ETV Bharat / state

উত্তরপ্রদেশ থেকে কাফ সিরাপ পাচার করতে এসে ধৃত 2 - Phynsedil recover in Kolkata

বাংলাদেশে কাফ সিরাপের চাহিদা ব্যাপক । যুব সমাজের অনেকেই এই নেশায় আসক্ত । ইন্টেলিজেন্সের দাবি, বাংলাদেশে যেভাবে মায়ানমার থেকে ইয়াবা পাচার হয়, সেভাবেই ভারত থেকে পাচার হয় কাফ সিরাপ ।

Kolkata
Kolkata
author img

By

Published : Oct 16, 2020, 1:01 PM IST

Updated : Oct 16, 2020, 1:25 PM IST

কলকাতা, 16 অক্টোবর : বাংলাদেশে পাচারের জন্য উত্তরপ্রদেশ থেকে প্রচুর কাফ সিরাপ নিয়ে আসে দুই ব্যক্তি । গোপন সূত্রে এই পাচারের কথা জানতে পারে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স । সেই সূত্র ধরে গোয়েন্দারা হুগলির ডানকুনিতে আটক করে একটি লরি । উদ্ধার প্রায় 10 হাজার বোতল কাফ সিরাপ । ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুই পাচারকারীকে ।

উল্লেখ্য, বাংলাদেশের কাফ সিরাপের চাহিদা ব্যাপক । যুব সমাজের অনেকেই এই নেশায় আসক্ত । ইন্টেলিজেন্সের দাবি, বাংলাদেশে যেভাবে মায়ানমার থেকে ইয়াবা পাচার হয়, সেভাবেই ভারত থেকে পাচার হয় কাফ সিরাপ । আর বাংলাদেশ থেকে ভারতে পাচার হয় জালনোট । ভারতীয় গোয়েন্দাদের দাবি, কাফ সিরাপের এই চক্র ছড়িয়ে রয়েছে সারা দেশে । উত্তর ভারত থেকে শুরু করে দক্ষিণ ভারত সর্বত্রই রয়েছে স্মাগলিং চক্রের লোকজন । আসলে বাংলাদেশে এক এক বোতল কাফ সিরাপ ভারতীয় দামের থেকে পাঁচ গুণ দামে বিক্রি হয় । সেই কারণেই এই চক্র স্মাগলাররা চালিয়ে যাচ্ছে দীর্ঘদিন ধরেই ।

সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার, SSB প্রায় প্রতিদিনই উদ্ধার করছে প্রচুর কাফ সিরাপ । এবার উত্তরপ্রদেশ থেকে 10 হাজার বোতল কাফ সিরাপ একটি লরিতে করে আনে দুই ব্যক্তি । তাদের নাম অবোধনাথ যাদব এবং প্রেম সাগর। দুজনেই উত্তরপ্রদেশের আজমগড়ের বাসিন্দা । তারা 10 হাজার বোতল কাফ সিরাপ খাদ্যসামগ্রীর মাঝে লুকিয়ে এ রাজ্যে নিয়ে আসে । ওই কাফ সিরাপ নির্দিষ্ট স্মাগলারের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছিল তারা । কিন্তু তার আগেই ডানকুনির অলিম্পাস হোটেলের সামনে থেকে গোয়েন্দারা তাদের পাকড়াও করে ফেলে। বাজেয়াপ্ত করা হয় লরিটি ।

STF সূত্রে জানা গেছে, কাফ সিরাপ তৈরির মূল উপাদান কোডেইন । 1000 গ্রামের বেশি কোডেইন যদি কারও কাছে থাকে তবে তার বিরুদ্ধে NDPS অ্যাক্টে মামলা করতে পারে পুলিশ । ধৃতদের জিজ্ঞাসাবাদ করে প্রাথমিকভাবে পুলিশ জেনেছে ওই কাফ সিরাপ তারা বারাণসী থেকে লরিতে তোলে। এরাজ্যে কার হাতে ওই কাফ সিরাপ তারা তুলে দিত তা জানার চেষ্টা চলছে ।

কলকাতা, 16 অক্টোবর : বাংলাদেশে পাচারের জন্য উত্তরপ্রদেশ থেকে প্রচুর কাফ সিরাপ নিয়ে আসে দুই ব্যক্তি । গোপন সূত্রে এই পাচারের কথা জানতে পারে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স । সেই সূত্র ধরে গোয়েন্দারা হুগলির ডানকুনিতে আটক করে একটি লরি । উদ্ধার প্রায় 10 হাজার বোতল কাফ সিরাপ । ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুই পাচারকারীকে ।

উল্লেখ্য, বাংলাদেশের কাফ সিরাপের চাহিদা ব্যাপক । যুব সমাজের অনেকেই এই নেশায় আসক্ত । ইন্টেলিজেন্সের দাবি, বাংলাদেশে যেভাবে মায়ানমার থেকে ইয়াবা পাচার হয়, সেভাবেই ভারত থেকে পাচার হয় কাফ সিরাপ । আর বাংলাদেশ থেকে ভারতে পাচার হয় জালনোট । ভারতীয় গোয়েন্দাদের দাবি, কাফ সিরাপের এই চক্র ছড়িয়ে রয়েছে সারা দেশে । উত্তর ভারত থেকে শুরু করে দক্ষিণ ভারত সর্বত্রই রয়েছে স্মাগলিং চক্রের লোকজন । আসলে বাংলাদেশে এক এক বোতল কাফ সিরাপ ভারতীয় দামের থেকে পাঁচ গুণ দামে বিক্রি হয় । সেই কারণেই এই চক্র স্মাগলাররা চালিয়ে যাচ্ছে দীর্ঘদিন ধরেই ।

সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার, SSB প্রায় প্রতিদিনই উদ্ধার করছে প্রচুর কাফ সিরাপ । এবার উত্তরপ্রদেশ থেকে 10 হাজার বোতল কাফ সিরাপ একটি লরিতে করে আনে দুই ব্যক্তি । তাদের নাম অবোধনাথ যাদব এবং প্রেম সাগর। দুজনেই উত্তরপ্রদেশের আজমগড়ের বাসিন্দা । তারা 10 হাজার বোতল কাফ সিরাপ খাদ্যসামগ্রীর মাঝে লুকিয়ে এ রাজ্যে নিয়ে আসে । ওই কাফ সিরাপ নির্দিষ্ট স্মাগলারের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছিল তারা । কিন্তু তার আগেই ডানকুনির অলিম্পাস হোটেলের সামনে থেকে গোয়েন্দারা তাদের পাকড়াও করে ফেলে। বাজেয়াপ্ত করা হয় লরিটি ।

STF সূত্রে জানা গেছে, কাফ সিরাপ তৈরির মূল উপাদান কোডেইন । 1000 গ্রামের বেশি কোডেইন যদি কারও কাছে থাকে তবে তার বিরুদ্ধে NDPS অ্যাক্টে মামলা করতে পারে পুলিশ । ধৃতদের জিজ্ঞাসাবাদ করে প্রাথমিকভাবে পুলিশ জেনেছে ওই কাফ সিরাপ তারা বারাণসী থেকে লরিতে তোলে। এরাজ্যে কার হাতে ওই কাফ সিরাপ তারা তুলে দিত তা জানার চেষ্টা চলছে ।

Last Updated : Oct 16, 2020, 1:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.