কলকাতা, 24 এপ্রিল: কালিয়াগঞ্জে এক রাজবংশী সম্প্রদায়ের কিশোরীর রহস্যমৃত্যুকে ঘিরে এই মুহূর্তে উত্তাল রাজ্য-রাজনীতি ৷ ওই নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ তুলেছে তাঁর পরিবার ৷ যদিও পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে বিষক্রিয়ার কারণেই মৃত্যু হয়েছে ওই নাবালিকার ৷ এবার ওই ময়নাতদন্তর রিপোর্টকেই সাজানো বলে দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার তিনি মৃত কিশোরীর পরিবারকে আইনি সাহায্যেরও আশ্বাস দেন ৷
কালিয়াগঞ্জের ঘটনায় সোমবার সিবিআই তদন্তেরও দাবি জানিয়েছেন শুভেন্দু অধিকারী ৷ এদিন রাজ্য বিজেপি দফতরে সাংবাদিক বৈঠকে শুভেন্দু আরও অভিযোগ করেন, সম্প্রতি রেড রোডে ঈদের অনুষ্ঠানে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনৈতিক ভাষণ দিয়েছেন ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কথা বলেছেন তাতে রাজ্যের শান্তি, সম্প্রীতির পরিবেশ নষ্ট হয়েছে বলে বিজেপি মনে করে ৷ মমতা বন্দ্যোপাধ্যায় ঈদের দিন রেড রোডের মঞ্চে গিয়ে রাজনৈতিক বক্তব্য রাখার পাশাপাশি কেন হিন্দিতে ভাষণ দিলেন সেই প্রশ্নও এদিন তুলেছেন শুভেন্দু ৷ রাজ্যে মুসলিম সম্প্রদায়ের 90 শতাংশ বাংলাভাষী হলেও মুখ্যমন্ত্রী কেন সেদিন হিন্দিতে ভাষণ দিলেন, তা নিয়ে আপত্তি জানিয়েছেন বিরোধী দলনেতা ৷ তাঁর দাবি, ওই মঞ্চকে রাজনৈতিক বার্তা দিতে কাজে লাগিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷
শুভেন্দু অধিকারীর দাবি, রেড রোডের নমাজের আয়োজন করে থাকে কলকাতার খিলাফৎ কমিটি ৷ এবারের অনুষ্ঠানে তাদের মঞ্চ বানাতে পিডব্লিউডি'র 29 লক্ষ টাকা খরচ হয়েছে বলেও দাবি করেছেন তিনি ৷ রাজ্যের অন্যান্য প্রান্তের নমাজ পাঠের অনুষ্ঠান হলেও কেন রেড রোডের অনুষ্ঠানের জন্যই সরকারি দফতরকে কাজে লাগানো হল, সেই প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী ৷ গোটা রাজ্যে কেন এই একই ব্যবস্থা হবে না ? তা জানতে চান তিনি ৷ রাজ্যের সংখ্যালঘু মানুষদের নিয়ে বিজেপি একটি সমাবেশ ডাকতে চলেছে বলেও এদিন জানিয়েছেন শুভেন্দু অধিকারী ৷