কেন্দ্র-বিরোধী পোস্ট ! কংগ্রেসের কর্ণাটক জয়ের ফল ?
অন্যদিকে মুখ্যমন্ত্রীর এই প্রস্তাবের বিরোধীতা করে রাস্তায় নেমেছে বহু চিকিৎসক ও ছাত্র সংগঠন ৷ এমনকী গতকাল একদিকে যখন বৈঠক চলছিল স্বাস্থ্য ভবনে, তখনই স্বাস্থ্য ভবনে মিছিল করে এগোচ্ছিল ছাত্র সংগঠন ডিএসও ৷ সল্টলেকের বেনফিস থেকে মিছিল করে স্বাস্থ্য ভবনের দিকে এগোচ্ছিল সেই মিছিল ৷ কিন্তু, নির্দিষ্ট গন্তব্যে পৌঁছনোর আগেই মিছিল আটকে দেয় পুলিশ ৷
বাধা দিতেই পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেঁধে যায় ডিএসও কর্মী-সমর্থকদের ৷ কয়েকজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় ৷ মুখ্যমন্ত্রীর প্রস্তাবের বিরুদ্ধে ডেপুটেশন দিতে কয়েকজন ডিএসও কর্মী স্বাস্থ্য ভবনেও যান ৷ পরে ডিএসও-ও তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়, ‘‘3 বছরের ডিপ্লোমা কোর্সের মাধ্যমে চিকিৎসক নিয়োগের যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছে, তা ‘অবৈজ্ঞানিক, অনৈতিক ও বিভেদমূলক’ ৷’’ তাদের অভিযোগ এতে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়বে ৷