কলকাতা, 9 ফেব্রুয়ারি : জ্বালানি তেলের দাম সহ আরও বেশ কয়েক দফা দাবিতে 22 ফেব্রুয়ারি 24 ঘণ্টার ধর্মঘটের ডাক দিল এক অংশের হলুদ ট্যাক্সির মালিকরা ।
লাফিয়ে লাফিয়ে বাড়ছে জ্বালানির দাম । তবে তার সঙ্গে পাল্লা দিয়ে কিন্তু বাড়ানো হয়নি ট্যাক্সির ভাড়া । তাই 22 ফেব্রুয়ারি সকাল 7 টার থেকে পরের দিন সকাল 7 টা পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল ট্যাক্সি অপারেটার্স কো-অর্ডিনেশন কমিটি (এআইটিইউসি) ।
বহুদিন ধরে ট্যাক্সি ও অ্যাপ ক্যাব সংগঠনগুলি জ্বালানির মূল্যবৃদ্ধির বিরুদ্ধে সরব হয়েছে । কেন্দ্র ও রাজ্যকে দফায় দফায় চিঠি দিও কোনও সদুত্তর মেলেনি । তাই মঙ্গলবার একটি বিক্ষোভ মিছিল করেন দুটি স্বারকলিপি জমা দেওয়া হয় পরিবহন ভবনে । জ্বালানির মূল্যবৃদ্ধি ছাড়াও অ্যাপক্যাব চালকদের প্রতি ম্যানেজমেন্ট যেভাবে শোষণ চালিয়ে চলেছে তারও বিরোধিতা করা হয় । সরকারের নজর আকর্ষন করার চেষ্টা করেও ব্যর্থ হয় বেসরকারি বাস মালিকরা।
আরও পড়ুন : হলুদ ট্যাক্সি ও অ্যাপ ক্যাব সংগঠনের অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের হুঁশিয়ারি
সংগঠনের কোনভেনার নাবাল কিশোর শ্রীবাস্তব আরও বলেন যে, "বহু দিন ট্যাক্সি এই একই ভাড়ায় পরিষেবা দিয়ে আসছে । লকডাউনের পর থেকেই লাফিয়ে লাফিয়ে বেড়েছে জ্বালানির দাম । পাশাপাশি সংক্রমণের ভয় মানুষজন তেমন আর রাস্তায় বেরোচ্ছেন না । বন্ধ স্কুল ও কলেজ । অধিকাংশ মানুষ বর্তমানে ওয়ার্ক ফ্রম হোম বা বাড়ি থেকে কাজ করছেন । তাই আমাদের যাত্রী প্রায় হচ্ছেই না । অন্যদিকে বেড়েছে যন্ত্রাংশের দাম । তাই এতগুলো দিক একসাথে সামলে ট্যাক্সি চালানো অসম্ভব হয়ে পড়েছে । তাই আমরা ফার্স্ট ডাউন 30 টাকা থেকে 50 টাকা করার আর্জি জানিয়েছিলাম ।"