ETV Bharat / state

New Recruitment for Upper Primary: উচ্চ প্রাথমিকে নয়া নিয়োগ চাই, অনুমতি চেয়ে আদালতে এসএসসি - কলকাতা হাইকোর্ট

কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল এসএসসি কর্তৃপক্ষ (SSC appeal to Calcutta High Court) ৷ আপার প্রাইমারি বা উচ্চপ্রাথমিকে (স্কুলের নবম ও দশম শ্রেণির জন্য) নয়া নিয়োগ (New Recruitment for Upper Primary) করতে চেয়ে বিচারপতির দৃষ্টি আকর্ষণ করলেন এসএসসির আইনজীবী ৷

SSC appeal to Calcutta High Court to get permission for New Recruitment in Upper Primary
ফাইল ছবি
author img

By

Published : Mar 23, 2023, 4:32 PM IST

কলকাতা, 23 মার্চ: আইনি লড়াইয়ের গেরোয় আটকে নয়া নিয়োগ ৷ সেই জট কাটাতে পালটা আদালতেরই দ্বারস্থ হল স্কুল সার্ভিস কমিশন (West Bengal School Service Commission) ৷ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের সামনে নিজেদের আবেদন রেখেছে এসএসসি (SSC appeal to Calcutta High Court) ৷ তাদের বক্তব্য, 2016 সালের নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে আপার প্রাইমারি বা উচ্চপ্রাথমিকে (স্কুলের নবম ও দশম শ্রেণির জন্য) নয়া নিয়োগ (New Recruitment for Upper Primary) করতে চায় তারা ৷ আদালত সেই নিয়োগ প্রক্রিয়া শুরু ও সম্পন্ন করার অনুমতি দিক ৷ তাহলে 12 হাজার নতুন কর্মসংস্থান করা সম্ভব হবে ৷ বিষয়টি নিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেছেন এসএসসির আইনজীবী ৷

ঘটনা হল, নিয়োগ দুর্নীতির (SSC Recruitment Scam) জেরে কলকাতা হাইকোর্টে একাধিক মামলা চলছে ৷ তেমনই একটি মামলা ওঠে বিচারপতি বিশ্বজিৎ বসুর সিঙ্গল বেঞ্চে ৷ সেই মামলায় 952 জনকে চকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দেন বিচারপতি ৷ ওএমআর শিট জালিয়াতির জেরে এই পদক্ষেপ করেন তিনি ৷ গত মাসে আদালতের রায় ঘোষণার পর ইতিমধ্যেই সংশ্লিষ্টদের মধ্যে থেকে 618 জনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে ৷ বাকিদের চাকরি বাতিলের প্রক্রিয়াও ধীরে ধীরে সম্পাদন করা হচ্ছে ৷ কিন্তু, এর ফলে একসঙ্গে অসংখ্য শূন্যপদ তৈরি হয়েছে ৷ যার জেরে পঠনপাঠন ও স্কুল পরিচালনার ক্ষেত্রে বিরাট সমস্যা হচ্ছে ৷

অন্যদিকে, নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একাধিক মামলা চলছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের এজলাসে ৷ এই সমস্ত মামলার প্রেক্ষিতে বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের একটি নির্দেশে বলা হয়, যাঁরা চকরির জন্য ইন্টারভিউয়ের ডাক পেয়েছেন, তাঁরা ইন্টারভিউ দিন ৷ কিন্তু, যাঁদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা চলছে, তাঁদের ক্ষেত্রে আগে মামলার নিষ্পত্তি হওয়া দরকার ৷ সিঙ্গল বেঞ্চের এই রায় চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আরও একটি মামলা রুজু হয় ৷ কিন্তু, ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের রায়ই বহাল রাখে ৷ একইসঙ্গে জানিয়ে দেয়, আদালতের অনুমতি ছাড়া কোনও নতুন নিয়োগ করতে পারবে না এসএসসি ৷

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে ঢোকার মুখে বিস্ফোরক পার্থ! নাম নিলেন দিলীপ, শুভেন্দুর

