কলকাতা, 21 সেপ্টেম্বর: এক রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে এসে মঙ্গলবার মদন মিত্র, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari Criticises to Madan Mitra and TMC)৷ এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটু কথা বলা নিয়ে তিনি বলেন, "আগে নিজেদের মুখটা ব্লিচিং দিয়ে পরিষ্কার করুক তারপর আমাকে বলবে । একজন উচ্চমাধ্যমিক পাস আর আমি রবীন্দ্রভারতী থেকে এমএ- দু'জনের মধ্যে অনেক তফাৎ আছে ।"
আরও পড়ুন : 'সিবিআই'য়ের টার্গেটে প্রথমে তৃণমূল', রিপোর্ট তুলে ধরে শাহকে আক্রমণ ঘাসফুল শিবিরের