ETV Bharat / state

বাংলায় NRC নয়, ভয়ে জীবন নষ্ট করবেন না : মমতা

নেতাজি ইন্ডোরে সভা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেখানে তিনি প্রথমবারের জন্য যাদবপুর ইশুতে মুখ খোলেন । সেইসঙ্গে, NRC ইশুতেও মুখ খোলেন তিনি ।

ফাইল ফোটো
author img

By

Published : Sep 23, 2019, 1:20 PM IST

Updated : Sep 23, 2019, 1:50 PM IST

কলকাতা, 23 সেপ্টেম্বর : রাষ্ট্রায়ত্ত সংস্থা বিলগ্নিকরণের প্রতিবাদে নেতাজি ইন্ডোরে সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেখানে তিনি একাধিক ইশু নিয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন । প্রথমবারের জন্য মুখ খোলেন যাদবপুর ইশু নিয়েও ।

সভা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, "একাধিক রাষ্ট্রায়ত্ত সংস্থার হাল খারাপ । কর্মীরা বেতন পাচ্ছেন না । মানুষ কী করবে ? পুজোর মরশুমে এই অবস্থা । কেন্দ্রের কোনও ভাবনা-চিন্তা নেই । BSNL, এয়ার ইন্ডিয়া সহ একাধিক সংস্থা সমস্যায় আছে । কেন্দ্রের উচিত দ্রুত পদক্ষেপ করা ।"

এদিকে, যাদবপুরে বাবুল সুপ্রিয়র হেনস্থা প্রসঙ্গে আজ প্রথম মুখ খুললেন মমতা । তাঁর কথায়, "যাদবপুরে কী হয়েছে সবাই জানে । গায়ের জোর দেখানো হচ্ছে । মানুষকে এক হয়ে লড়াই করতে হবে ।" রাজনৈতিক মহলের মতে, এই বক্তব্যের পর অনেকটাই জোর পেলেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা ।

অন্যদিকে, NRC ইশু নিয়েও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী । বলেন, "BJP শাসিত রাজ্যে NRC করুক না । ত্রিপুরায় করুক । মুখ্যমন্ত্রীর নামই তো বাদ যাবে । আমরা বাংলায় NRC করতে দেব না । এখন যদি আমার মায়ের বার্থ সার্টিফিকেট চায়, আমি কোথা থেকে দেব ? অযথা, NRC নিয়ে ভয় পাবেন না । ভোটার লিস্টে নাম তুলতে অসুবিধা হলে আমাদের দলের লোককে বলবেন । নিজের জীবন নষ্ট করবেন না । অপপ্রচার চলছে । ভয় পাবেন না । বিহারেও NRC হবে না বলে জানিয়ে দিয়েছেন নীতিশ কুমার । যেটা বিহারে হবে না, বাংলায় কেন হবে ?"

কলকাতা, 23 সেপ্টেম্বর : রাষ্ট্রায়ত্ত সংস্থা বিলগ্নিকরণের প্রতিবাদে নেতাজি ইন্ডোরে সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেখানে তিনি একাধিক ইশু নিয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন । প্রথমবারের জন্য মুখ খোলেন যাদবপুর ইশু নিয়েও ।

সভা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, "একাধিক রাষ্ট্রায়ত্ত সংস্থার হাল খারাপ । কর্মীরা বেতন পাচ্ছেন না । মানুষ কী করবে ? পুজোর মরশুমে এই অবস্থা । কেন্দ্রের কোনও ভাবনা-চিন্তা নেই । BSNL, এয়ার ইন্ডিয়া সহ একাধিক সংস্থা সমস্যায় আছে । কেন্দ্রের উচিত দ্রুত পদক্ষেপ করা ।"

এদিকে, যাদবপুরে বাবুল সুপ্রিয়র হেনস্থা প্রসঙ্গে আজ প্রথম মুখ খুললেন মমতা । তাঁর কথায়, "যাদবপুরে কী হয়েছে সবাই জানে । গায়ের জোর দেখানো হচ্ছে । মানুষকে এক হয়ে লড়াই করতে হবে ।" রাজনৈতিক মহলের মতে, এই বক্তব্যের পর অনেকটাই জোর পেলেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা ।

অন্যদিকে, NRC ইশু নিয়েও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী । বলেন, "BJP শাসিত রাজ্যে NRC করুক না । ত্রিপুরায় করুক । মুখ্যমন্ত্রীর নামই তো বাদ যাবে । আমরা বাংলায় NRC করতে দেব না । এখন যদি আমার মায়ের বার্থ সার্টিফিকেট চায়, আমি কোথা থেকে দেব ? অযথা, NRC নিয়ে ভয় পাবেন না । ভোটার লিস্টে নাম তুলতে অসুবিধা হলে আমাদের দলের লোককে বলবেন । নিজের জীবন নষ্ট করবেন না । অপপ্রচার চলছে । ভয় পাবেন না । বিহারেও NRC হবে না বলে জানিয়ে দিয়েছেন নীতিশ কুমার । যেটা বিহারে হবে না, বাংলায় কেন হবে ?"

New Delhi, Sep 23 (ANI): Apple recently rolled out its iOS 13 and with it, a ton of improvements have been added for iPhone users. One of the noticeable changes is the merging of Find My iPhone and Find My Friends apps. Called Find My app, the tool shows you three options: Friends, Devices, Me; to search for your lost iPhone using iCloud account or friends or people from your contacts who were previously in the Find My Friends app, Cnet reports. The Me tab shows options to stop sharing your location with your friends, edit location names, and turn friend requests on or off. The new Find My app is included in iOS 13 and iPadOS.
Last Updated : Sep 23, 2019, 1:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.