ETV Bharat / state

Durga Puja Carnival: মুখ্যমন্ত্রীর জন্য পুজো কার্নিভালে থাকছে বিশেষ ব্যবস্থা, মঞ্চের উচ্চতা কিছুটা কম - মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Special Arrangement for Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর জন্য এবার দুর্গাপুজো কার্নিভালে থাকছে বিশেষ ব্যবস্থা । মুখ্যমন্ত্রী নিজের মুখেই জানিয়েছিলেন চোটের জায়গায় ইনফেকশন হওয়ার কারণে গৃহবন্দি থাকতে হয়েছে তাঁকে। এমনকী দুর্গাপুজোর উদ্বোধনেও যেতে পারেননি তিনি। বাড়িতে বসেই ভার্চুয়ালি উদ্বোধন করতে হয়েছে দুর্গাপুজোর।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 25, 2023, 6:44 PM IST

মুখ্যমন্ত্রীর জন্য পুজো কার্নিভালে থাকছে বিশেষ ব্যবস্থা

কলকাতা, 25 অক্টোবর: স্পেন সফরে গিয়ে পায়ে চোট পেয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকে এখনও পর্যন্ত গৃহবন্দি তিনি। দুর্গাপুজোর উদ্বোধন করেছেন বাড়িতে বসে তবে রেড রোডের কার্নিভালে থাকবেন বলে জানিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী নিজেই । বুধবার রেড রোডে কার্নিভালের প্রস্তুতিতে মঞ্চ তৈরিতে দেখা গেল বিশেষ ব্যবস্থা। যে মঞ্চে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বসবেন সেই মঞ্চে থাকছে না কোন সিঁড়ি। তার বদলে ব়্যাম্প তৈরি করা হয়েছে সেখানে। যাতে সরাসরি সেই ব়্যাম্পের সামনে মুখ্যমন্ত্রীর গাড়ি এসে দাঁড়ালে খুব সহজেই তাঁকে পৌঁছে দেওয়া যায় মূল মঞ্চে। সঙ্গে মঞ্চ প্রস্তুতকারকরা জানিয়েছেন রেড রোডে এবার মুখ্যমন্ত্রীর জন্য তৈরি মঞ্চের উচ্চতা হচ্ছে কিছুটা নিচু। মূলত পায়ের চোটের কথা মাথায় রেখেই এই মঞ্চের উচ্চতা করা হয়েছে মাত্র 30 ইঞ্চি।

মুখ্যমন্ত্রী নিজের মুখেই জানিয়েছিলেন, চোটের জায়গায় ইনফেকশন হওয়ার কারণে গৃহবন্দি থাকতে হয়েছে তাঁকে। এমনকী দুর্গাপুজোর উদ্বোধনেও যেতে পারেননি তিনি। বাড়িতে বসেই ভার্চুয়ালি উদ্বোধন করতে হয়েছে দুর্গাপুজোর। সবাইকে বলেছিলেন, আগামী 27 অক্টোবর কার্নিভালের মঞ্চে সকলের সঙ্গে দেখা হবে । প্রত্যেক বছর দেখা যায়, কার্নিভাল চলাকালীন মঞ্চ থেকে নেমে আসেন মুখ্যমন্ত্রী, তাই যেখানে তিনি বসেন সেখানে সিঁড়ির ব্যবস্থা করা হয় ৷ কখনও পুজো উদ্যোক্তা থেকে চলচ্চিত্র অভিনেতা-অভিনেত্রীদের এই সিঁড়ি দিয়েই ডেকে নেন উপরে মুখ্যমন্ত্রী।

তবে তেমন কোনও সিঁড়ি এবার থাকছে না মঞ্চে। মুখ্যমন্ত্রীর মূল মঞ্চের আকার প্রত্যেক বারের মত হলেও তার উচ্চতা হচ্ছে কিছুটা নিচু। কারণ বার্সেলোনাতে এভাবেই সিঁড়ি ভাঙতে গিয়ে হঠাৎ চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী। এক্ষেত্রে যাতে নতুন করে তিনি চোট না পান তারই ব্যবস্থা করা হচ্ছে। এবার রেড রোডে মোট 18 হাজার দর্শনার্থীর একসঙ্গে অনুষ্ঠান দেখার ব্যবস্থা রাখা হয়েছে।

