কলকাতা , 16 মে : কোরোনা আবহে প্রায় তিন মাস ধরে রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ । লকডাউনের এই সময়ে মেয়াদ শেষ হয়ে গেছে রাজ্যের বহু সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজের পরিচালন সমিতির । সেই সব কলেজের পরিচালন সমিতির মেয়াদ বাড়াল উচ্চশিক্ষা দপ্তর । গতকালই এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে দপ্তরের তরফে ।
কলেজের নিয়মিত কাজ পরিচালনা করে থাকে কলেজের পরিচালন সমিতি । মেয়াদ থাকে চার বছর । সেখানে, উচ্চশিক্ষা দপ্তরের, কলেজ শিক্ষক ও অশিক্ষক কর্মচারী এবং ছাত্র সংসদের প্রতিনিধিরা থাকেন । মেয়াদ শেষ হওয়ার পর নতুন পরিচালন সমিতি গঠন করা হয় । বর্তমানে লকডাউন চলাকালীন সময় কোনও কোনও কলেজের পরিচালন সমিতির মেয়াদ শেষ হয়ে গিয়েছে। কিন্তু, এই পরিস্থিতিতে নতুন পরিচালন সমিতি গঠন না করে কলেজের নিয়মিত কাজে যাতে ব্যাঘাত না ঘটে , সেই উদ্দেশে পরিচালন সমিতির মেয়াদ বাড়াল উচ্চশিক্ষা দপ্তর । বিজ্ঞপ্তি অনুযায়ী, যে সব কলেজের পরিচালন সমিতির মেয়াদ লকডাউন চলাকালীন সময়ে শেষ হয়ে গেছে বা শেষ হতে চলেছে সেইসব কলেজের পরিচালন সমিতির মেয়াদ শেষ হওয়ার দিন থেকে এক বছরের জন্য বাড়ানো হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ।
এছাড়া , রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজের যে সকল শিক্ষক বদলি হওয়ার পর লকডাউনের কারণে নতুন কলেজে গিয়ে কাজে যোগ দিতে পারেননি , তাঁদের কাজে যোগদানের সময়সীমাও বাড়িয়েছে উচ্চশিক্ষা দপ্তর । এই মর্মে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী , কলেজের যে সকল শিক্ষক-কর্মচারী বদলি হয়েছেন , কিন্তু বদলি হওয়া কলেজে 23 মার্চের আগে যোগ দিতে পারেননি , তাঁদের কাজে যোগ দেওয়ার সময়সীমা একমাস বাড়ানো হয়েছে । রাজ্যে লকডাউন ওঠার দিন থেকে এক মাস সময়ের মধ্যে নতুন কলেজে কাজে যোগ দিতে হবে বদলি হওয়া শিক্ষক-কর্মচারীদের ।