ETV Bharat / state

সন্ত্রাসবাদীদের ধর্ম হয় না, মাদ্রাসা প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী - chief minister

বিধানসভায় মাদ্রাসা নিয়ে কেন্দ্রকে তোপ দাগলেন মমতা । বললেন, সন্ত্রাসবাদের কোনও ধর্ম হয় না ।

ফাইল ফোটো
author img

By

Published : Jul 5, 2019, 4:50 PM IST

Updated : Jul 5, 2019, 6:04 PM IST

কলকাতা, 5 জুলাই : মাদ্রাসায় জঙ্গি প্রশিক্ষণ নিয়ে বিধানসভায় প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । জানালেন, মাদ্রাসায় জঙ্গি প্রশিক্ষণ নিয়ে রাজ্যের তথ্য বাদ দিয়ে, BJP নিজের ইচ্ছেমতো তথ্য তৈরি করছে ।

আজ বিধানসভায় প্রশ্নোত্তর পর্বের মাঝখানে কেন্দ্রকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, "সন্ত্রাসবাদ কখনও জাতি-বর্ণের সঙ্গে সম্পর্কিত নয় । যেটা সন্ত্রাসবাদ সেটা সন্ত্রাসবাদই । মাদ্রাসা নিয়ে ওরা আমাদের প্রশ্ন করেছিল । আমরা সেইসময় উত্তর দিয়েছিলাম । কিন্তু আমাদের প্রশ্নের উত্তর ওরা দেয়নি । প্রত্যেক ডিপার্টমেন্টে এজেন্সির চিঠি পাঠিয়ে দেওয়া হচ্ছে দল ভাঙার জন্য । ধর্মের ভিত্তিতে একজন আরেকজনকে অপব্যাখ্যা করছে । কেউ চোর হলে চোর। এর সঙ্গে তার জাত কীভাবে জড়িয়ে যায় ? কেউ অপরাধ করলে সরকার তা দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে । আমি মনে করি এটা অন্যায় । ধর্মের ভিত্তিতে ভাগাভাগি করা ঠিক নয় ।"

এই সংক্রান্ত আরও খবর : বর্ধমান-মুর্শিদাবাদের মাদ্রাসায় তৈরি হচ্ছে জঙ্গি ! কেন্দ্রীয় গোয়েন্দা রিপোর্ট

BJP-কে কটাক্ষ করে মমতা বলেন, "ওরা চক্রান্ত করে ভয় দেখাচ্ছে । শুধু বিধায়কদের এজেন্সির চিঠি ধরাচ্ছে তাই নয় । মিডিয়ার সাংবাদিকদের ভয় দেখানো হচ্ছে । তাদের কোনও নিরাপত্তা নেই । আমরা একটা বিল চাই যেখানে সাংবাদিকদের সার্ভিস সিকিউরিটির কথা বলা থাকবে ।"

মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে খাগড়াগড় প্রসঙ্গে বলেন, "সমাজবিরোধীদের কখনও ধর্মের সঙ্গে মিশিয়ে দেওয়া ঠিক নয় । ধর্মের ভিত্তিতে ভাগাভাগি করা একদম ঠিক নয় । সন্ত্রাসবাদের কোনও জাত হয় না । যারা অপরাধী তাদের শাস্তি পেতেই হবে । খাগড়াগড় থেকে শুরু করে যে সমস্ত জায়গায় সন্ত্রাসবাদী কার্যকলাপ হয়েছে তার প্রতিবাদ করা হয়েছে । বিচার চলছে । যারা অভিযুক্ত তাদের শাস্তি হবে ।"

মমতা বলেন, "সন্ত্রাসবাদীদের কোনও ধর্ম হয় না । এদের পরিচয় এরা সন্ত্রাসবাদী । আমাদের সকলের একসঙ্গে সন্ত্রাসবাদের মোকাবিলা করা উচিত । আমরা একসঙ্গে বাস করি । এটা আমাদের গর্ব ।"

