ETV Bharat / sports

টেস্ট ক্রিকেটে আসছে বড় বদল! আসরে আইসিসি চেয়ারম্যান জয় শাহ - JAY SHAH

বর্ডার-গাভাসকর ট্রফির পর টেস্ট ক্রিকেটে বদলের ভাবনায় আইসিসি ৷ নয়া ভাবনার বিষয়টি দেখছেন জয় শাহ নিজেই ৷ কী সেই বদল?

JASPRIT BUMRAH AND PAT CUMMINS
বুমরা ও কামিন্স (AP Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Jan 6, 2025, 5:18 PM IST

দুবাই, 6 জানুয়ারি: ভারত দশ বছর পর বর্ডার-গাভাসকর সিরিজে হেরেছে বটে ৷ কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে সদ্য শেষ হওয়া সিরিজে যে পরিমাণ দর্শকের উপস্থিতি ঘটেছে, তারপর টেস্ট ক্রিকেটে বড়সড় বদল আনার চিন্তাভাবনা শুরু করল বিশ্ব ক্রিকেটের গভর্নিং বডি ৷ আইসিসি'র নবনিযুক্ত চেয়ারম্য়ান জয় শাহের নেতৃত্বেই আসছে বদল ৷ সাম্প্রতিক রিপোর্টে প্রকাশ জয় শাহের নেতৃত্বে 2 টিয়ার টেস্ট ক্রিকেটের ভাবনাচিন্তা করছে আইসিসি ৷ যাতে প্রথমসারির টেস্ট খেলিয়ে দেশগুলো বেশি করে নিজেদের মধ্যে আরও ম্য়াচ খেলতে পারে ৷

কেন এই ভাবনা? ইন্ডিয়া ট্যুডে'তে প্রকাশ যে, অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম 'দ্য এজ'-এ সোমবার প্রকাশিত হয়েছে আইসিসি'র এমন ভাবনার বিষয়টি ৷ সদ্য সমাপ্ত বর্ডার-গাভাসকর ট্রফিতে রেকর্ড সংখ্যক (প্রায় সাড়ে 8 লক্ষ) দর্শক সমাগমের কারণেই যে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার এমন ভাবনা, তাও বলা হয়েছে অজি সংবাদমাধ্যমের রিপোর্টে ৷ উল্লেখ্য, অ্যাশেজ বাদ দিলে ব্র্য়াডম্যানের দেশে সর্বাধিক অনুরাগী সমাগমের নজির গড়েছে সবেমাত্র শেষ হওয়া বর্ডার-গাভাসকর ট্রফি ৷ সামগ্রিকভাবে এই সিরিজ অস্ট্রেলিয়ার মাটিতে কোনও টেস্ট সিরিজে চতুর্থ সর্বাধিক দর্শক টানতে সক্ষম হয়েছে ৷ আর তারপরেই আইসিসি'র ভাবনায় 2 টিয়ার টেস্ট ক্রিকেট ৷

অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মাইক বার্ড, ইংল্য়ান্ড ক্রিকেট বোর্ডের চেয়ারম্য়ান রিচার্ড থম্পসনের সঙ্গে চলতি মাসেই এব্যাপারে আলোচনায় বসবেন জয় শাহ ৷ সূত্রের খবর তেমনই ৷

কী এই 2 টিয়ার টেস্ট ক্রিকেট: ভারত, অস্ট্রেলিয়া, ইংল্য়ান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ডের মত প্রথমসারির দলগুলো একে অপরের বিরুদ্ধে আরও বেশি করে সিরিজ খেলবে ৷ সেকেন্ড টিয়ারে থাকবে টেস্ট ক্রিকেটে অপেক্ষাকৃত দুর্বল দেশগুলো ৷ যেমন-বাংলাদেশ, আফগানিস্তান, জিম্বাবোয়ে, আয়ারল্যান্ড ৷ নয়া ফরম্যাটে প্রথম টিয়ারের দলগুলো যেমন নিজেদের মধ্যে আরও বেশি করে খেলবে ৷ তেমনই সেকেন্ডে টিয়ারের দলগুলোও তাঁদের নিজেদের মধ্যেই কেবল খেলবে ৷ যদিও অবনমনের বিষয়টি থাকবে কি না, তা নিশ্চিত নয় ৷

