কলকাতা, 5 জুলাই : মাদ্রাসায় জঙ্গি প্রশিক্ষণ নিয়ে বিধানসভায় প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । জানালেন, মাদ্রাসায় জঙ্গি প্রশিক্ষণ নিয়ে রাজ্যের তথ্য বাদ দিয়ে, BJP নিজের ইচ্ছেমতো তথ্য তৈরি করছে ।
আজ বিধানসভায় প্রশ্নোত্তর পর্বের মাঝখানে কেন্দ্রকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, "সন্ত্রাসবাদ কখনও জাতি-বর্ণের সঙ্গে সম্পর্কিত নয় । যেটা সন্ত্রাসবাদ সেটা সন্ত্রাসবাদই । মাদ্রাসা নিয়ে ওরা আমাদের প্রশ্ন করেছিল । আমরা সেইসময় উত্তর দিয়েছিলাম । কিন্তু আমাদের প্রশ্নের উত্তর ওরা দেয়নি । প্রত্যেক ডিপার্টমেন্টে এজেন্সির চিঠি পাঠিয়ে দেওয়া হচ্ছে দল ভাঙার জন্য । ধর্মের ভিত্তিতে একজন আরেকজনকে অপব্যাখ্যা করছে । কেউ চোর হলে চোর। এর সঙ্গে তার জাত কীভাবে জড়িয়ে যায় ? কেউ অপরাধ করলে সরকার তা দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে । আমি মনে করি এটা অন্যায় । ধর্মের ভিত্তিতে ভাগাভাগি করা ঠিক নয় ।"
এই সংক্রান্ত আরও খবর : বর্ধমান-মুর্শিদাবাদের মাদ্রাসায় তৈরি হচ্ছে জঙ্গি ! কেন্দ্রীয় গোয়েন্দা রিপোর্ট
BJP-কে কটাক্ষ করে মমতা বলেন, "ওরা চক্রান্ত করে ভয় দেখাচ্ছে । শুধু বিধায়কদের এজেন্সির চিঠি ধরাচ্ছে তাই নয় । মিডিয়ার সাংবাদিকদের ভয় দেখানো হচ্ছে । তাদের কোনও নিরাপত্তা নেই । আমরা একটা বিল চাই যেখানে সাংবাদিকদের সার্ভিস সিকিউরিটির কথা বলা থাকবে ।"
মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে খাগড়াগড় প্রসঙ্গে বলেন, "সমাজবিরোধীদের কখনও ধর্মের সঙ্গে মিশিয়ে দেওয়া ঠিক নয় । ধর্মের ভিত্তিতে ভাগাভাগি করা একদম ঠিক নয় । সন্ত্রাসবাদের কোনও জাত হয় না । যারা অপরাধী তাদের শাস্তি পেতেই হবে । খাগড়াগড় থেকে শুরু করে যে সমস্ত জায়গায় সন্ত্রাসবাদী কার্যকলাপ হয়েছে তার প্রতিবাদ করা হয়েছে । বিচার চলছে । যারা অভিযুক্ত তাদের শাস্তি হবে ।"
মমতা বলেন, "সন্ত্রাসবাদীদের কোনও ধর্ম হয় না । এদের পরিচয় এরা সন্ত্রাসবাদী । আমাদের সকলের একসঙ্গে সন্ত্রাসবাদের মোকাবিলা করা উচিত । আমরা একসঙ্গে বাস করি । এটা আমাদের গর্ব ।"
উল্লেখ্য, সম্প্রতি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এই রাজ্যে যে রিপোর্ট পাঠিয়েছে তাতে বলা হয়েছে, বর্ধমান ও মুর্শিদাবাদের কয়েকটি মাদ্রাসায় চলছে জঙ্গি প্রশিক্ষণ । 3 জুলাই সংসদে দাঁড়িয়ে এই গোয়েন্দা রিপোর্টের কথা স্বীকার করে নিয়েছিলেন খোদ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষাণ রেড্ডি ।