উল্লেখ্য, সম্প্রতি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এই রাজ্যে যে রিপোর্ট পাঠিয়েছে তাতে বলা হয়েছে, বর্ধমান ও মুর্শিদাবাদের কয়েকটি মাদ্রাসায় চলছে জঙ্গি প্রশিক্ষণ । 3 জুলাই সংসদে দাঁড়িয়ে এই গোয়েন্দা রিপোর্টের কথা স্বীকার করে নিয়েছিলেন খোদ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষাণ রেড্ডি ।

কলকাতা, 5 জুলাই : মাদ্রাসায় জঙ্গি প্রশিক্ষণ নিয়ে বিধানসভায় প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । জানালেন, মাদ্রাসায় জঙ্গি প্রশিক্ষণ নিয়ে রাজ্যের তথ্য বাদ দিয়ে, BJP নিজের ইচ্ছেমতো তথ্য তৈরি করছে ।

আজ বিধানসভায় প্রশ্নোত্তর পর্বের মাঝখানে কেন্দ্রকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, "সন্ত্রাসবাদ কখনও জাতি-বর্ণের সঙ্গে সম্পর্কিত নয় । যেটা সন্ত্রাসবাদ সেটা সন্ত্রাসবাদই । মাদ্রাসা নিয়ে ওরা আমাদের প্রশ্ন করেছিল । আমরা সেইসময় উত্তর দিয়েছিলাম । কিন্তু আমাদের প্রশ্নের উত্তর ওরা দেয়নি । প্রত্যেক ডিপার্টমেন্টে এজেন্সির চিঠি পাঠিয়ে দেওয়া হচ্ছে দল ভাঙার জন্য । ধর্মের ভিত্তিতে একজন আরেকজনকে অপব্যাখ্যা করছে । কেউ চোর হলে চোর। এর সঙ্গে তার জাত কীভাবে জড়িয়ে যায় ? কেউ অপরাধ করলে সরকার তা দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে । আমি মনে করি এটা অন্যায় । ধর্মের ভিত্তিতে ভাগাভাগি করা ঠিক নয় ।"

এই সংক্রান্ত আরও খবর : বর্ধমান-মুর্শিদাবাদের মাদ্রাসায় তৈরি হচ্ছে জঙ্গি ! কেন্দ্রীয় গোয়েন্দা রিপোর্ট

BJP-কে কটাক্ষ করে মমতা বলেন, "ওরা চক্রান্ত করে ভয় দেখাচ্ছে । শুধু বিধায়কদের এজেন্সির চিঠি ধরাচ্ছে তাই নয় । মিডিয়ার সাংবাদিকদের ভয় দেখানো হচ্ছে । তাদের কোনও নিরাপত্তা নেই । আমরা একটা বিল চাই যেখানে সাংবাদিকদের সার্ভিস সিকিউরিটির কথা বলা থাকবে ।"

মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে খাগড়াগড় প্রসঙ্গে বলেন, "সমাজবিরোধীদের কখনও ধর্মের সঙ্গে মিশিয়ে দেওয়া ঠিক নয় । ধর্মের ভিত্তিতে ভাগাভাগি করা একদম ঠিক নয় । সন্ত্রাসবাদের কোনও জাত হয় না । যারা অপরাধী তাদের শাস্তি পেতেই হবে । খাগড়াগড় থেকে শুরু করে যে সমস্ত জায়গায় সন্ত্রাসবাদী কার্যকলাপ হয়েছে তার প্রতিবাদ করা হয়েছে । বিচার চলছে । যারা অভিযুক্ত তাদের শাস্তি হবে ।"

মমতা বলেন, "সন্ত্রাসবাদীদের কোনও ধর্ম হয় না । এদের পরিচয় এরা সন্ত্রাসবাদী । আমাদের সকলের একসঙ্গে সন্ত্রাসবাদের মোকাবিলা করা উচিত । আমরা একসঙ্গে বাস করি । এটা আমাদের গর্ব ।"

