কলকাতা, 23 সেপ্টেম্বর : রাষ্ট্রায়ত্ত সংস্থা বিলগ্নিকরণের প্রতিবাদে নেতাজি ইন্ডোরে সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেখানে তিনি একাধিক ইশু নিয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন । প্রথমবারের জন্য মুখ খোলেন যাদবপুর ইশু নিয়েও ।
সভা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, "একাধিক রাষ্ট্রায়ত্ত সংস্থার হাল খারাপ । কর্মীরা বেতন পাচ্ছেন না । মানুষ কী করবে ? পুজোর মরশুমে এই অবস্থা । কেন্দ্রের কোনও ভাবনা-চিন্তা নেই । BSNL, এয়ার ইন্ডিয়া সহ একাধিক সংস্থা সমস্যায় আছে । কেন্দ্রের উচিত দ্রুত পদক্ষেপ করা ।"
এদিকে, যাদবপুরে বাবুল সুপ্রিয়র হেনস্থা প্রসঙ্গে আজ প্রথম মুখ খুললেন মমতা । তাঁর কথায়, "যাদবপুরে কী হয়েছে সবাই জানে । গায়ের জোর দেখানো হচ্ছে । মানুষকে এক হয়ে লড়াই করতে হবে ।" রাজনৈতিক মহলের মতে, এই বক্তব্যের পর অনেকটাই জোর পেলেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা ।
অন্যদিকে, NRC ইশু নিয়েও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী । বলেন, "BJP শাসিত রাজ্যে NRC করুক না । ত্রিপুরায় করুক । মুখ্যমন্ত্রীর নামই তো বাদ যাবে । আমরা বাংলায় NRC করতে দেব না । এখন যদি আমার মায়ের বার্থ সার্টিফিকেট চায়, আমি কোথা থেকে দেব ? অযথা, NRC নিয়ে ভয় পাবেন না । ভোটার লিস্টে নাম তুলতে অসুবিধা হলে আমাদের দলের লোককে বলবেন । নিজের জীবন নষ্ট করবেন না । অপপ্রচার চলছে । ভয় পাবেন না । বিহারেও NRC হবে না বলে জানিয়ে দিয়েছেন নীতিশ কুমার । যেটা বিহারে হবে না, বাংলায় কেন হবে ?"