ETV Bharat / state

Suvendu on State Administration: '12টার আগে ঘুম ভাঙে না', সরকারের নেতাজি জন্মজয়ন্তীর অনুষ্ঠান নিয়ে কটাক্ষ শুভেন্দুর - নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী

রাজ্য সরকারের নেতাজি জন্মজয়ন্তী অনুষ্ঠান দেরিতে হওয়া নিয়ে কটাক্ষ শুভেন্দু অধিকারীর (Suvendu on State Government) ৷ বেলা 12টায় রাজ্য সরকারের ঘুম ভাঙে বলে মন্তব্য করলেন বিরোধী দলনেতা ৷

Suvendu on State Administration ETV BHARAT
Suvendu on State Administration
author img

By

Published : Jan 23, 2023, 4:20 PM IST

নেতাজি জয়ন্তীর সরকারি অনুষ্ঠান দেরিতে হওয়ায়, রাজ্য সরকারকে কটাক্ষ শুভেন্দুর

কলকাতা, 23 জানুয়ারি: 'বেলা 12টার সরকার' বলে শাসকদলকে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীতে বেলা 12টায় রাজ্য় সরকারের অনুষ্ঠান আয়োজন নিয়ে এই মন্তব্য করলেন শুভেন্দু (Suvendu Adhikari Criticises State Administration) ৷ সোমবার সকালে রেড রোডে নেতাজির পূর্ণাবয়ব মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য জানাতে যান শুভেন্দু অধিকারী-সহ বিজেপির রাজ্য নেতারা ৷ সেখানে তিনি বলেন, ‘‘রাজ্য সরকারের বেলা 12টার আগে ঘুম ভাঙে না ৷’’

শুভেন্দুর এদিনের মন্তব্য মূলত মুখ্যমন্ত্রীকে নিশানা করে ছিল বলে মনে করছে রাজনৈতিক মহল ৷ কারণ হিসেবে বলা হচ্ছে, তৃণমূলের আমলে মুখ্য়মন্ত্রী যে সব অনুষ্ঠানে থাকেন, তার অধিকাংশই বেলা 12টা বা তার পরে শুরু হয় ৷ রাজনৈতিক মহলের মতে, সেই বিষয়টিকে উল্লেখ করেই রাজ্যকে নিশানা করেছেন বিরোধী দলনেতা ৷ শুভেন্দু এদিন বলেন, ‘‘রাজ্য সরকারের 12টার সময় ঘুম ভাঙে ৷ এখন ওরা সব ঘুমোচ্ছে ৷’’ নেতাজি জন্মজয়ন্তীতে সরকারি কর্মসূচি দেরিতে হওয়া নিয়েই এই কটাক্ষ করেন শুভেন্দু ৷

উল্লেখ্য, এদিন সকাল 10টার সময় নেতাজি জন্মজয়ন্তীতে শহিদ মিনারে ‘নেতাজি লহ প্রণাম’ কর্মসূচি পালন করে আরএসএস ৷ সেখানে প্রধান বক্ত হিসেবে উপস্থিত ছিলেন সংঘ চালক মোহন ভগবত ৷ এদিন তাঁর উপস্থিতি নিয়ে শুভেন্দু বলেন, ‘‘এত বড় রাষ্ট্রবাদী সংগঠন পৃথিবীতে দ্বিতীয় নেই ৷ যাঁরা রাষ্ট্রবাদী, তাঁরা সকলেই মোহন ভগবতের বক্তব্য শুনবে ৷’’

আরও পড়ুন: 'নেতাজি যা চেয়েছিলেন আজ সংঘ তাই করছে', মত মোহন ভগবতের

উল্লেখ্য, এদিন আরএসএস-এর সেই কর্মসূচিতে মোহন ভগবত সংঘের ভাবধারা ও উদ্দেশ্যর সঙ্গে নেতাজির চিন্তাভাবনার তুলনা টানেন ৷ বলেন, ‘‘নেতাজি যে উদ্দেশ্য নিয়ে স্বাধীনতার লড়াইয়ে নেমেছিলেন ৷ রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘও একই উদ্দেশ্য নিয়ে কাজ করছে ৷ নেতাজি বিশ্বে ভারতের বৈভব প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন ৷ সেই একই উদ্দেশ্যে রাষ্ট্র স্বয়ং সেবক সংঘ কাজ করছে ৷’’