আরও পড়ুন: টালা প্রত্যয়-সহ 4 পুজো কমিটিকে দুর্গারত্ন পুরস্কার দিলেন রাজ্যপাল

এবার তথ্য ও সংস্কৃতি দফতর সূত্রে খবর, প্রায় 16 থেকে 18টি দেশের প্রতিনিধি বিসর্জন কার্নিভালে উপস্থিত থাকবেন । থাকবেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং ইউনেস্কোর প্রতিনিধিরাও । মূল ব্যবস্থা ক্রমেই সমাপ্তির দিকে । তবে আগ্রহ থাকবে অবশ্যই মুখ্যমন্ত্রীকে ঘিরেই। কারণ চোটের পর 27 তারিখ জনসমক্ষে আসছেন তিনি। তাই তাঁর জন্য সব ব্যবস্থাই তৈরি রাখছে প্রশাসন।

মুখ্যমন্ত্রীর জন্য পুজো কার্নিভালে থাকছে বিশেষ ব্যবস্থা

কলকাতা, 25 অক্টোবর: স্পেন সফরে গিয়ে পায়ে চোট পেয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকে এখনও পর্যন্ত গৃহবন্দি তিনি। দুর্গাপুজোর উদ্বোধন করেছেন বাড়িতে বসে তবে রেড রোডের কার্নিভালে থাকবেন বলে জানিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী নিজেই । বুধবার রেড রোডে কার্নিভালের প্রস্তুতিতে মঞ্চ তৈরিতে দেখা গেল বিশেষ ব্যবস্থা। যে মঞ্চে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বসবেন সেই মঞ্চে থাকছে না কোন সিঁড়ি। তার বদলে ব়্যাম্প তৈরি করা হয়েছে সেখানে। যাতে সরাসরি সেই ব়্যাম্পের সামনে মুখ্যমন্ত্রীর গাড়ি এসে দাঁড়ালে খুব সহজেই তাঁকে পৌঁছে দেওয়া যায় মূল মঞ্চে। সঙ্গে মঞ্চ প্রস্তুতকারকরা জানিয়েছেন রেড রোডে এবার মুখ্যমন্ত্রীর জন্য তৈরি মঞ্চের উচ্চতা হচ্ছে কিছুটা নিচু। মূলত পায়ের চোটের কথা মাথায় রেখেই এই মঞ্চের উচ্চতা করা হয়েছে মাত্র 30 ইঞ্চি।

মুখ্যমন্ত্রী নিজের মুখেই জানিয়েছিলেন, চোটের জায়গায় ইনফেকশন হওয়ার কারণে গৃহবন্দি থাকতে হয়েছে তাঁকে। এমনকী দুর্গাপুজোর উদ্বোধনেও যেতে পারেননি তিনি। বাড়িতে বসেই ভার্চুয়ালি উদ্বোধন করতে হয়েছে দুর্গাপুজোর। সবাইকে বলেছিলেন, আগামী 27 অক্টোবর কার্নিভালের মঞ্চে সকলের সঙ্গে দেখা হবে । প্রত্যেক বছর দেখা যায়, কার্নিভাল চলাকালীন মঞ্চ থেকে নেমে আসেন মুখ্যমন্ত্রী, তাই যেখানে তিনি বসেন সেখানে সিঁড়ির ব্যবস্থা করা হয় ৷ কখনও পুজো উদ্যোক্তা থেকে চলচ্চিত্র অভিনেতা-অভিনেত্রীদের এই সিঁড়ি দিয়েই ডেকে নেন উপরে মুখ্যমন্ত্রী।

তবে তেমন কোনও সিঁড়ি এবার থাকছে না মঞ্চে। মুখ্যমন্ত্রীর মূল মঞ্চের আকার প্রত্যেক বারের মত হলেও তার উচ্চতা হচ্ছে কিছুটা নিচু। কারণ বার্সেলোনাতে এভাবেই সিঁড়ি ভাঙতে গিয়ে হঠাৎ চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী। এক্ষেত্রে যাতে নতুন করে তিনি চোট না পান তারই ব্যবস্থা করা হচ্ছে। এবার রেড রোডে মোট 18 হাজার দর্শনার্থীর একসঙ্গে অনুষ্ঠান দেখার ব্যবস্থা রাখা হয়েছে।

আরও পড়ুন: টালা প্রত্যয়-সহ 4 পুজো কমিটিকে দুর্গারত্ন পুরস্কার দিলেন রাজ্যপাল

এবার তথ্য ও সংস্কৃতি দফতর সূত্রে খবর, প্রায় 16 থেকে 18টি দেশের প্রতিনিধি বিসর্জন কার্নিভালে উপস্থিত থাকবেন । থাকবেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং ইউনেস্কোর প্রতিনিধিরাও । মূল ব্যবস্থা ক্রমেই সমাপ্তির দিকে । তবে আগ্রহ থাকবে অবশ্যই মুখ্যমন্ত্রীকে ঘিরেই। কারণ চোটের পর 27 তারিখ জনসমক্ষে আসছেন তিনি। তাই তাঁর জন্য সব ব্যবস্থাই তৈরি রাখছে প্রশাসন।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.