ETV Bharat / state

বাইকবাজ, ইভটিজ়ারদের ধরতে বিশেষ অভিযান কলকাতা পুলিশের, গ্রেপ্তার 13

শহরের রাস্তায় নারী সুরক্ষার জন্য বিশেষ অভিযান চালাল কলকাতা পুলিশ ৷ রাস্তাঘাটে চলন্ত বাইক থেকে অশালীন অঙ্গভঙ্গি, শ্লীলতাহানির চেষ্টা ও ইভটিজ়িং বন্ধ করতে মাঝেমধ্যেই এই ধরনের অভিযান শহরে চালানো হবে বলে জানান কলকাতার গোয়েন্দা প্রধান মুরলীধর শর্মা ৷

বিশেষ অভিযান কলকাতা পুলিশের
বিশেষ অভিযান কলকাতা পুলিশের
author img

By

Published : Dec 7, 2019, 2:08 PM IST

কলকাতা, 7 ডিসেম্বর : চলন্ত বাইক থেকে অশালীন অঙ্গভঙ্গি, শ্লীলতাহানির চেষ্টা, ইভটিজ়িং । দৃশ্যগুলো অত্যন্ত পরিচিত । বাইকবাজদের দাপটে কলকাতায় অনেক সময়ই মহিলারা সুরক্ষার অভাব বোধ করেন । কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা দায়িত্ব নেওয়ার পরই জানিয়েছিলেন, মহিলাদের সুরক্ষা দেওয়া পুলিশের প্রধান কাজ হবে । গতরাতে শহরের বিভিন্ন অংশে চালানো হল বিশেষ অভিযান । তাতে গ্রেপ্তার করা হয়েছে 13 জন ইভটিজ়ারকে । সঙ্গে সিজ় করা হয়েছে 51টি বাইক ।

রবীন্দ্র সদন এবং প্রিন্স আনোয়ার শাহ রোডে মডেলকে হেনস্থার ঘটনায় এখনও শহরবাসীর স্মৃতি থেকে ফিকে হয়ে যায়নি । একটু বেশি রাতে বন্ধুর সঙ্গে ফিরছিলেন প্রাক্তন মিস ইন্ডিয়া ইউনিভার্স ঊষসী সেনগুপ্ত । সেটা জুন মাস । ময়দান থানা লাগোয়া এক্সাইড মোড় থেকে বাঁদিকে তার ক্যাব ঘুরতেই একটি বাইক ধাক্কা মারে । মুহূর্তের মধ্যে চলে আসে আরও কয়েকটি বাইক । গাড়ি থেকে ড্রাইভারকে নামিয়ে মারধর করা হয় । এরপর লেক গার্ডেন্স হাউজ়ের কাছে হঠাৎ এই তিনটি বাইকে হেলমেট ছাড়া 6 জন যুবক আসে । তারা ক্যাব থামিয়ে অভিনেত্রীকে গাড়ি থেকে বের করে মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে । ঘটনায় শোরগোল পড়ে যায় । কলকাতা পুলিশ তৎপরতার সঙ্গে শুরু করে বাইক বাহিনীর বিরুদ্ধে অভিযান । সময়ের সঙ্গে তা থিতিয়েও পড়ে । এখন মাঝেমধ্যে শুধুমাত্র চালানো হয় ব্লক রেইড । তবে, দেশের বিভিন্ন প্রান্তে একের পর এক গণধর্ষণের ঘটনার পর ফের নড়েচড়ে বসেছে পুলিশ । সেই সূত্রেই গতরাতে চালানো হয় বিশেষ অভিযান ।

পুলিশের কাছে অভিযোগ আসছিল নেতাজি নগর থানা এলাকায় বেড়েছে বাইকবাজ ও ইভটিজ়ারদের দাপট বাড়ছে । তাই কাল বিশেষ নজর দেওয়া হয় নেতাজি নগরে । এই কাজে নেমেছিল 'দা উইনার্স' এবং 'অ্যান্টি রাউডি সেকশন'-র অফিসাররা । এই অভিযানে 13 জনকে গ্রেপ্তার করা হয়েছে । আটক করা হয়েছে 60 জনকে । কলকাতার গোয়েন্দা প্রধান মুরলীধর শর্মা বলেন, "এবার থেকে মাঝেমধ্যেই শহরে এই ধরনের অভিযান চালানো হবে ।"

কলকাতা, 7 ডিসেম্বর : চলন্ত বাইক থেকে অশালীন অঙ্গভঙ্গি, শ্লীলতাহানির চেষ্টা, ইভটিজ়িং । দৃশ্যগুলো অত্যন্ত পরিচিত । বাইকবাজদের দাপটে কলকাতায় অনেক সময়ই মহিলারা সুরক্ষার অভাব বোধ করেন । কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা দায়িত্ব নেওয়ার পরই জানিয়েছিলেন, মহিলাদের সুরক্ষা দেওয়া পুলিশের প্রধান কাজ হবে । গতরাতে শহরের বিভিন্ন অংশে চালানো হল বিশেষ অভিযান । তাতে গ্রেপ্তার করা হয়েছে 13 জন ইভটিজ়ারকে । সঙ্গে সিজ় করা হয়েছে 51টি বাইক ।

