ETV Bharat / state

State Syllabus Committee: 'আর্ট অ্যান্ড ওয়ার্ক এডুকেশন'-এর নির্দিষ্ট সিলেবাস তৈরির ভাবনা শিক্ষা দফতরের - জাতীয় শিক্ষা নীতি

Specific Syllabus for Art and Work Education: আর্ট অ্যান্ড ওয়ার্ক এডুকেশনের নির্দিষ্ট সিলেবাস তৈরির ভাবনা সিলেবাস কমিটির ৷ এতদিন স্কুলগুলিতে কোনও নির্দিষ্ট পরিকল্পনা ছাড়াই বিভিন্ন হাতের কাজ করানো হত ৷ কিন্তু, এবার এর জন্য নির্দিষ্ট সিলেবাস তৈরির ভাবনা রাজ্য সরকারের ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 31, 2023, 9:14 PM IST

কলকাতা, 31 অক্টোবর: এতদিন রাজ্য সরকারি স্কুলগুলিতে ‘আর্ট অ্যান্ড ওয়ার্ক এডুকেশন’ থাকলেও, তা নির্দিষ্ট কোনও সিলেবাস বা সূচি মেনে হয় না ৷ এক একটি স্কুল নিজেদের মতো করে সিলেবাস ঠিক করে ৷ আর সেই অনুযায়ী, বছরে হাতে গোনা কয়েকটি ক্লাস করিয়ে বছর শেষে পরীক্ষা নেওয়া হয় ৷ এবার আর তেমনটা হবে না ৷ এবার রাজ্য শিক্ষা দফতরের অধীনে থাকা স্কুল সিলেবাস কমিটি ‘আর্ট অ্যান্ড ওয়ার্ক এডুকেশন’-এর নির্দিষ্ট সিলেবাস তৈরির ভাবনাচিন্তা করছে ৷ অর্থাৎ, সব স্কুলগুলিকে একটি নির্দিষ্ট সিলেবাস অনুযায়ী, ‘আর্ট অ্যান্ড ওয়ার্ক এডুকেশন’-এর পঠপাঠন চালাতে হবে ৷

সিলেবাস কমিটি ইতিমধ্যে একটি রূপরেখা তৈরি করেছে ৷ উল্লেখ্য, ‘আর্ট অ্যান্ড ওয়ার্ক এডুকেশনে’র মধ্যে ট্র্যাডিশনাল কিছু বিষয় রয়েছে ৷ যেখানে হাতের কাজ, নাচ-গানের মতো কিছু বিষয়গুলি থাকছে ৷ এছাড়াও বেশকিছু বিষয় যোগ করা হচ্ছে ৷ যার মধ্যে অন্যতম, নিউজ অ্যাংকারিং, রেডিয়ো জকি, ইন্টিরিয়র ডেকরেশন, বাগান তৈরি, ফ্যাশান ডিজাইনিং এবং গ্রাফিক্স ডিজানিংয়ের মতো বিষয় রয়েছে ৷ নতুন এই বিষয়গুলিকে সিলেবাসের মধ্যে আনার পরিকল্পনা রয়েছে স্কুল শিক্ষা দফতরের ৷

সূত্রের খবর, এই পরিকল্পনার আসল উদ্দেশ্য, স্কুলের পরিসরে পড়াশোনার চাপের মধ্যে খানিকটা আনন্দের সুযোগ করে দেওয়া ৷ শিল্প-ভাবনায় উৎসাহ দেওয়া ৷ সেই সঙ্গ স্কুলস্তর থেকে পড়ুয়াদের বিকল্প কর্মসংস্থানের প্রতি উৎসাহিত তৈরি করা ৷ আর এই দুই লক্ষ্যেই তৈরি হচ্ছে নতুন সিলেবাস ৷ উল্লেখ্য, নয়া জাতীয় শিক্ষানীতিতেও স্কুলস্তর থেকে পড়ুয়াদের নির্দিষ্ট একটি দিকে পরিচালিত করার কথা বলা হয়েছে ৷ কিছুটা সেখান থেকেই রাজ্যের সিলেবাস কমিটির এই ভাবনা ৷

আরও পড়ুন: ইউনিসেফের মডেলে রাজ্যের 1 হাজার 313 স্কুলের মনোন্নয়ন

এই ভাবনাকে স্বাগত জানিয়েছেন সকল শিক্ষক-শিক্ষিকারা ৷ মিত্র ইনস্টিটিউশন ভবানীপুর শাখার প্রধান শিক্ষক রাজা দে-র বক্তব্য, ‘‘অনেক স্কুলে আর্ট অ্যান্ড ওয়ার্ক এডুকেশনের শিক্ষক নেই ৷ যাঁরা আছেন, তাঁদের নিউজ অ্যাংকারিং বা পটচিত্রের মতো বিষয়ে প্রশিক্ষণ নেই ৷ আর সেই প্রশিক্ষণ না দিলে এই ভাবনা ভাবনাই থেকে যাবে ৷ তাই শিক্ষকদের প্রশিক্ষণও প্রয়োজন ৷’’

আরও পড়ুন: টালবাহানায় বাংলা, অধিকাংশ রাজ্যে শুরু হয়ে গিয়েছে চার বছরের অনার্স কোর্স

সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের প্রধান শিক্ষিকা পাপিয়া সিংহ মহাপাত্র জানান, "এতকাল ফিজিক্যাল এডুকেশনের বই ও সিলেবাস থাকলেও 'আর্ট অ্যান্ড ওয়ার্ক এডুকেশন'-এর কোনও নির্দিষ্ট সিলেবাস বা বইপত্র ছিল না ৷ স্কুলগুলি নিজেদের মতো করেই পড়ুয়াদের পড়ায় ৷ শিক্ষা দফতর মনে করছে, এমন বিচ্ছিন্নভাবে যে যার মতো ক্লাস করিয়ে পরীক্ষা নিলে কোনও সমতা থাকছে না ৷ ফলে তাকে সিলেবাসের মধ্যে নির্দিষ্ট ছকে বাঁধার প্রয়োজন রয়েছে ৷"

কলকাতা, 31 অক্টোবর: এতদিন রাজ্য সরকারি স্কুলগুলিতে ‘আর্ট অ্যান্ড ওয়ার্ক এডুকেশন’ থাকলেও, তা নির্দিষ্ট কোনও সিলেবাস বা সূচি মেনে হয় না ৷ এক একটি স্কুল নিজেদের মতো করে সিলেবাস ঠিক করে ৷ আর সেই অনুযায়ী, বছরে হাতে গোনা কয়েকটি ক্লাস করিয়ে বছর শেষে পরীক্ষা নেওয়া হয় ৷ এবার আর তেমনটা হবে না ৷ এবার রাজ্য শিক্ষা দফতরের অধীনে থাকা স্কুল সিলেবাস কমিটি ‘আর্ট অ্যান্ড ওয়ার্ক এডুকেশন’-এর নির্দিষ্ট সিলেবাস তৈরির ভাবনাচিন্তা করছে ৷ অর্থাৎ, সব স্কুলগুলিকে একটি নির্দিষ্ট সিলেবাস অনুযায়ী, ‘আর্ট অ্যান্ড ওয়ার্ক এডুকেশন’-এর পঠপাঠন চালাতে হবে ৷

সিলেবাস কমিটি ইতিমধ্যে একটি রূপরেখা তৈরি করেছে ৷ উল্লেখ্য, ‘আর্ট অ্যান্ড ওয়ার্ক এডুকেশনে’র মধ্যে ট্র্যাডিশনাল কিছু বিষয় রয়েছে ৷ যেখানে হাতের কাজ, নাচ-গানের মতো কিছু বিষয়গুলি থাকছে ৷ এছাড়াও বেশকিছু বিষয় যোগ করা হচ্ছে ৷ যার মধ্যে অন্যতম, নিউজ অ্যাংকারিং, রেডিয়ো জকি, ইন্টিরিয়র ডেকরেশন, বাগান তৈরি, ফ্যাশান ডিজাইনিং এবং গ্রাফিক্স ডিজানিংয়ের মতো বিষয় রয়েছে ৷ নতুন এই বিষয়গুলিকে সিলেবাসের মধ্যে আনার পরিকল্পনা রয়েছে স্কুল শিক্ষা দফতরের ৷

সূত্রের খবর, এই পরিকল্পনার আসল উদ্দেশ্য, স্কুলের পরিসরে পড়াশোনার চাপের মধ্যে খানিকটা আনন্দের সুযোগ করে দেওয়া ৷ শিল্প-ভাবনায় উৎসাহ দেওয়া ৷ সেই সঙ্গ স্কুলস্তর থেকে পড়ুয়াদের বিকল্প কর্মসংস্থানের প্রতি উৎসাহিত তৈরি করা ৷ আর এই দুই লক্ষ্যেই তৈরি হচ্ছে নতুন সিলেবাস ৷ উল্লেখ্য, নয়া জাতীয় শিক্ষানীতিতেও স্কুলস্তর থেকে পড়ুয়াদের নির্দিষ্ট একটি দিকে পরিচালিত করার কথা বলা হয়েছে ৷ কিছুটা সেখান থেকেই রাজ্যের সিলেবাস কমিটির এই ভাবনা ৷

আরও পড়ুন: ইউনিসেফের মডেলে রাজ্যের 1 হাজার 313 স্কুলের মনোন্নয়ন

এই ভাবনাকে স্বাগত জানিয়েছেন সকল শিক্ষক-শিক্ষিকারা ৷ মিত্র ইনস্টিটিউশন ভবানীপুর শাখার প্রধান শিক্ষক রাজা দে-র বক্তব্য, ‘‘অনেক স্কুলে আর্ট অ্যান্ড ওয়ার্ক এডুকেশনের শিক্ষক নেই ৷ যাঁরা আছেন, তাঁদের নিউজ অ্যাংকারিং বা পটচিত্রের মতো বিষয়ে প্রশিক্ষণ নেই ৷ আর সেই প্রশিক্ষণ না দিলে এই ভাবনা ভাবনাই থেকে যাবে ৷ তাই শিক্ষকদের প্রশিক্ষণও প্রয়োজন ৷’’

আরও পড়ুন: টালবাহানায় বাংলা, অধিকাংশ রাজ্যে শুরু হয়ে গিয়েছে চার বছরের অনার্স কোর্স

সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের প্রধান শিক্ষিকা পাপিয়া সিংহ মহাপাত্র জানান, "এতকাল ফিজিক্যাল এডুকেশনের বই ও সিলেবাস থাকলেও 'আর্ট অ্যান্ড ওয়ার্ক এডুকেশন'-এর কোনও নির্দিষ্ট সিলেবাস বা বইপত্র ছিল না ৷ স্কুলগুলি নিজেদের মতো করেই পড়ুয়াদের পড়ায় ৷ শিক্ষা দফতর মনে করছে, এমন বিচ্ছিন্নভাবে যে যার মতো ক্লাস করিয়ে পরীক্ষা নিলে কোনও সমতা থাকছে না ৷ ফলে তাকে সিলেবাসের মধ্যে নির্দিষ্ট ছকে বাঁধার প্রয়োজন রয়েছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.