ETV Bharat / state

গণতন্ত্র নেই, তাই বিরোধী দলনেতা হলেও মন ভাল নেই শুভেন্দুর - opposition leader suvendu

তিনি দুই বারের সাংসদ, এবং তিনবারের বিধায়ক ৷ একথা মনে করিয়ে শুভেন্দু জানান, অন্যায় হলে সংসদীয় রীতি নীতি মেনে প্রতিবাদ করবেন, একইসঙ্গে যেকোনও গঠনমূলক কাজে সরকারের সহযোগিতা করার অঙ্গীকার করেন । হিংসা মুক্ত এবং শান্তির বাংলা গড়ার আশা করেন তিনি ৷

বিরোধী দলনেতা শুভেন্দু
বিরোধী দলনেতা শুভেন্দু
author img

By

Published : May 10, 2021, 3:52 PM IST

Updated : May 10, 2021, 6:14 PM IST

কলকাতা, 10 মে : "গণতন্ত্রে মানুষ শেষ কথা বলে ৷ আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা পালন করব ৷" বিরোধী দলনেতা হয়ে পশ্চিমবঙ্গে গণতন্ত্র ফেরানোর ডাক দিয়ে একথা বলেন শুভেন্দু অধিকারী ৷ তিনি জানান, প্রথা মেনে অনুষ্ঠিত হলেও তাঁদের মন ভালো নেই ৷ কারণ পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই ৷ বলেন, "প্রথা মাফিক এই অনুষ্ঠান হচ্ছে । আমাকে মালা পরানো হয়েছে, পরেছি । কিন্তু আমাদের মন ভাল নেই । কারণ পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই । এখানে গণতন্ত্র ফেরাতে হবে ৷"

আজ মুরলীধর সেন রোডের কার্যালয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচনের জন্য বৈঠক শুরু হয় ৷ সেই বৈঠকে মুকুল রায়ের তরফে শুভেন্দু অধিকারীর নাম প্রস্তাব করা হয় ৷ যে নামে বিজেপির সব নেতাই সম্মতি জানান ৷ সর্বসম্মতভাবে কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ শুভেন্দু অধিকারীর নাম রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে ঘোষণা করেন ৷ বিরোধী দলনেতা হিসাবে বক্তব্য রাখতে গিয়ে তিনি মানুষের পাশে থাকার অঙ্গীকার করেন ৷ বলেন, "দল আমাকে যে দায়িত্ব দিয়েছে তা পালন করব। কোনও সিদ্ধান্ত শুভেন্দু একা করবে না, সকলকে নিয়ে চলবে ।"

বিরোধী দলনেতা হয়ে কী বললেন শুভেন্দু

একই সঙ্গে তিনি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে চাঁছাছোলা আক্রমণ শানান ৷ তাঁর কথায়, "পরাজিত প্রার্থী মুখ্যমন্ত্রী হয়েছেন, স্বাধীনতার পর থেকে এই ঘটনা কোনওদিন ঘটেনি ৷" এরপর তিনি বাম-কংগ্রেসের শূন্য আসন পাওয়ার বিষয়টিও তুলে ধরেন ৷ শ্যামাপ্রসাদের আদর্শের ভারতীয় জনতা পার্টি যে বিধানসভায় অনেক পদ্ম ফোটাতে সক্ষম হয়েছে, সেই বিষয়টিও মনে করিয়ে দেন বিরোধী দলনেতা ৷

আরও পড়ুন : শুভেন্দুকেই বিধানসভার বিরোধী দলনেতা ঘোষণা করল বিজেপি

তিনি দুই বারের সাংসদ, এবং তিনবারের বিধায়ক ৷ একথা মনে করিয়ে শুভেন্দু জানান, অন্যায় হলে সংসদীয় রীতি নীতি মেনে প্রতিবাদ করবেন, একইসঙ্গে যেকোনও গঠনমূলক কাজে সরকারের সহযোগিতা করার অঙ্গীকার করেন । হিংসা মুক্ত এবং শান্তির বাংলা গড়ার আশা করেন তিনি ৷

কলকাতা, 10 মে : "গণতন্ত্রে মানুষ শেষ কথা বলে ৷ আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা পালন করব ৷" বিরোধী দলনেতা হয়ে পশ্চিমবঙ্গে গণতন্ত্র ফেরানোর ডাক দিয়ে একথা বলেন শুভেন্দু অধিকারী ৷ তিনি জানান, প্রথা মেনে অনুষ্ঠিত হলেও তাঁদের মন ভালো নেই ৷ কারণ পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই ৷ বলেন, "প্রথা মাফিক এই অনুষ্ঠান হচ্ছে । আমাকে মালা পরানো হয়েছে, পরেছি । কিন্তু আমাদের মন ভাল নেই । কারণ পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই । এখানে গণতন্ত্র ফেরাতে হবে ৷"

আজ মুরলীধর সেন রোডের কার্যালয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচনের জন্য বৈঠক শুরু হয় ৷ সেই বৈঠকে মুকুল রায়ের তরফে শুভেন্দু অধিকারীর নাম প্রস্তাব করা হয় ৷ যে নামে বিজেপির সব নেতাই সম্মতি জানান ৷ সর্বসম্মতভাবে কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ শুভেন্দু অধিকারীর নাম রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে ঘোষণা করেন ৷ বিরোধী দলনেতা হিসাবে বক্তব্য রাখতে গিয়ে তিনি মানুষের পাশে থাকার অঙ্গীকার করেন ৷ বলেন, "দল আমাকে যে দায়িত্ব দিয়েছে তা পালন করব। কোনও সিদ্ধান্ত শুভেন্দু একা করবে না, সকলকে নিয়ে চলবে ।"

বিরোধী দলনেতা হয়ে কী বললেন শুভেন্দু

একই সঙ্গে তিনি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে চাঁছাছোলা আক্রমণ শানান ৷ তাঁর কথায়, "পরাজিত প্রার্থী মুখ্যমন্ত্রী হয়েছেন, স্বাধীনতার পর থেকে এই ঘটনা কোনওদিন ঘটেনি ৷" এরপর তিনি বাম-কংগ্রেসের শূন্য আসন পাওয়ার বিষয়টিও তুলে ধরেন ৷ শ্যামাপ্রসাদের আদর্শের ভারতীয় জনতা পার্টি যে বিধানসভায় অনেক পদ্ম ফোটাতে সক্ষম হয়েছে, সেই বিষয়টিও মনে করিয়ে দেন বিরোধী দলনেতা ৷

আরও পড়ুন : শুভেন্দুকেই বিধানসভার বিরোধী দলনেতা ঘোষণা করল বিজেপি

তিনি দুই বারের সাংসদ, এবং তিনবারের বিধায়ক ৷ একথা মনে করিয়ে শুভেন্দু জানান, অন্যায় হলে সংসদীয় রীতি নীতি মেনে প্রতিবাদ করবেন, একইসঙ্গে যেকোনও গঠনমূলক কাজে সরকারের সহযোগিতা করার অঙ্গীকার করেন । হিংসা মুক্ত এবং শান্তির বাংলা গড়ার আশা করেন তিনি ৷

Last Updated : May 10, 2021, 6:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.