ETV Bharat / state

বুকে গেঁথেছিল মাছ ধরার ফলা, সফল অস্ত্রোপচার RG করে

প্রতিবেশীর সঙ্গে মারপিটের সময় তারকেশ্বরের বাসিন্দা প্রসান বাউরির বুকে গেঁথে যায় মাছ ধরার ফলা । বিকল হতে বসেছিল হৃদযন্ত্র ও ফুসফুস । অবশেষে ঘণ্টা পাঁচেকের প্রচেষ্টায় ফলাটি বের করা সম্ভব হয়েছে ৷ বর্তমানে তিনি RG কর মেডিকেলে চিকিৎসাধীন ৷

ফাইল ফোটো
author img

By

Published : Jul 26, 2019, 9:55 PM IST

কলকাতা, ২৬ জুলাই : প্রতিবেশীর সঙ্গে বচসা ৷ পরে মারপিটের সময় বছর তিরিশের প্রসান বাউরির বুকে গেঁথে যায় মাছ ধরার ফলা । পালমোনারি আর্টারিতে গেঁথেছিল ফলাটি ৷ এর জেরে বিকল হতে বসেছিল হৃদযন্ত্র ও ফুসফুস । অবশেষে ঘণ্টা পাঁচেকের প্রচেষ্টায় এই ফলা বের করতে সমর্থ হলেন RG কর মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকরা । হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অস্ত্রোপচার সফল হয়েছে । তবে 48 ঘণ্টা না গেলে কিছু বোঝা যাচ্ছে না ।

তারকেশ্বরের প্রতিহারপুরের বাসিন্দা প্রসান বাউরি । সরকারি গৃহনির্মাণ প্রকল্প নিয়ে গতকাল রাত সাড়ে ন'টা নাগাদ প্রতিবেশীদের সঙ্গে বচসা বাধে প্রসানের ৷ বচসা গড়ায় হাতাহাতিতে ৷ সেইসময়, প্রতিবেশীরা চড়াও হয় তাঁর উপর ৷ বুকে বসিয়ে দেয় মাছ ধরার ফলা ৷ গুরুতর অবস্থায় প্রথমে বৈদ্যবাটি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রসানকে ৷ সেখানে থেকে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয় তাঁকে ৷ ক্রমে অবস্থা আরও গুরুতর হয় ৷ শেষমেশ রাত আড়াইটে নাগাদ RG কর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয় প্রসানকে ৷ চিকিৎসার জন্য 6 জন চিকিৎসককে নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয় ৷ আজ সকাল থেকে শুরু হয় অস্ত্রোপচার । ঘণ্টা পাঁচেকের অস্ত্রোপচারে বের করা হয় ফলা ৷ ঘটনায় জখম হন আরও কয়েকজন ৷ তাঁদের স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন৷

দেখুন ভিডিয়ো

এবিষয়ে, RG কর মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ শুদ্ধধন বটব্যাল বলেন, "রোগীর পালমোনারি আর্টারিতে ওই ফলা গেঁথে গেছিল । ফলে হৃদযন্ত্র, ফুসফুস কোল্যাপসড হয়ে যায় । 4-5 ঘন্টা ধরে অস্ত্রোপচার করে ফলাটি বের করা হয়েছে ।" রোগীর শারীরিক অবস্থা এখন কেমন রয়েছে? অধ্যক্ষ বলেন, "অস্ত্রোপচার সফল হয়েছে । রোগীকে এখন ICU- তে পর্যবেক্ষণে রাখা হয়েছে । 48 ঘণ্টা না গেলে কিছু বলা সম্ভব নয় ।"

প্রসানের এক আত্মীয় পিন্টু বলেন, "মাছ ধরার ফলা বিদ্ধ অবস্থায় অস্ত্রোপচারের আগেও কথা বলছিল প্রসান । আজ সকাল ন'টা নাগাদ অস্ত্রোপচার হয় । চিকিৎসকরা জানিয়েছেন, 48 ঘণ্টা না গেলে কিছু বলা যাবে না ।"

কলকাতা, ২৬ জুলাই : প্রতিবেশীর সঙ্গে বচসা ৷ পরে মারপিটের সময় বছর তিরিশের প্রসান বাউরির বুকে গেঁথে যায় মাছ ধরার ফলা । পালমোনারি আর্টারিতে গেঁথেছিল ফলাটি ৷ এর জেরে বিকল হতে বসেছিল হৃদযন্ত্র ও ফুসফুস । অবশেষে ঘণ্টা পাঁচেকের প্রচেষ্টায় এই ফলা বের করতে সমর্থ হলেন RG কর মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকরা । হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অস্ত্রোপচার সফল হয়েছে । তবে 48 ঘণ্টা না গেলে কিছু বোঝা যাচ্ছে না ।

তারকেশ্বরের প্রতিহারপুরের বাসিন্দা প্রসান বাউরি । সরকারি গৃহনির্মাণ প্রকল্প নিয়ে গতকাল রাত সাড়ে ন'টা নাগাদ প্রতিবেশীদের সঙ্গে বচসা বাধে প্রসানের ৷ বচসা গড়ায় হাতাহাতিতে ৷ সেইসময়, প্রতিবেশীরা চড়াও হয় তাঁর উপর ৷ বুকে বসিয়ে দেয় মাছ ধরার ফলা ৷ গুরুতর অবস্থায় প্রথমে বৈদ্যবাটি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রসানকে ৷ সেখানে থেকে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয় তাঁকে ৷ ক্রমে অবস্থা আরও গুরুতর হয় ৷ শেষমেশ রাত আড়াইটে নাগাদ RG কর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয় প্রসানকে ৷ চিকিৎসার জন্য 6 জন চিকিৎসককে নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয় ৷ আজ সকাল থেকে শুরু হয় অস্ত্রোপচার । ঘণ্টা পাঁচেকের অস্ত্রোপচারে বের করা হয় ফলা ৷ ঘটনায় জখম হন আরও কয়েকজন ৷ তাঁদের স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন৷