এই অবস্থায় ফাঁপড়ে পড়েছে এসএসসি কর্তৃপক্ষ ৷ বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে নিজেদের অপারগতার কথা জানিয়েছে তারা ৷ তাদের বক্তব্য, সিঙ্গল বেঞ্চের রায়ের জেরে নতুন নিয়োগ করতে পারছ না তারা ৷ তাই বাস্তব পরিস্থিতি বিচার করে ডিভিশন বেঞ্চ তাদের নয়া নিয়োগের অনুমতি দিক ৷ বিষয়টি নিয়ে নতুন করে মামলা রুজু করার অনুমতি দিয়েছেন বিচারপতি তালুকদার ৷ আগামী সোমবার অথবা মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি হতে পারে ৷

কলকাতা, 23 মার্চ: আইনি লড়াইয়ের গেরোয় আটকে নয়া নিয়োগ ৷ সেই জট কাটাতে পালটা আদালতেরই দ্বারস্থ হল স্কুল সার্ভিস কমিশন (West Bengal School Service Commission) ৷ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের সামনে নিজেদের আবেদন রেখেছে এসএসসি (SSC appeal to Calcutta High Court) ৷ তাদের বক্তব্য, 2016 সালের নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে আপার প্রাইমারি বা উচ্চপ্রাথমিকে (স্কুলের নবম ও দশম শ্রেণির জন্য) নয়া নিয়োগ (New Recruitment for Upper Primary) করতে চায় তারা ৷ আদালত সেই নিয়োগ প্রক্রিয়া শুরু ও সম্পন্ন করার অনুমতি দিক ৷ তাহলে 12 হাজার নতুন কর্মসংস্থান করা সম্ভব হবে ৷ বিষয়টি নিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেছেন এসএসসির আইনজীবী ৷

ঘটনা হল, নিয়োগ দুর্নীতির (SSC Recruitment Scam) জেরে কলকাতা হাইকোর্টে একাধিক মামলা চলছে ৷ তেমনই একটি মামলা ওঠে বিচারপতি বিশ্বজিৎ বসুর সিঙ্গল বেঞ্চে ৷ সেই মামলায় 952 জনকে চকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দেন বিচারপতি ৷ ওএমআর শিট জালিয়াতির জেরে এই পদক্ষেপ করেন তিনি ৷ গত মাসে আদালতের রায় ঘোষণার পর ইতিমধ্যেই সংশ্লিষ্টদের মধ্যে থেকে 618 জনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে ৷ বাকিদের চাকরি বাতিলের প্রক্রিয়াও ধীরে ধীরে সম্পাদন করা হচ্ছে ৷ কিন্তু, এর ফলে একসঙ্গে অসংখ্য শূন্যপদ তৈরি হয়েছে ৷ যার জেরে পঠনপাঠন ও স্কুল পরিচালনার ক্ষেত্রে বিরাট সমস্যা হচ্ছে ৷

অন্যদিকে, নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একাধিক মামলা চলছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের এজলাসে ৷ এই সমস্ত মামলার প্রেক্ষিতে বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের একটি নির্দেশে বলা হয়, যাঁরা চকরির জন্য ইন্টারভিউয়ের ডাক পেয়েছেন, তাঁরা ইন্টারভিউ দিন ৷ কিন্তু, যাঁদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা চলছে, তাঁদের ক্ষেত্রে আগে মামলার নিষ্পত্তি হওয়া দরকার ৷ সিঙ্গল বেঞ্চের এই রায় চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আরও একটি মামলা রুজু হয় ৷ কিন্তু, ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের রায়ই বহাল রাখে ৷ একইসঙ্গে জানিয়ে দেয়, আদালতের অনুমতি ছাড়া কোনও নতুন নিয়োগ করতে পারবে না এসএসসি ৷

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে ঢোকার মুখে বিস্ফোরক পার্থ! নাম নিলেন দিলীপ, শুভেন্দুর

এই অবস্থায় ফাঁপড়ে পড়েছে এসএসসি কর্তৃপক্ষ ৷ বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে নিজেদের অপারগতার কথা জানিয়েছে তারা ৷ তাদের বক্তব্য, সিঙ্গল বেঞ্চের রায়ের জেরে নতুন নিয়োগ করতে পারছ না তারা ৷ তাই বাস্তব পরিস্থিতি বিচার করে ডিভিশন বেঞ্চ তাদের নয়া নিয়োগের অনুমতি দিক ৷ বিষয়টি নিয়ে নতুন করে মামলা রুজু করার অনুমতি দিয়েছেন বিচারপতি তালুকদার ৷ আগামী সোমবার অথবা মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি হতে পারে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.