নেতাজি জয়ন্তীর সরকারি অনুষ্ঠান দেরিতে হওয়ায়, রাজ্য সরকারকে কটাক্ষ শুভেন্দুর

কলকাতা, 23 জানুয়ারি: 'বেলা 12টার সরকার' বলে শাসকদলকে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীতে বেলা 12টায় রাজ্য় সরকারের অনুষ্ঠান আয়োজন নিয়ে এই মন্তব্য করলেন শুভেন্দু (Suvendu Adhikari Criticises State Administration) ৷ সোমবার সকালে রেড রোডে নেতাজির পূর্ণাবয়ব মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য জানাতে যান শুভেন্দু অধিকারী-সহ বিজেপির রাজ্য নেতারা ৷ সেখানে তিনি বলেন, ‘‘রাজ্য সরকারের বেলা 12টার আগে ঘুম ভাঙে না ৷’’

শুভেন্দুর এদিনের মন্তব্য মূলত মুখ্যমন্ত্রীকে নিশানা করে ছিল বলে মনে করছে রাজনৈতিক মহল ৷ কারণ হিসেবে বলা হচ্ছে, তৃণমূলের আমলে মুখ্য়মন্ত্রী যে সব অনুষ্ঠানে থাকেন, তার অধিকাংশই বেলা 12টা বা তার পরে শুরু হয় ৷ রাজনৈতিক মহলের মতে, সেই বিষয়টিকে উল্লেখ করেই রাজ্যকে নিশানা করেছেন বিরোধী দলনেতা ৷ শুভেন্দু এদিন বলেন, ‘‘রাজ্য সরকারের 12টার সময় ঘুম ভাঙে ৷ এখন ওরা সব ঘুমোচ্ছে ৷’’ নেতাজি জন্মজয়ন্তীতে সরকারি কর্মসূচি দেরিতে হওয়া নিয়েই এই কটাক্ষ করেন শুভেন্দু ৷

উল্লেখ্য, এদিন সকাল 10টার সময় নেতাজি জন্মজয়ন্তীতে শহিদ মিনারে ‘নেতাজি লহ প্রণাম’ কর্মসূচি পালন করে আরএসএস ৷ সেখানে প্রধান বক্ত হিসেবে উপস্থিত ছিলেন সংঘ চালক মোহন ভগবত ৷ এদিন তাঁর উপস্থিতি নিয়ে শুভেন্দু বলেন, ‘‘এত বড় রাষ্ট্রবাদী সংগঠন পৃথিবীতে দ্বিতীয় নেই ৷ যাঁরা রাষ্ট্রবাদী, তাঁরা সকলেই মোহন ভগবতের বক্তব্য শুনবে ৷’’

আরও পড়ুন: 'নেতাজি যা চেয়েছিলেন আজ সংঘ তাই করছে', মত মোহন ভগবতের

উল্লেখ্য, এদিন আরএসএস-এর সেই কর্মসূচিতে মোহন ভগবত সংঘের ভাবধারা ও উদ্দেশ্যর সঙ্গে নেতাজির চিন্তাভাবনার তুলনা টানেন ৷ বলেন, ‘‘নেতাজি যে উদ্দেশ্য নিয়ে স্বাধীনতার লড়াইয়ে নেমেছিলেন ৷ রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘও একই উদ্দেশ্য নিয়ে কাজ করছে ৷ নেতাজি বিশ্বে ভারতের বৈভব প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন ৷ সেই একই উদ্দেশ্যে রাষ্ট্র স্বয়ং সেবক সংঘ কাজ করছে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.