ETV Bharat / state

তৃণমূল ছেড়ে BJP-তে যোগ সুনীল সিংয়ের

গতকাল দিল্লি যান নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিং । তাঁর সঙ্গে যান গারুলিয়া পৌরসভার 12 জন কাউন্সিলর । আর তারপর থেকেই BJP-তে তাঁর যোগ দান নিয়ে জল্পনা শুরু হয় । এর আগেও একাধিকবার সুনীলের BJP-তে যোগদানের সম্ভাবনা তৈরি হয়েছিল । কিন্তু খোদ সুনীল জানিয়েছিলেন, তিনি দল ছাড়ছেন না ।

সুনীল সিং
author img

By

Published : Jun 17, 2019, 5:20 PM IST

Updated : Jun 17, 2019, 7:53 PM IST

দিল্লি ও কলকাতা, 17 জুন : BJP-তে যোগ দিলেন নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিং । আজ দিল্লিতে BJP- র কার্যালয়ে কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, দিলীপ ঘোষ ও অর্জুন সিংয়ের উপস্থিতিতে BJP-তে যোগ দেন তিনি । পাশাপাশি গারুলিয়া পৌরসভার 12 জন তৃণমূল কাউন্সিলর যোগ দেন ।

দেখুন ভিডিয়ো...

গতকাল দিল্লি যান নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিং । তাঁর সঙ্গে যান গারুলিয়া পৌরসভার 12 জন কাউন্সিলর । আর তারপর থেকেই BJP-তে তাঁর যোগ দান নিয়ে জল্পনা শুরু হয় । এর আগেও একাধিকবার সুনীলের BJP-তে যোগদানের সম্ভাবনা তৈরি হয়েছিল । কিন্তু খোদ সুনীল জানিয়েছিলেন, তিনি দল ছাড়ছেন না ।

গত 14 জুন কাঁচরাপাড়ার সভা থেকে দল যারা ছাড়তে যায় তাদের স্পষ্ট বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । বলেছিলেন, যারা দল ছাড়তে চায় তাদের সাতদিন সময় দেওয়া হল । এই ঘোষণার পরই সুনীলের BJP-তে যোগদানের সম্ভাবনা বাড়ে । আজ সেই জল্পনার অবসান ঘটিয়ে BJP-তে যোগ দেন তিনি ।

দিল্লি ও কলকাতা, 17 জুন : BJP-তে যোগ দিলেন নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিং । আজ দিল্লিতে BJP- র কার্যালয়ে কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, দিলীপ ঘোষ ও অর্জুন সিংয়ের উপস্থিতিতে BJP-তে যোগ দেন তিনি । পাশাপাশি গারুলিয়া পৌরসভার 12 জন তৃণমূল কাউন্সিলর যোগ দেন ।

দেখুন ভিডিয়ো...

গতকাল দিল্লি যান নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিং । তাঁর সঙ্গে যান গারুলিয়া পৌরসভার 12 জন কাউন্সিলর । আর তারপর থেকেই BJP-তে তাঁর যোগ দান নিয়ে জল্পনা শুরু হয় । এর আগেও একাধিকবার সুনীলের BJP-তে যোগদানের সম্ভাবনা তৈরি হয়েছিল । কিন্তু খোদ সুনীল জানিয়েছিলেন, তিনি দল ছাড়ছেন না ।

গত 14 জুন কাঁচরাপাড়ার সভা থেকে দল যারা ছাড়তে যায় তাদের স্পষ্ট বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । বলেছিলেন, যারা দল ছাড়তে চায় তাদের সাতদিন সময় দেওয়া হল । এই ঘোষণার পরই সুনীলের BJP-তে যোগদানের সম্ভাবনা বাড়ে । আজ সেই জল্পনার অবসান ঘটিয়ে BJP-তে যোগ দেন তিনি ।

Bhubaneswar (Odisha), Apr 30 (ANI): Special Relief Commissioner Bishnupada Sethi spoke to ANI on preparedness for Cyclone Fani. He said, "IMD has predicted cyclone is likely to hit Odisha coast in Puri district on 3rd May. All district collectors have been alerted. All cyclone centres are being kept ready. He further added, "For search and rescue operation, we have alerted 20 units of Orissa Disaster Rapid Action Force and 12 units of NDRF are ready."
Last Updated : Jun 17, 2019, 7:53 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.