এর আগে 2016 সালেও এমন এক সম্ভাবনা তৈরি হয়েছিল ৷ কিন্তু তৎকালীন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি অনুরাগ ঠাকুরের বিরোধিতায় তা দিনের আলো দেখেনি ৷ অনুরাগ ঠাকুর এই প্রস্তাবের বিপক্ষে গিয়ে জানিয়েছিলেন, এই ব্যবস্থা বড় দল-ছোট দলকে আলাদা করবে ৷ যা ক্রিকেটীয় স্পিরিটের পরিপন্থী ৷

আরও পড়ুন:

দুবাই, 6 জানুয়ারি: ভারত দশ বছর পর বর্ডার-গাভাসকর সিরিজে হেরেছে বটে ৷ কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে সদ্য শেষ হওয়া সিরিজে যে পরিমাণ দর্শকের উপস্থিতি ঘটেছে, তারপর টেস্ট ক্রিকেটে বড়সড় বদল আনার চিন্তাভাবনা শুরু করল বিশ্ব ক্রিকেটের গভর্নিং বডি ৷ আইসিসি'র নবনিযুক্ত চেয়ারম্য়ান জয় শাহের নেতৃত্বেই আসছে বদল ৷ সাম্প্রতিক রিপোর্টে প্রকাশ জয় শাহের নেতৃত্বে 2 টিয়ার টেস্ট ক্রিকেটের ভাবনাচিন্তা করছে আইসিসি ৷ যাতে প্রথমসারির টেস্ট খেলিয়ে দেশগুলো বেশি করে নিজেদের মধ্যে আরও ম্য়াচ খেলতে পারে ৷

কেন এই ভাবনা? ইন্ডিয়া ট্যুডে'তে প্রকাশ যে, অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম 'দ্য এজ'-এ সোমবার প্রকাশিত হয়েছে আইসিসি'র এমন ভাবনার বিষয়টি ৷ সদ্য সমাপ্ত বর্ডার-গাভাসকর ট্রফিতে রেকর্ড সংখ্যক (প্রায় সাড়ে 8 লক্ষ) দর্শক সমাগমের কারণেই যে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার এমন ভাবনা, তাও বলা হয়েছে অজি সংবাদমাধ্যমের রিপোর্টে ৷ উল্লেখ্য, অ্যাশেজ বাদ দিলে ব্র্য়াডম্যানের দেশে সর্বাধিক অনুরাগী সমাগমের নজির গড়েছে সবেমাত্র শেষ হওয়া বর্ডার-গাভাসকর ট্রফি ৷ সামগ্রিকভাবে এই সিরিজ অস্ট্রেলিয়ার মাটিতে কোনও টেস্ট সিরিজে চতুর্থ সর্বাধিক দর্শক টানতে সক্ষম হয়েছে ৷ আর তারপরেই আইসিসি'র ভাবনায় 2 টিয়ার টেস্ট ক্রিকেট ৷

অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মাইক বার্ড, ইংল্য়ান্ড ক্রিকেট বোর্ডের চেয়ারম্য়ান রিচার্ড থম্পসনের সঙ্গে চলতি মাসেই এব্যাপারে আলোচনায় বসবেন জয় শাহ ৷ সূত্রের খবর তেমনই ৷

কী এই 2 টিয়ার টেস্ট ক্রিকেট: ভারত, অস্ট্রেলিয়া, ইংল্য়ান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ডের মত প্রথমসারির দলগুলো একে অপরের বিরুদ্ধে আরও বেশি করে সিরিজ খেলবে ৷ সেকেন্ড টিয়ারে থাকবে টেস্ট ক্রিকেটে অপেক্ষাকৃত দুর্বল দেশগুলো ৷ যেমন-বাংলাদেশ, আফগানিস্তান, জিম্বাবোয়ে, আয়ারল্যান্ড ৷ নয়া ফরম্যাটে প্রথম টিয়ারের দলগুলো যেমন নিজেদের মধ্যে আরও বেশি করে খেলবে ৷ তেমনই সেকেন্ডে টিয়ারের দলগুলোও তাঁদের নিজেদের মধ্যেই কেবল খেলবে ৷ যদিও অবনমনের বিষয়টি থাকবে কি না, তা নিশ্চিত নয় ৷

এর আগে 2016 সালেও এমন এক সম্ভাবনা তৈরি হয়েছিল ৷ কিন্তু তৎকালীন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি অনুরাগ ঠাকুরের বিরোধিতায় তা দিনের আলো দেখেনি ৷ অনুরাগ ঠাকুর এই প্রস্তাবের বিপক্ষে গিয়ে জানিয়েছিলেন, এই ব্যবস্থা বড় দল-ছোট দলকে আলাদা করবে ৷ যা ক্রিকেটীয় স্পিরিটের পরিপন্থী ৷

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.