রবীন্দ্র সদন এবং প্রিন্স আনোয়ার শাহ রোডে মডেলকে হেনস্থার ঘটনায় এখনও শহরবাসীর স্মৃতি থেকে ফিকে হয়ে যায়নি । একটু বেশি রাতে বন্ধুর সঙ্গে ফিরছিলেন প্রাক্তন মিস ইন্ডিয়া ইউনিভার্স ঊষসী সেনগুপ্ত । সেটা জুন মাস । ময়দান থানা লাগোয়া এক্সাইড মোড় থেকে বাঁদিকে তার ক্যাব ঘুরতেই একটি বাইক ধাক্কা মারে । মুহূর্তের মধ্যে চলে আসে আরও কয়েকটি বাইক । গাড়ি থেকে ড্রাইভারকে নামিয়ে মারধর করা হয় । এরপর লেক গার্ডেন্স হাউজ়ের কাছে হঠাৎ এই তিনটি বাইকে হেলমেট ছাড়া 6 জন যুবক আসে । তারা ক্যাব থামিয়ে অভিনেত্রীকে গাড়ি থেকে বের করে মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে । ঘটনায় শোরগোল পড়ে যায় । কলকাতা পুলিশ তৎপরতার সঙ্গে শুরু করে বাইক বাহিনীর বিরুদ্ধে অভিযান । সময়ের সঙ্গে তা থিতিয়েও পড়ে । এখন মাঝেমধ্যে শুধুমাত্র চালানো হয় ব্লক রেইড । তবে, দেশের বিভিন্ন প্রান্তে একের পর এক গণধর্ষণের ঘটনার পর ফের নড়েচড়ে বসেছে পুলিশ । সেই সূত্রেই গতরাতে চালানো হয় বিশেষ অভিযান ।

পুলিশের কাছে অভিযোগ আসছিল নেতাজি নগর থানা এলাকায় বেড়েছে বাইকবাজ ও ইভটিজ়ারদের দাপট বাড়ছে । তাই কাল বিশেষ নজর দেওয়া হয় নেতাজি নগরে । এই কাজে নেমেছিল 'দা উইনার্স' এবং 'অ্যান্টি রাউডি সেকশন'-র অফিসাররা । এই অভিযানে 13 জনকে গ্রেপ্তার করা হয়েছে । আটক করা হয়েছে 60 জনকে । কলকাতার গোয়েন্দা প্রধান মুরলীধর শর্মা বলেন, "এবার থেকে মাঝেমধ্যেই শহরে এই ধরনের অভিযান চালানো হবে ।"

Intro:কলকাতা, 7 ডিসেম্বর: চলন্ত বাইক থেকে অশালীন অঙ্গভঙ্গি। শ্লীলতাহানির চেষ্টা। ইভটিজিং। দৃশ্যগুলো অত্যন্ত পরিচিত। বাইকবাজদের দাপটে কলকাতা শহরেও অনেক সময়ই মহিলারা সুরক্ষার অভাব বোধ করেন। কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা দায়িত্ব নেওয়ার পরেই জানিয়েছিলেন, মহিলাদের সুরক্ষা দেওয়া পুলিশের প্রধান কাজ হবে। পুলিশ কমিশনারের কথার সবচেয়ে বড় পরিপন্থী এই বাইকবাজরা ।আর তাই গতরাতে শহরের বিভিন্ন অংশে চালানো হল বিশেষ রেইড। তাতে গ্রেপ্তার করা হয়েছে 13 ইভটিজারকে। সিজ করা হয়েছে 51 টি বাইক।



Body:রবীন্দ্র সদন এবং প্রিন্স আনোয়ার শাহ রোড মডেলকে হেনস্থার ঘটনায় এখনো শহরবাসীর স্মৃতি থেকে ফিকে হয়ে যারনি। একটু বেশি রাতে বন্ধুর সঙ্গে ফিরছিলেন প্রাক্তন মিস ইন্ডিয়া ইউনিভার্স উষসী সেনগুপ্ত। সেটা জুন মাস। ময়দান থানা লাগোয়া এক্সাইড মোড় থেকে বাঁদিকে তার ক‍্যাব ঘুরতেই একটি বাইক তাকে ধাক্কা মারে। মুহুর্তের মধ্যে চলে আসে আরও কয়েকটি বাইক। গাড়ি থেকে ড্রাইভারকে নামিয়ে মারধর করা হয়। এরপর লেক গার্ডেন্স হাউজের কাছে হঠাৎ এই তিনটি বাইকে হেলমেট ছাড়া 6 জন যুবক আসে। তারা থামায় ক‍্যাব। অভিনেত্রীকে গাড়ি থেকে বের করে মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ঘটনায় শোরগোল পড়ে যায়। কলকাতা পুলিশ তৎপরতার সঙ্গে শুরু করে বাইক বাহিনীর বিরুদ্ধে অভিযান। সময়ের সঙ্গে তা থিতিয়েও পড়ে। এখন মাঝেমধ্যে শুধুমাত্র চালানো হয় ব্লক রেইড। কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে একের পর এক গণধর্ষণের ঘটনার পর ফের নড়েচড়ে বসেছে পুলিশ। সেই সূত্রেই গতরাতে চালানো হয় বিশেষ অভিযান।


Conclusion:শুধুমাত্র ইভটিজার নয়, গতকাল রাতের অভিযানে লক্ষ্য ছিল ট্রাবলমঙ্গাররাও। পুলিশের কাছে অভিযোগ আসছিল নেতাজি নগর থানা এলাকায় বেড়েছে বাইকবাজ ও ইভটিজারদের দাপট। তাই কাল বিশেষ নজর দেওয়া হয় নেতাজি নগরে। এই কাজে নেমে ছিল উইনার এবং এন্টি রাউডি সেকশনের অফিসাররা। ঘটনায় 13 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আটক করা হয়েছে 60 জনকে। সিজ করা হয়েছে 51 টি বাইক। কলকাতার গোয়েন্দাপ্রধান মুরলীধর শর্মা জানিয়েছেন, “ এবার থেকে মাঝেমধ্যেই শহরে এই ধরনের অভিযান চালানো হবে।"
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.