দেখুন ভিডিয়ো

এবিষয়ে, RG কর মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ শুদ্ধধন বটব্যাল বলেন, "রোগীর পালমোনারি আর্টারিতে ওই ফলা গেঁথে গেছিল । ফলে হৃদযন্ত্র, ফুসফুস কোল্যাপসড হয়ে যায় । 4-5 ঘন্টা ধরে অস্ত্রোপচার করে ফলাটি বের করা হয়েছে ।" রোগীর শারীরিক অবস্থা এখন কেমন রয়েছে? অধ্যক্ষ বলেন, "অস্ত্রোপচার সফল হয়েছে । রোগীকে এখন ICU- তে পর্যবেক্ষণে রাখা হয়েছে । 48 ঘণ্টা না গেলে কিছু বলা সম্ভব নয় ।"

প্রসানের এক আত্মীয় পিন্টু বলেন, "মাছ ধরার ফলা বিদ্ধ অবস্থায় অস্ত্রোপচারের আগেও কথা বলছিল প্রসান । আজ সকাল ন'টা নাগাদ অস্ত্রোপচার হয় । চিকিৎসকরা জানিয়েছেন, 48 ঘণ্টা না গেলে কিছু বলা যাবে না ।"

Intro:কলকাতা, ২৬ জুলাই: বছর ৩০-এর প্রসান বাউরির পালমোনারি আর্টারিতে গেঁথে গিয়েছিল মাছ ধরার ফলা। যার জেরে বিকল হতে বসেছিল তাঁর হৃদযন্ত্র এবং ফুসফুস। অবশেষে ঘন্টা পাঁচেকের প্রচেষ্টায় এই ফলা বের করতে সমর্থ হলেন আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকরা। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, এই অস্ত্রোপচার সফল হয়েছে। তবে ৪৮ ঘন্টা না গেলে বোঝা সম্ভব নয় রোগীর অবস্থা।
Body:এই রোগী তারকেশ্বরের প্রতিহারপুরের বাসিন্দা। তাঁর এক আত্মীয় পিন্টু কেওড়া জানিয়েছেন, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ন'টা নাগাদ প্রতিবেশীদের কাছে আক্রান্ত হন প্রসান। সরকারি গৃহনির্মাণ প্রকল্পের বিষয়ে প্রতিবেশীদের সঙ্গে বচসার সূত্রপাত। তিনি বলেন, "চারজন মিলে প্রসানের বুকে বসিয়ে দেয় মাছ ধরার এই ফলা।" এই ঘটনায় আরও কয়েকজন জখম হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা হয়েছে। পিন্টু বলেন, "প্রসানকে প্রথমে বৈদ্যবাটি গ্রামীণ হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। সেখান থেকে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসতে বলা হয়। আমরা বৃহস্পতিবার রাত দেড়টা নাগাদ এই মেডিকেল কলেজে আসি। কিন্তু এখানে চিকিৎসা মেলেনি।"

একই সঙ্গে তিনি বলেন, "কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে প্রসানকে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলা হয়।" রাত আড়াইটে নাগাদ তাঁরা পৌঁছন আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে। এর পরে, এই হাসপাতালে প্রসানের চিকিৎসার জন্য ৬ চিকিৎসককে নিয়ে একটি মেডিকেল বোর্ড গড়া হয়। শুক্রবার সকাল থেকে শুরু হয় অস্ত্রোপচার। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ শুদ্ধোধন বটব্যাল বলেন, "এই রোগীর পালমোনারি আর্টারিতে ওই ফলা গেঁথে গিয়েছিল। এর ফলে হৃদযন্ত্র, ফুসফুস কোল্যাপস হয়ে যায়। ৪-৫ ঘন্টা ধরে অস্ত্রোপচার করে ফলাটি বের করা হয়েছে।"Conclusion:রোগীর শারীরিক অবস্থা এখন কেমন রয়েছে? অধ্যক্ষ বলেন, "অস্ত্রোপচার সফল হয়েছে। রোগীকে এখন আইসিইউতে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ৪৮ ঘন্টা না গেলে কিছু বলা সম্ভব নয়।" পিন্টু বলেন, "মাছ ধরার ফলা বিদ্ধ অবস্থায় অস্ত্রোপচারের আগেও কথা বলতে পারছিল প্রসান। শুক্রবার সকাল ন'টা নাগাদ অস্ত্রোপচার শুরু করেন চিকিৎসকরা। চিকিৎসকরা জানিয়েছেন, ৭২ ঘন্টা না গেলে কিছু বলা যাবে না।"

_______
ভিস্যুয়াল:
wb_kol_01a_rgkar_operation_vis_7203421

ছবি:
wb_kol_01b_rgkar_operation_pic_7203421
এবং,
wb_kol_01c_rgkar_operation_pic_7203421

হাসপাতালের টিকিটের ছবি
wb_kol_01d_rgkar_operation_pic_7203421




ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.