কলকাতা, 7 ডিসেম্বর : চলন্ত বাইক থেকে অশালীন অঙ্গভঙ্গি, শ্লীলতাহানির চেষ্টা, ইভটিজ়িং । দৃশ্যগুলো অত্যন্ত পরিচিত । বাইকবাজদের দাপটে কলকাতায় অনেক সময়ই মহিলারা সুরক্ষার অভাব বোধ করেন । কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা দায়িত্ব নেওয়ার পরই জানিয়েছিলেন, মহিলাদের সুরক্ষা দেওয়া পুলিশের প্রধান কাজ হবে । গতরাতে শহরের বিভিন্ন অংশে চালানো হল বিশেষ অভিযান । তাতে গ্রেপ্তার করা হয়েছে 13 জন ইভটিজ়ারকে । সঙ্গে সিজ় করা হয়েছে 51টি বাইক ।
রবীন্দ্র সদন এবং প্রিন্স আনোয়ার শাহ রোডে মডেলকে হেনস্থার ঘটনায় এখনও শহরবাসীর স্মৃতি থেকে ফিকে হয়ে যায়নি । একটু বেশি রাতে বন্ধুর সঙ্গে ফিরছিলেন প্রাক্তন মিস ইন্ডিয়া ইউনিভার্স ঊষসী সেনগুপ্ত । সেটা জুন মাস । ময়দান থানা লাগোয়া এক্সাইড মোড় থেকে বাঁদিকে তার ক্যাব ঘুরতেই একটি বাইক ধাক্কা মারে । মুহূর্তের মধ্যে চলে আসে আরও কয়েকটি বাইক । গাড়ি থেকে ড্রাইভারকে নামিয়ে মারধর করা হয় । এরপর লেক গার্ডেন্স হাউজ়ের কাছে হঠাৎ এই তিনটি বাইকে হেলমেট ছাড়া 6 জন যুবক আসে । তারা ক্যাব থামিয়ে অভিনেত্রীকে গাড়ি থেকে বের করে মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে । ঘটনায় শোরগোল পড়ে যায় । কলকাতা পুলিশ তৎপরতার সঙ্গে শুরু করে বাইক বাহিনীর বিরুদ্ধে অভিযান । সময়ের সঙ্গে তা থিতিয়েও পড়ে । এখন মাঝেমধ্যে শুধুমাত্র চালানো হয় ব্লক রেইড । তবে, দেশের বিভিন্ন প্রান্তে একের পর এক গণধর্ষণের ঘটনার পর ফের নড়েচড়ে বসেছে পুলিশ । সেই সূত্রেই গতরাতে চালানো হয় বিশেষ অভিযান ।
পুলিশের কাছে অভিযোগ আসছিল নেতাজি নগর থানা এলাকায় বেড়েছে বাইকবাজ ও ইভটিজ়ারদের দাপট বাড়ছে । তাই কাল বিশেষ নজর দেওয়া হয় নেতাজি নগরে । এই কাজে নেমেছিল 'দা উইনার্স' এবং 'অ্যান্টি রাউডি সেকশন'-র অফিসাররা । এই অভিযানে 13 জনকে গ্রেপ্তার করা হয়েছে । আটক করা হয়েছে 60 জনকে । কলকাতার গোয়েন্দা প্রধান মুরলীধর শর্মা বলেন, "এবার থেকে মাঝেমধ্যেই শহরে এই ধরনের অভিযান চালানো হবে ।"