উল্লেখ্য, সম্প্রতি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এই রাজ্যে যে রিপোর্ট পাঠিয়েছে তাতে বলা হয়েছে, বর্ধমান ও মুর্শিদাবাদের কয়েকটি মাদ্রাসায় চলছে জঙ্গি প্রশিক্ষণ । 3 জুলাই সংসদে দাঁড়িয়ে এই গোয়েন্দা রিপোর্টের কথা স্বীকার করে নিয়েছিলেন খোদ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষাণ রেড্ডি ।

Intro:Body:৫ জুলাই, কলকাতা: মাদ্রাসায় সন্ত্রাসবাদি কার্যকলাপ হয় কি না তা নিয়ে বিতর্ক তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ বিধানসভায় প্রশ্নোত্তর পর্বের মাঝখানেই মুখ্যমন্ত্রী জানান, মাদ্রাসা নিয়ে তাঁদের তথ্য না দিয়ে, রাজ্যের তথ্য বাদ দিয়ে, বিজেপি নিজের ইচ্ছে মত নির্দেশ দিয়ে একটি তথ্য তৈরি করছে। সন্ত্রাসবাদ কখনো জাতি বর্ণের সঙ্গে সম্পর্কিত নয়। সন্ত্রাসবাদ সেটা সন্ত্রাসবাদই। লোকসভায় প্রশ্ন করলে রাজ্যের কাছে জানতে চাওয়া হয় ।আমাদের কাছে প্রশ্ন আসে মাদ্রাসা এরকম হয় কি না? আমরা সেই সময় উওর দিয়েছিলাম। তখন কোন প্রশ্ন ওঠেনি। কিন্তু আমরা প্রশ্ন করলে ওরা আমাদের উওর দেয়নি । সমাজবিরোধীদের কখনো ধর্মের সঙ্গে সম্পর্কিত করা ঠিক নয়।
মুখ্যমন্ত্রী আরো জানান ধর্মের ভিত্তিতে ভাগাভাগি করা একদমই ঠিক নয়। সন্ত্রাসবাদের কোন জাত হয়না। যারা অপরাধী তাদের শাস্তি পেতেই হবে। খাগড়াগর থেকে শুরু করে যে সমস্ত জায়গায় সন্ত্রাসবাদি কার্যকলাপ রয়েছে সবকটির প্রতিবাদ করা হয়েছে। যারা অভিযুক্ত তাদের শাস্তি হবে। বিচার চলছে।
মুখ্যমন্ত্রী বারবার বলেন সন্ত্রাসবাদ বা অপরাধের কোন জাত হয়না। এদের কোন ধর্ম হয় না। এদের পরিচয় এরা সন্ত্রাসবাদি। সকলে মিলে একসঙ্গে সন্ত্রাসবাদের মোকাবিলা করা উচিত।আমরা সকলেই একসঙ্গে বাস করি। এটা আমাদের গর্ব। বিজেপিকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, প্রত্যেক ডিপার্টমেন্টে এজেন্সির চিঠি পাঠিয়ে দেওয়া হচ্ছে। দল ভাঙার জন্য। ধর্মের ভিত্তিতে একজন আরেকজনকে অপব্যাখ্যা করছে। কেউ চোর হলে চোর। এর সঙ্গে তার জাত কি ভাবে জড়িয়ে যায়? কেউ অপরাধ করলে সরকার তা দেখবে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। আমি মনে করি এটা অন্যায়। ধর্মের ভিত্তিতে ভাগাভাগি করা ঠিক নয়।
বিজেপি চক্রান্ত করে ভয় দেখাচ্ছে। শুধু বিধায়কদের এজেন্সির চিঠি ধরাচ্ছে তাই নয়। মিডিয়ার সাংবাদিকদের ভয় দেখানো হচ্ছে। তাদের কোনো নিরাপত্তা নেই। আমরা একটা বিল চাই যেখানে সাংবাদিকদের সার্ভিস সিকিউরিটির কথা বলা থাকবে।Conclusion:
Last Updated : Jul 5, 2019, 6:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.