ETV Bharat / state

রোগীকে ভরতি না নেওয়ার অভিযোগ এসএসকেএম হাসপাতালের বিরুদ্ধে - হাসপাতাল কর্তৃপক্ষ

অভিযোগ, গতকাল ওই রোগীকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয় ৷ কিন্তু বেড না থাকার কথা বলে তাঁকে ভরতি নেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ ।

sskm
sskm
author img

By

Published : Jan 27, 2021, 1:47 PM IST

কলকাতা, 27 জানুয়ারি : বেড নেই বলে পথ দুর্ঘটনায় আহত ব্যক্তিকে ভরতি না নেওয়ার অভিযোগ উঠল এসএসকেএম হাসপাতালের বিরুদ্ধে। কলকাতার আরও দুটি হাসপাতালেও ওই আহত ব্যক্তিকে ভরতি নেওয়া হয়নি বলে অভিযোগ । অবশেষে, রাতভর হাসপাতাল চত্বরে কাটানোর পরে আজ সকালে এসএসকেএম হাসপাতালে ভরতি করা হয় তাঁকে । আহত ব্যক্তির নাম রতনচন্দ্র শীল ৷ শিলিগুড়ির বাসিন্দা।

জানা গিয়েছে, গত 22 জানুয়ারি পথদুর্ঘটনায় গুরুতর জখম হন তিনি। এর পরই তাঁকে নিয়ে যাওয়া হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে । তবে, যথাযথ চিকিৎসার প্রয়োজনে তাঁকে রেফার করা হয় এসএসকেএম হাসপাতালে। অভিযোগ, গতকাল তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয় ৷ কিন্তু বেড না থাকার কথা বলে তাঁকে ভরতি নেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ । সেখান থেকে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় রতনবাবুকে । তবে ওই দুই হাসপাতালেও রোগীকে ভরতি না নেওয়ার অভিযোগ উঠেছে । পরিজনরা এর পরে রোগীকে নিয়ে ফিরে আসে এসএসকেএম হাসপাতালে। ঠান্ডার মধ্যেই গতকাল এসএসকেএম হাসপাতাল চত্বরে রাত কাটান রতনবাবু ও তাঁর পরিজনেরা ।

আরও পড়ুন :চিকিৎসায় অবহেলায় রোগীমৃত্যুর অভিযোগ SSKM-এ

অবশেষে বুধবার সকালে তাঁকে ভরতি নেওয়া হয়েছে এসএসকেএম হাসপাতালে । এই অভিযোগের বিষয়ে এসএসকেএম হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল (এমএসভিপি) রঘুনাথ মিশ্রর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, "সব সময় আমাদের এখানে বেড ফাঁকা থাকে না। প্রতিদিন আটশোর উপর রোগী আসেন ইমারজেন্সিতে।" তবে, পাশাপাশি তিনি জানিয়েছেন, ওই রোগীকে ভরতি নেওয়া হয়েছে। তাঁর চিকিৎসা চলছে।

কলকাতা, 27 জানুয়ারি : বেড নেই বলে পথ দুর্ঘটনায় আহত ব্যক্তিকে ভরতি না নেওয়ার অভিযোগ উঠল এসএসকেএম হাসপাতালের বিরুদ্ধে। কলকাতার আরও দুটি হাসপাতালেও ওই আহত ব্যক্তিকে ভরতি নেওয়া হয়নি বলে অভিযোগ । অবশেষে, রাতভর হাসপাতাল চত্বরে কাটানোর পরে আজ সকালে এসএসকেএম হাসপাতালে ভরতি করা হয় তাঁকে । আহত ব্যক্তির নাম রতনচন্দ্র শীল ৷ শিলিগুড়ির বাসিন্দা।

জানা গিয়েছে, গত 22 জানুয়ারি পথদুর্ঘটনায় গুরুতর জখম হন তিনি। এর পরই তাঁকে নিয়ে যাওয়া হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে । তবে, যথাযথ চিকিৎসার প্রয়োজনে তাঁকে রেফার করা হয় এসএসকেএম হাসপাতালে। অভিযোগ, গতকাল তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয় ৷ কিন্তু বেড না থাকার কথা বলে তাঁকে ভরতি নেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ । সেখান থেকে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় রতনবাবুকে । তবে ওই দুই হাসপাতালেও রোগীকে ভরতি না নেওয়ার অভিযোগ উঠেছে । পরিজনরা এর পরে রোগীকে নিয়ে ফিরে আসে এসএসকেএম হাসপাতালে। ঠান্ডার মধ্যেই গতকাল এসএসকেএম হাসপাতাল চত্বরে রাত কাটান রতনবাবু ও তাঁর পরিজনেরা ।

আরও পড়ুন :চিকিৎসায় অবহেলায় রোগীমৃত্যুর অভিযোগ SSKM-এ

অবশেষে বুধবার সকালে তাঁকে ভরতি নেওয়া হয়েছে এসএসকেএম হাসপাতালে । এই অভিযোগের বিষয়ে এসএসকেএম হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল (এমএসভিপি) রঘুনাথ মিশ্রর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, "সব সময় আমাদের এখানে বেড ফাঁকা থাকে না। প্রতিদিন আটশোর উপর রোগী আসেন ইমারজেন্সিতে।" তবে, পাশাপাশি তিনি জানিয়েছেন, ওই রোগীকে ভরতি নেওয়া হয়েছে। তাঁর চিকিৎসা চলছে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.